সকল টিউনার ভাইকে সালাম জানিয়ে শুরু করব আজকের আজকের মোবাইল নিয়ে রিভিউ। গতকাল টিউন করেছিলাম Motorolla Atrix HD MB886 রিভিউ নিয়ে। আজকের রিভিউ Nokia 800C মোবাইল নিয়ে। প্রথমেই জানিয়ে দিচ্ছি এই মোবাইলটি এপ্রিল মাসে রিলিজ হিয়েছে।
Nokia 800c মোবাইলটি Nokia Lumia 800c নামেই বেশি পরিচিত। এটি ২জি নেটওয়ার্ক CDMA 800 / 1900 এবং GSM 850 / 900 / 1800 / 1900 কাজ করে থাকে। Nokia 800c মোবাইলটি ৩জি নেটওয়ার্ক কাজ করতে পারে।
Nokia 800c রয়েছে 3.7 ইঞ্চির ডিসপ্লের AMOLED capacitive touchscreen সমৃদ্ধ ডিসপ্লে। আরও রয়েছে মাল্টি টাচ ডিভাইস আর ক্লিয়ার ব্ল্যাক স্ক্রিন ডিসপ্লে। এর ফোন মেমরি ১৬ জিবি ইন্টারনাল, র্যাম ৫১২ এমবি।
অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে ব্যাবহার করা হয়েছে Windows Phone 7.5 Mango OS এবং Qualcomm MSM8655T Snapdragon chipset আর 1.4 GHz Scorpion CPU। আরও রয়েছে Adreno 205 GPU । এই স্মার্টফোনটির ওজন ১৪২ গ্রাম।
Nokia 800c এর রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা (3264×2448 pixels) Carl Zeiss optics, অটোফোকাস আর ডুয়াল লিড ফ্ল্যাশ। Nokia 800c জিও লিড সাপোর্ট করে থাকে আর 720p ভিডিও 30fps রেটে চালাতে পারে।
ব্যাটারি হিসাবে ব্যাবহার করা হয়েছে Li-Ion 1450 mAh (BV-5JW)। এটি ২জি তে ৯ ঘণ্টা আর ৩জি তে ৭ ঘণ্টা টানা কথা বলা যাবে। স্ট্যান্ডবাই টাইম ২জি তে ২১০ ঘণ্টা আর ৩জি তে ১৫৮ ঘণ্টা। এম্পিথ্রি মিউজিক একটানা ৫৫ ঘণ্টা চালানো যাবে। এর দাম ধরা হয়েহে 586$।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
Nice Review