ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও এসইও -র মাধ্যমে অনলাইনে সফল ভাবে আয় করছেন অনেকেই তা দেখে নতুনরা অনেকেই আগ্রহী হচ্ছে এই কজের প্রতি। কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে অনেকে নিরাশ হচ্ছে বা অনেকেই প্রতারিত হচ্ছে। তাই নতুনদের সঠিক গাইড লাইন দেবার লক্ষে একটি উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নতুনদের কে আমন্ত্রন।
-----------------------------------------------
# অনলাইনে আয় করা যায় এমন বিষয় গুলো নিয়ে আলোচনা যেমনঃ ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও এসইও
# প্রতিটা বিষয় ভিত্তিক কাজের গাইড লাইন।
# কাজের প্লাটফর্ম নিয়ে আলোচনা যেমনঃ ওডেস্ক, ফ্রিলান্সার, ইলেন্স ইত্যাদি।
# টাকা উত্তোলন পদ্ধতি।
# প্রতিটা বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস।
-----------------------------------------------
যেহেতু নতুনদের জন্য আলোচনা সভা তাই শুধু নতুন দের আমন্ত্রন করা হবে। সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনার বন্ধুদের আমন্ত্রন করুন যারা এই বিষয়ে জানতে চান বা আগ্রহী।
----------------------------------------------
যারা অবশ্যই আসবেন তারা নিচের ফেসবুক ইভেন্ট লিঙ্ক এ গিয়ে Going বাটনে ক্লিক করবেন। যারা আসবেন না তাদের Going বাটনে ক্লিক না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
https://www.facebook.com/events/375472635852947/
স্থানঃ অপরাজয় বাংলা, ঢাকা ইউনিভার্সিটি। (কলা ভবনের সামনে)
তারিখঃ ১৩ জুলাই ২০১২ (শুক্র বার)
সময়ঃ বিকাল ৪.০০
ইভেন্ট এ ফোন নম্বর দেওয়া আছে জায়গা না চিনলে ফোন করতে পারেন।
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
দেখা হচ্ছে নবীনদের সাথে 🙂