আসুন জেনে নিই কিছু অনলাইন অভিধান সম্পর্কে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কম্পিউটারে কাজ করতে করতে কোন শব্দের বানান বা অর্থ জানার দরকার হলে কাগুজে অভিধান হাতে নিতে বিরক্ত বোধ করেন অনেক। এজন্য কম্পিউটারে দেশী বিদেশী অভিধান রাখেন অনেকই। তবে যাদের সেটা নেই, তাদেরও দু:খ করার কিছু নেই। ইন্টারনেটেই এখন অনেক অভিধান রয়েছে। বিদেশী ইংরেজী থেকে ইংরেজী (English to English) অভিধান ছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে কিছু ইংরেজী-বাংলা (English to Bangla) এবং বাংলা থেকে ইংরেজী (Bangla to English) অভিধান রয়েছে। বাংলা থেকে বাংলা (Bangla to Bangla) অভিধানও অনলাইনে পাওয়া যাচ্ছে। এরকম কয়েকটি সাইট:

বাংলা অভিধান:

ইংরেজী থেকে ইংরেজী অভিধান:

প্রায় সবগুলো ইংরেজী অভিধানেই ইংরেজী শব্দের উচ্চারণ রয়েছে।

  • http://www.merriam-webster.com/dictionary/
    ১৫০ বছরেরও বেশি সময় ধরে অভিধানটির প্রিন্ট সংস্করণ বাজারে রয়েছে। এই অনলাইন সংস্করণটিতেও প্রতি মাসে চার কোটির বেশি ভিজিট হয়।
  • http://dictionary.reference.com/
    এ অনলাইন অভিধানটিও বেশ জনপ্রিয়। প্রতি মাসে ৫ কোটির বেশি ভিজট হয়। অর্থ ছাড়াও সমার্থক শব্দ, উচ্চারণ ইত্যাদি পাওয়া যাবে এই অভিধানে।
  • http://www.thefreedictionary.com/
    সাইটটিতে সাধারণ অভিধান ছাড়াও মেডিকেল, আইনসহ বিভিন্ন বিশেষায়িত অভিধান আছে।
  • http://dictionary.cambridge.org/
    এখানে বৃটিশ এবং আমেরিকান দু'ধরনের ভাষারীতির জন্য আলাদা আলাদা অভিধান পাওয়া যাবে এখানে।
  • http://oxforddictionaries.com/
    উচ্চারণ ও ব্যাকরণসহ একটি পূর্ণাঙ্গ অভিধান বলা যায় একে।
  • http://www.yourdictionary.com/

অভিধানের ফ্রি ডাউনলোড লিংক

বাংলা:

ইংরেজী:

Level 0

আমি শাহীন শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank you 🙂