গত সপ্তাহে বিং জানিয়েছিল তাদের নতুন এবং উন্নত সার্চ এবং ম্যাপিং সুবিধার। আর গতকাল সন্ধ্যায় প্রায় ৪৫ মিনিট ধরে মাইক্রোসফটের বিং সার্ভার অকার্যকর হয়ে রইলো। বিং তাদের ট্যুইটারে সেটা জানায় সবাইকে। মাইক্রোসফট জানিয়েছে তারা এই ব্যাপারে খতিয়ে দেখছেন ঠিক কি কারনে সাইটে আগত ভিজিটাররা সার্চ বারের বদলে error message পাচ্ছিলেন। কিন্তু তারা এখনও কোনো কারন দেখাতে পারেননি এই ব্যাপারে।
বিং সার্চ এমনিতেই গুগল এবং ইয়াহু'র থেকে অনেক নিচের স্থানে আছে, এলেক্সা র্যাঙ্ক অনুযায়ী, তার মধ্যে এই জাতীয় error বিং'কে আরো কঠিন পর্যায়ে ঠেলে দিয়েছে সার্চ ইঞ্জিনের সার্ভিসের দৌড়ে। মাইক্রোসফটের ওয়েবসাইট ৪৫ মিনিট অকার্যকরী হয়ে থাকা মানে অনেক বড় ব্যাপার। কি, তাইনা?
ব্যাপারটাকে কি আমরা Bing BANG! বলতে পারি? আপনাদের কি মতামত?
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
মাইক্রোসফট মরছে ।গুগলের সামনে সব মাথা নত করতেই হবে।উপায় নাই।