জেনে নিন টি-২০ বিশ্বকাপ ২০১২ এর সকল তথ্য (ফিক্সচার, খেলোয়াড়দের তালিকা, পূর্ববর্তী পরিসংখ্যান)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টি টুয়েন্টি বিশ্বকাপের আরেক নাম আইসিসি ওয়ার্ল্ড টি টুয়েন্টি। এটি টি-টুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপ। এই টুর্নামেন্টটি ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি কর্তৃক আয়োজন করা হয়। প্রতি দুই বৎসর পরপর একবার এই চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। সর্বমোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে; আইসিসির পূর্ণাঙ্গ সদস্য ১০টি দেশ সরাসরি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায়; অপর দুটি স্থানের জন্য আইসিসি ওয়ার্ল্ড টি-টুয়েন্টি বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত ৩টি টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বটি অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালের ১১-২৪ সেপ্টেম্বর পর্যন্ত। জোহানেসবার্গের ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে দিয়ে ভারত এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা লাভ করে। ২০০৯ সালের ৫-২১ জুন পর্যন্ত ইংল্যান্ডে টি-টুয়েন্টি বিশ্বকাপের ২য় আসর অনুষ্ঠিত হয়। লর্ড’স এর ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। নিয়মানুযায়ী পরবর্তী টুর্নামেন্টটি ২০১১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে এটি অনুষ্ঠিত হয় ২০১০ সালের ৩০ এপ্রিল – ১৬ মে পর্যন্ত। ৩য় টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভাল ষ্টেডিয়ামে অষ্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ইংল্যান্ড শিরোপা ঘরে তুলে নেয়।

রাউন্ড রবিন এবং নক আউট এই দুটি পর্বে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। প্রতি খেলায় জয়ী দল ২ পয়েন্ট, খেলা পরিত্যক্ত হলে প্রত্যেক দল ১ পয়েন্ট করে পায়। কোন ম্যাচ টাই হলে অর্থাৎ উভয় দলের রানসংখ্যা সমান হলে ১টি বিশেষ ‘সুপার ওভার’ এর মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। পরবর্তী টি-টুয়েন্টি আসর বসবে শ্রীলঙ্কায় ২০১২ সালে। আর ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ হচ্ছে বাংলাদেশ।

এই প্রতিযোগিতায় এ পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হচ্ছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (৬২৭ রান) এবং সর্বাধিক সংখ্যক উইকেট শিকারী বোলার হচ্ছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি (২৭ উইকেট)।

উল্লেখ্য টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের একটি মহিলা সংস্করণও রয়েছে।

 

ফিক্সচার

Date

IST

GMT

Match

Teams

Venue

18-Sep

19:30

14:00

1st T20Sri Lanka vs ZimbabweHambantota

19-Sep

15:30

10:00

2nd T20Australia vs IrelandColombo

19-Sep

19:30

14:00

3rd T20India vs AfghanistanColombo

20-Sep

19:30

14:00

4th T20South Africa vs ZimbabweHambantota

21-Sep

15:30

10:00

5th T20New Zealand vs BangladeshKandy

21-Sep

19:30

14:00

6th T20England vs AfghanistanColombo

22-Sep

15:30

10:00

7th T20Sri Lanka vs South AfricaHambantota

22-Sep

19:30

14:00

8th T20Australia vs West IndiesColombo

23-Sep

15:30

10:00

9th T20New Zealand vs PakistanKandy

23-Sep

19:30

14:00

10th T20England vs IndiaColombo

24-Sep

19:30

14:00

11th T20West Indies vs IrelandColombo

25-Sep

19:30

14:00

12th T20Bangladesh vs PakistanKandy

27-Sep

15:30

10:00

13th T20TBC vs TBCKandy

27-Sep

19:30

14:00

14th T20TBC vs TBCKandy

28-Sep

15:30

10:00

15th T20TBC vs TBCColombo

28-Sep

19:30

14:00

16th T20TBC vs TBCColombo

29-Sep

15:30

10:00

17th T20TBC vs TBCKandy

29-Sep

19:30

14:00

18th T20TBC vs TBCKandy

30-Sep

15:30

10:00

19th T20TBC vs TBCColombo

30-Sep

19:30

14:00

20th T20TBC vs TBCColombo

1-Oct

15:30

10:00

21st T20TBC vs TBCKandy

1-Oct

19:30

14:00

22nd T20TBC vs TBCKandy

2-Oct

15:30

10:00

23rd T20TBC vs TBCColombo

2-Oct

19:30

14:00

24th T20TBC vs TBCColombo

4-Oct

19:00

13:30

1st Semi Final T20TBC vs TBCColombo

5-Oct

19:00

13:30

2nd Semi Final T20TBC vs TBCColombo

7-Oct

19:00

13:30

Final T20TBC vs TBCColombo

 

গ্রুপভিত্তিক অংশগ্রহণকারী দলগুলোর তালিকা

গ্রুপ – এ

  • ভারত
  • ইংল্যান্ড
  • আফগানিস্তান
গ্রুপ – বি

  • অস্ট্রেলিয়া
  • ওয়েস্ট ইন্ডিজ
  • আয়ারল্যান্ড
গ্রুপ – সি

  • শ্রীলঙ্কা
  • দক্ষিণ আফ্রিকা
  • জিম্বাবুয়ে
গ্রুপ – ডি

  • পাকিস্তান
  • নিউজিল্যান্ড
  • বাংলাদেশ

খেলোয়াড়দের তালিকা:

বাংলাদেশ দল:

  • মুশফিকুর রহিম (অধিনায়ক)
  • আব্দুর রাজ্জাক
  • আবুল হাসান
  • ইলিয়াস সানি
  • ফরহাদ রেজা
  • জহুরুল ইসলাম
  • জুনায়েদ সিদ্দিক
  • মাহমুদউল্লাহ
  • মাশরাফি বিন মুর্তজা
  • মোহাম্মদ আশরাফুল
  • নাসির হোসেন
  • শফিউল ইসলাম
  • সাকিব আল হাসান
  • তামিম ইকবাল
  • জিয়াউর রহমান

অস্ট্রেলিয়া দল:

  • জর্জ বেইলি (অধিনায়ক)
  • ড্যানিয়েল ক্রিস্টিয়ান
  • প্যাট কামিন্স
  • জাভিয়ের ডোহার্টি
  • বেন হিলফেনহস
  • ব্রাড হগ
  • ডেভিড হাসি
  • মাইকেল হাসি
  • গ্লেন মাক্সওয়েল
  • ক্লিন্ট ম্যাকেই
  • মিচেল স্টার্ক
  • ম্যাথু ওয়াডে
  • ডেভিড ওয়ার্নার
  • শেন ওয়াটসন
  • ক্যামেরন হোয়াইট

ইংল্যান্ড দল:

  • স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক)
  • জনি বেয়ারস্ট্রো
  • রবি বোপারা
  • টিম ব্রেসনান
  • ড্যানি ব্রিগস
  • জোস বাটলার
  • জাডে ডার্নব্যাচ
  • স্টিভেন ফিন
  • আলেক্স হালেস
  • ক্রেইগ কিসওয়েটার
  • মাইকেল ল্যাম্ব
  • ইয়ন মর্গান
  • সমিত প্যাটেল
  • গ্রায়েম সোয়ান
  • লুক রাইট

ভারত দল:

  • মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক)
  • রবিচন্দ্র অশ্বিন
  • বালাজি
  • পিযুস চাওলা
  • অশোক দিন্দা
  • গৌতম গম্ভীর
  • হরভজন সিং
  • জহির খান
  • বিরাট কোহলি
  • ইরফান পাঠান
  • সুরেশ রায়না
  • বীরেন্দ্র শেবাগ
  • রোহিত শর্মা
  • মনোজ তিওয়ারি
  • যুবরাজ সিং

নিউজিল্যান্ড দল:

  • রস টেলর (অধিনায়ক)
  • ডোগ ব্রাসওয়েল
  • জেমস ফ্রাঙ্কলিন
  • মার্টিন গুপটিল
  • রনি হিরা
  • ব্রেন্ডন ম্যাককালাম
  • নাথান ম্যাককালাম
  • কাইল মিলস
  • আডাম মিলন
  • রোব নিকল
  • জ্যাকব ওরাম
  • টিম সাউদি
  • ড্যানিয়েল ভেট্টোরি
  • বিজে ওয়াটলিং
  • কেন উইলিয়ামসন

পাকিস্তান দল:

  • মোহাম্মদ হাফিজ (অধিনায়ক)
  • আব্দুল রাজ্জাক
  • আসাদ শফিক
  • ইমরান নাসির
  • কামরান আকমল
  • মোহাম্মদ সামি
  • নাসির জামশেদ
  • রাজা হাসান
  • সাঈদ আজমল
  • শহীদ আফ্রিদি
  • শোয়েব মালিক
  • সোহাইল তানভির
  • উমর আকমল
  • উমর গুল
  • ইয়াসির আরাফাত

দক্ষিণ আফ্রিকা দল:

  • এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক)
  • হাশিম আমলা
  • ফারহান বেহারদিয়েন
  • জোহান বোথা
  • জিয়ান-পল ডুমিনি
  • ফাফ ডু প্লেসিস
  • জ্যাক ক্যালিস
  • রিচার্ড লেভি
  • আলবি মর্কেল
  • মর্নে মর্কেল
  • জাস্টিন অনটং
  • ওয়েন পার্নেল
  • রবিন পিটারসেন
  • ডেল স্টেইন
  • লোনয়াবো সোতসোবে

শ্রীলঙ্কা দল:

  • মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক)
  • দিনেশ চান্দিমাল
  • তিলকারত্নে দিলশান
  • আকিলা ধনঞ্জয়া
  • শামিন্দা ইরঙ্গা
  • রঙ্গনা হেরাথ
  • নুয়ান কুলাসেকারা
  • লাসিথ মালিঙ্গা
  • আঞ্জেলো ম্যাথুস
  • অজন্তা মেন্ডিস
  • জীবন মেন্ডিস
  • দিলশান মুনাবীরা
  • থিসারা পেরেরা
  • কুমার সাঙ্গাকারা
  • লাহিরু থিরিমান্নে

ওয়েস্ট ইন্ডিজ দল:

  • ড্যারেন স্যামি (অধিনায়ক)
  • ডোয়াইন ব্রাভো
  • স্যামুয়েল বাদ্রি
  • ড্যারেন ব্রাভো
  • জনসন চার্লস
  • ফিদেল এডওয়ার্ডস
  • ক্রিস গেইল
  • সুনীল নারিন
  • কিয়েরন পোলার্ড
  • দিনেশ রামদিন
  • রবি রামপল
  • আন্দ্রে রাসেল
  • মারলন স্যামুয়েলস
  • লেন্ডন সিমন্স
  • ডোয়াইন স্মিথ

জিম্বাবুয়ে দল:

  • ব্রেন্ডন টেলর (অধিনায়ক)
  • এল্টন চিগুম্বুরা
  • গ্রায়েম ক্রেমার
  • ক্রেগ আরভিন
  • কাইল জারভিস
  • হ্যামিল্টন মাসাকাদজা
  • স্টুয়ার্ট মাতসিকেনেরি
  • ক্রিস এমপোফু
  • ফোরস্টার মুত্তিওয়াজা
  • রিচার্ড মুজাঙ্গে
  • ভুসি সিবান্দা
  • প্রসপার উৎসেয়া
  • ব্রায়ান ভিটোরি
  • মারকম ওয়েলার

আফগানিস্তান দল:

  • নওরোজ মঙ্গল (অধিনায়ক)
  • দৌলত জাদরান
  • গুলবাদিন নাইব
  • হামিদ হাসান
  • ইজাতুল্লাহ দৌলতজাই
  • করিম সাদিক
  • মোহাম্মদ জাওয়েদ আহমেদি
  • মোহাম্মদ নাসিম বারাস
  • মোহাম্মদ নবি
  • মোহাম্মদ শাহজাদ
  • মোহাম্মদ আজগর
  • নাজিবুল্লাহ জাদরান
  • সামিউল্লাহ শিনওয়ারি
  • শফিউল্লাহ শফিক
  • শাপুর জাদরান

আয়ারল্যান্ড দল:

  • উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক)
  • আলেক্স কুসাক
  • জর্জ ডোকরেল
  • ট্রেন্ট জনস্টন
  • নাজেল জনস
  • এড জয়েস
  • টিম মুর্টাগ
  • কেভিন ও’ব্রায়ান
  • নিয়াল ও’ ব্রায়ান
  • বয়ড রানকিন
  • ম্যাক্স সোরেনসেন
  • পল স্টারলিং
  • স্টুয়ার্ট থমসন
  • আন্ড্রু হোয়াইট
  • গ্যারি উইলসন

Level 0

আমি শাহীন শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্হবহুল টিউন. ধন্যবাদ

asole khube valo laglo,Thanks,

এটাইত খুজছিলাম আমি । অনেক ধন্যবাদ ভাইয়া ।

Level New

bd team e asraful kufa ache deikha mejgaj tai kharap hoe galo.

    Level 0

    @nayonb: vai are u a cricketer . U r not aserful is the best plyer in bd. When not shakib that time he is best and world crickters know what is aserful.

খুব সুন্দর টিউন। ধন্যবাদ ভাই। @ শাহিন ভাই…

@ nayonb,
আর আজ আশরাফুলের ফর্ম খারাপ বলে তাকে আমরা কুফা বলছি। কিন্তু যেদিন বাংলাদেশ প্রথমবারের মত (ওই একবারি মনে হয় সম্ভব হয়েছিল) বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কে হারায় সেদিন এই আশরাফুলই কিন্তু ১০০ বলে ১০০ রান করে জিতিয়েছিল। আপনি যদি ক্রিকেটের ভক্ত হয়ে থাকেন তবে সেদিন ১৪ কোঁটি বাঙ্গালির সাথে আপনি আশরাফুল কে নিয়ে নাচানাচি করেছেন। এমন একটা সময় ছিল যখন আশরাফুলের ব্যাট হাসলে বাংলাদেশ হাসত। তাই আমাদের মনে হয় এতটা সারথপর হওয়া উচিৎ না।

Level 0

abarer bangladesh team very weak

    Level 0

    @Shankar700: vai where u live. We are Tiger we are not cat or dog . Vai u play with team and said me why u say it.

অনেক ধন্যবাদ ।

ধন্যবাদ ভাই । একটিউনে অনেক কিছু জানতে পারলাম । তবে ফিক্সচারটা বাংলায় দিলে টিউনটা আরো ভালো হত ।

Level 0

আশা করছি বাংলাদেশ ভাল খেলবে।