সম্প্রতি ভয়াবহ সব দৃশ্য ফুটে উঠেছে"মানুষের জন্য ফাউন্ডেশন" নামে একটি প্রতিষ্ঠানের গবেষণায়! তারা দেশের বিভিন্ন স্থানে জরিপ করে কিছু তথ্য তুলে ধরেছে
গুগলেবেশি খোঁজা শব্দগুলো অশ্লীল
=> একজন স্কুলছাত্রী জানান, কিছুদিন আগপর্যন্ত ডোরেমন দেখে তার অবসর কাটতো। সম্প্রতি সে তার বন্ধু-বান্ধব থেকে পর্নোগ্রাফি সম্পর্কে আইডিয়া পেয়েছেএবং ব্লুটুথের মাধ্যেমে কিছু ভিডিও নিয়ে সে দেখেছে।
...
=>আরেক ছাত্র জানায় তারা একে অপরের কাছে পর্নো ছবির ডিভিডি আদান প্রদান করে।
=> স্কুল পড়ুয়া বেশ কিছু ছেলেমেয়ে জানিয়েছে তারা পর্নো ছবি ডাউনলোড এবং দেখতে বেশিরভাগ সময় মোবাইল ব্যবহার করে থাকে।
=> অনেকে সাইবার ক্যাফে গিয়ে ইন্টারনেটে পর্নো সাইটে গিয়ে ছবি এবং ভিডীও ডাউনলোড করে বাসায় এনে তা লুকিয়ে কম্পিউটারে দেখে।
=> সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুক- টুইটার) ব্যবহার করে কিশোর-কিশোরীরা যৌন সম্পর্ক স্থাপন করছে।
আজকাল এগুলো খুব কমন ব্যাপারে পরিনত হচ্ছে, যা আমাদের নৈতিকতা অবক্ষয়ের পরিচায়ক
আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।
ভাল । এরকম একটি সচেতনতা মুলক টিউন করার জন্য সাধুবাদ জানাচ্ছি । আর কি বলব নিজেই তো বলার ভাষা খুজে পাচ্ছিনা ।