কম্পিউটারে কাজ করতে করতে কোন শব্দের বানান বা অর্থ জানার দরকার হলে কাগুজে অভিধান হাতে নিতে বিরক্ত বোধ করেন অনেক। এজন্য কম্পিউটারে দেশী বিদেশী অভিধান রাখেন অনেকই। তবে যাদের সেটা নেই, তাদেরও দু:খ করার কিছু নেই। ইন্টারনেটেই এখন অনেক অভিধান রয়েছে। বিদেশী ইংরেজী থেকে ইংরেজী (English to English) অভিধান ছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে কিছু ইংরেজী-বাংলা (English to Bangla) এবং বাংলা থেকে ইংরেজী (Bangla to English) অভিধান রয়েছে। বাংলা থেকে বাংলা (Bangla to Bangla) অভিধানও অনলাইনে পাওয়া যাচ্ছে। এরকম কয়েকটি সাইট:
প্রায় সবগুলো ইংরেজী অভিধানেই ইংরেজী শব্দের উচ্চারণ রয়েছে।
আমি শাহীন শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you 🙂