কোন আইনে আমাকে গ্রেপ্তার করবেন?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সমস্ত আসল ডিভিডি'র শুরুতেই FBI সাবধানবানী আমরা দেখে অভ্যস্ত, "unauthorized reproduction or distribution of this copyrighted work is illegal"... কিন্তু বাজারে অঢেল ডিভিডি কপি করার সফটওয়্যার পাওয়া যায়, আমরা অনেকেই তা ব্যাবহারও করি। আজকাল কম্প্যুটারের হার্ড ডিস্ক অনেক স্টোরেজ স্পেস বিশিষ্ট, সেটা কি শুধুই বিজ্ঞানের আবিষ্কার? নাকি আমরা সেইসব উচ্চক্ষমতাসম্পন্ন হার্ড ডিস্ক কিনে ব্যাবহার করি প্রধানত ভিডিও/অডিও এইসব স্টোর করে রাখার জন্য কিম্বা গেমস/অপারেটিং সিস্টেম ব্যাকআপ রাখার জন্য? ২৫০/৫০০/৭৫০ গিগাবাইট হার্ড ডিস্ক কিম্বা ১ টেরাবাইটের হার্ড ডিস্ক সাধারন মানুষের কিসের জন্য কাজে লাগে তার কিছুটা ধারনা আমরা করতেই পারি। যারা প্রফেশনাল ভিডিওর কাজ করেন, কিম্বা অডিওর কাজ করেন, তাদের উচ্চক্ষমতাসম্পন্ন হার্ড ডিস্ক লাগে। সফটওয়্যার প্রফেশনালদেরও লাগে। সাধারন মানুষের লাগে কি? ড্যানিশ এক ডিভিডি রিপার সম্প্রতি পুলিশ থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন এই কারন দেখিয়ে যে তিনি প্রায় ১০০'টি আসল ডিভিডি তার পার্সোনাল কম্প্যুটারে কপি করেছেন এবং আইন অনুযায়ী এটা করা দণ্ডনীয় অপরাধ, তাই তাকে গ্রেপ্তার করা হোক। তিনি এও দাবী করেছেন যে এর জন্য তার ৫ বছরের জেল এবং আড়াই লাখ ডলার জরিমানা হওয়া উচিত।

Antipiratgruppen

কি, ভাবছেন ছেলেটি কি পাগল? কেনই বা কপি করলো, কেনই বা আত্মসমর্পন করতে গেলো? ডেনমার্কের Henrik Anderson তার ব্যাক্তিগত ব্যাবহারের জন্য ১০০'টি ডিভিডি রিপ করে তার কম্প্যুটারের হার্ড ডিস্কে রেখেছেন। আইন অনুযায়ী ব্যাক্তিগত/ব্যাবসায়ীক যেকোনো কারনেই হোক ডিভিডি কপি করা যাবেনা। এখন তিনি ডেনমার্কের আইনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, নিজেকে গ্রেপ্তারের দাবী তুলেছেন তিনি। প্রথমে তিনি এই দাবী জানিয়েছিলেন ডেনমার্কের এন্টি-পাইরেসি [Antipiratgruppen] দপ্তরে, সেখান থেকে তার ইমেইলের কোনো জবাব দেওয়া হয়নি। পরে সেই দপ্তর তার প্রেরিত ইমেইলের প্রাপ্তি অস্বীকার করে। পরে সেই দপ্তর জানিয়েছে যে যেহেতু হেনরিক তার ব্যাক্তিগত ব্যাবহারের জন্য কপি করেছেন তাই এটা শাস্তিযোগ্য অপরাধ নয়। এর পরে হেনরিক নিজের গ্রেপ্তারের দাবী নিয়ে দ্বারস্থ হন ডেনমার্ক পুলিশের কাছে।

কিন্তু কেন এই টানাপোড়েন? তিনি আসলে ড্যানিশ আইন এবং কপিরাইট আইনের মধ্যে পারষ্পরিক বিরোধ সবার সামনে আনতে চেয়েছিলেন। তার দেশের আইন অনুযায়ী আসল ডিভিডি যারা কিনেছেন তারা ব্যাক্তিগত ব্যাবহারের জন্য ডিভিডি নিজস্ব কম্প্যুটারে কপি করতে পারবেন। কিন্তু সেই কপি অন্য কাউকে দেওয়ার অনুমতি নেই। একান্তই ব্যাক্তিগত ব্যাবহারের জন্য কপি করা যাবে। কিন্তু, ডিভিডির শুরুতেই যে আইনি ভাষা আছে, সেটা অনুযায়ী DRM ব্রেক না করলে কপি করা যাচ্ছেনা, কপি করলেই DRM ভঙ্গের দায়ে পড়তে হবে। তাহলেই দেখা যাচ্ছে যে ড্যানিশ আইন এবং এফবিআই নোটিফিকেশানের মধ্যে পারষ্পরিক বিরোধিতা হয়ে যাচ্ছে। এফবিআই আইন অনুযায়ী যেকোনো নোটিফিকেশান দেওয়া ডিভিডি কেবলমাত্র সেই ডিস্কের মাধ্যমেই দেখতে হবে এবং সেটা হোম ভিউইং করতে হবে। এখন, ব্যাক্তিগত উদ্দেশ্যে হলেও ডিভিডি কপি করার অনুমতি দিচ্ছেনা এই আইন। অথচ ড্যানিশ আইন বলছে এটা করা যাবে। তাহলে কি এফবিআই ডেনমার্কে এসে কাউকে গ্রেপ্তার করতে পারবে যদি কী হাজার হাজার ডিভিডি কপি করে ফেলেন? এফবিআই যদি ডেনমার্কের মাটিতে নেমে ড্যানিশ আইনে আটকে যায়, তাহলে কি উপযোগিতা এমন আইনের? এই ব্যাপারটা সকলের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই হেনরিক দ্বারস্থ হয়েছেন ডেনমার্কের আইন দপ্তরের। কোন আইনে তিনি গ্রেপ্তার হবেন, আদৌ তাকে গ্রেপ্তার করা সম্ভব কিনা এইসব জটিল প্রশ্ন তিনি তুলে ধরেছেন।

এক সাক্ষাৎকারে হেনরিক জানিয়েছেন তিনি বেআইনি কাজ করছেন এবং এর জন্য কেউ তাকে গ্রেপ্তার করতে পারবেনা। এটা কি চলতে দেওয়া উচিত? বাস্তবে এফবিআই আইনের কোনো যৌক্তিকতা নেই বলে দাবী জানিয়েছেন তিনি, তাই এই আইন তুলে দেওয়া হোক। অন্যান্য দেশেও এমন পরষ্পর বিরোধী আইন থাকতে পারে। সুতরাং এই আইন তুলে দিয়ে মানুষকে পরিষ্কার ভাবে জানানো হোক আসল সত্যিটা।

আরো বিশদে জানতে হলে এই দুটি লিঙ্ক ভিজিট করতে পারেন - (১) Anti-Piracy Group To DRM Breaker: OK To Break The Law (২) Anti-Piracy Group Refuses Bait, DRM Breaker Goes To Police

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

We live in BD…. no original… all piracy…. thanks for sharing this news…. its really good topic ….thanks

ভাল টিউন। ধন্যবাদ রিয়া।

হুমমমম বাংলাদেশে অবস্য হার্ডডিস্কে বেআইনি জিনিষ রাখলে পুলিশ ধরবে। তবে ৩ মাসের জেল!

Level 0

আমার কম্পিউটারে ১১ টা মুভি কপি করা আছে৷ এখন আমি ও কি থানায় যামু নাকি?
উপরোক্ত আলোচিত ব্য্যাক্তি মাথার ৪ নং ও ৯ নং তারটা একটু লুস এবং ২ নং তারটি সম্পূর্ন ধ্বংস হইয়া গিয়াছে৷
অতএব মহোদয়ার নিকট আমার আকুল আবেদন তিনি যেন উক্ত ব্যাক্তিটির মাথার তার যে গুলা লুস আছে সেগুলা জোড়া দেওয়ার ব্যবস্থা করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব৷

নিবেদক
তার ছিড়া

ব্যাপারটা আসলেই অনেক জটিল। শুধু ডেনমার্কেই নয় আমাদের দেশেও এমন অনেক আইন আছে যা সাধারন জনগনের কাছে ষ্পষ্ট নয়।

আিম আপনার টিউনটির সাথে একমত আসলে আমার পাইরেসি করতে করতে যেভাবে অভ্যস্ত্ হয়ে গেছি, তাতে আমাদের জের-জরিমানা সবই হবার কথা। কিন্তু, দেশে আমাদের সেই ব্যবস্থার অভাব ছিলো-আছে এবং আগামীতে থাকবে কিনা জানি না। ত্বে, এর সঠিক ব্যবস্থা নেয়া না হলে অচিরেই আমাদের পরিস্থিতি কি হবে তা আমারা ভাল করেই বুঝতে পারছি এখনেই ……………………… [email protected]

Thanks

Level 0

আচ্ছা পাইরেসি কি জিনিষ ?