বাংলাদেশী তরুন এবার বিশ্বের সব থেকে কম বয়সী Microsoft Certified Professional Developers দের মধ্যে একজন হওয়ার গৌরব অর্জন করলো

টিউন বিভাগ খবর
প্রকাশিত

যে ছেলে প্রায় এক বছর আগে ১৪ বছর বয়সে Zend Certified Engineer(ZCE) হয়ে বিশ্বের সব থেকে কম বয়সী ZCE হওয়ার গৌরব অর্জন করে সবাই কে চমক লাগিয়ে দিয়েছিলো(পুর্বের পোস্ট), সেই ছেলে এবার Microsoft কর্তৃক Microsoft Certified Professional Developer (MCPD) হয়ে আরও একবার চমক লাগিয়ে দিল! এবার সে বিশ্বের সব থেকে কম বয়সী MCPD- দের মধ্যে একজন এবং বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ Microsoft Certified Professional (MCP)। নতুন করে পরিচয় না করিয়ে দিলেও হয়তো বা অনেকেই কিছুটা অনুমান করতে পেরেছেন যে আমি কার কথা বলছি। হ্যাঁ আমি শেহজাদ নূর তাউস এর কথা বলছি।

১৫ বছর বয়সে তাউস Microsoft Certified Professional Developer হল। যদিও এর আগে পাকিস্তানের এক ছেলে ১২ বছর বয়সে MCP এবং MCTS হয়েছিলো তবে সেটা ছিল শুধু মাত্র Associate Level. আর Associate Level এর উচ্চ স্তরে রয়েছে Expert Level. তাউস Expert Level-এর MCPD পরীক্ষায় ৯৭.২% (১০০০-এ ৯৭২) নম্বর পেয়ে উত্তীর্ন হয়েছে যেটা কিনা এখনো পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ নম্বর গুলোর মধ্যে একটি।

তাউস যখন চতুর্থ শ্রেনীতে পড়তো তখন নিজের ইচ্ছাতেই আইটি এর প্রতি আগ্রহী হয়। মূলত তার এক শিক্ষক তাকে বিলগেটস এর গল্প শোনাত, আর বিলগেটস এর পথ অনুসরন করেই তার এই আইটিতে প্রবেশ। বর্তমানে তাউস দশম শ্রেনীতে উঠেছে।

আমরা চাই এরকম বাংলাদেশের তরুন প্রজন্ম এভাবেই পৃথিবির বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক। যদিও আজকাল দেখা যাচ্ছে অধিকাংশ তরুন প্রজন্ম কিছু শেখার আগেই অনলাইনে অর্থ উপার্জন করাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এবং যার ফলাফল তারা ভুল পথে অগ্রসর হচ্ছে এবং প্রাতারিত হয়ে আই টি সেক্টরে কাজ করার ইচ্ছে, আস্থা এবং মনোবল হারিয়ে ফেলছে। আমাদের উচিত তরুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং অনলাইনে অর্থ উপার্জনের জন্য নয় বরং কিছু শেখার জন্য উৎসাহিত করা। তা হলে ভবিষ্যতে বাংলাদেশের মাটিতেই এরকম হাজারো তাউসের সৃষ্টি হবে।

যাই হোক, তাউসের জন্য শুভকামনা রইলো।

রেফারেন্স

Level 0

আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। বাংলাদেশ এর আইটি অনেক দূর এগিয়ে যাক এটাই আমাদের আশা। শেহজাদ এর জন্য অনেক অনেক অভিনন্দন। আশাকরি আমাদের তরুন প্রজন্ম আরো এগিয়ে যাবে।

আপনাকেও ধন্যবাদ।

আহা। ভালোই লাগলো শুনে।

Level 0

thanks for the nice post

Level 0

Sesh er kota gula kub e valo laglo..nice post.

তাউসকে অভিনন্দন। 😀
আমাদের দেশের ছোট খাটো বিলগেটস 😛
ধন্যাবাদ সাইফ ভাই সুন্দর খবরটা জানানোর জন্য।

Level 0

আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য!

আমার এই রকম কিছু করার ইচ্ছা আছে,দোয়া করবেন।