অনেকদিন ধরে ব্যাস্ততার কারণে টিউন খুব একটা করা হচ্ছেনা।আজ আপনাদেরকে একটি বিশ্বকাপ ফুটবল২০১০ সংক্রান্ত নিউজ জানাব।যারা জানেননা তাদের জন্যই এই টিউনটি করা।নিউজটি প্রথম আলো থেকে সংগ্রহ করা। নিউজটি হল:
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের প্রায় ২৫টি ম্যাচের ত্রিমাত্রিক (থ্রি-ডি) চিত্রায়ণ করবে আয়োজক ফিফা। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সনিকে সঙ্গে নিয়ে থ্রি-ডি ক্যামেরা ব্যবহার করে এ চিত্রায়ণের কাজ করা হবে। তবে ম্যাচগুলোর সরাসরি সম্প্রচারে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করা হবে কি না, এ বিষয়ে ফিফা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। চিত্রায়িত ত্রিমাত্রিক ফুটেজগুলো পৃথিবীর বড় বড় শহরে বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষকে দেখানো হবে। ফুটেজগুলো নিয়ে একটি সমন্বিত ত্রিমাত্রিক চলচ্চিত্র তৈরি করারও পরিকল্পনা রয়েছে ফিফার।
ত্রিমাত্রিক প্রযুক্তি দিয়ে চিত্রগ্রহণের বিষয়টি বেশ ব্যয়বহুল এবং এর ব্যবহারও বেশ সীমিত। তবে ফুটবল বিশ্বকাপের মতো বড় একটি আসরে এর ব্যবহার বিশ্বজুড়ে একে জনপ্রিয় করে তুলবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করছেন। এর আগে বিবিসির উদ্যোগে ২০০৮ সালে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের একটি খেলা ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে লন্ডনের একটি প্রেক্ষাগৃহে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। সরাসরি খেলা সম্প্রচারের ক্ষেত্রে ত্রিমাত্রিক প্রযুক্তির ব্যবহারের ঘটনা সেটিই প্রথম। বিখ্যাত টেলিভিশন চ্যানেল স্কাই টিভি ২০১০ সালে যুক্তরাজ্যের সাধারণ দর্শকদের জন্য প্রথমবারের মতো ত্রিমাত্রিক ‘থ্রি-ডি চ্যানেল’ চালু করতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাগুলোর ত্রিমাত্রিক সম্প্রচারের কথাও ভাবছে স্কাই টিভি। এ ছাড়া ২০১২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া লন্ডন অলিম্পিকের সম্প্রচারেও ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। সুত্র:দৈনিক প্রথম আলো
আমি mahedihasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I want to discover new , search new , find new. Want to keep myself different than person.