গুগলের সফটওয়্যার কম্পিউটার চালু করবে ৭ সেকেন্ডে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, নভেম্বর ২০ (রয়টার্স)--- কম্পিউটারের জন্য গুগলের অপারেটিং সিস্টেম সাত সেকেন্ড বা তারও কম সময়ে পার্সোনাল কম্পিউটার (পিসি) চালু করবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন কোম্পানিটি।

পিসি'র জন্য অপারেটিং সিস্টেম তৈরি করার ঘোষণা দেয়ার চার মাস পরেই নতুন ক্রোম অপারেটিং সিস্টেমটি (ক্রোম ওএস) প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হল বৃহম্পতিবার। গুগলের এই পদক্ষেপের ফলে মাইক্রোসফট কর্পোরেশন ও অ্যাপেল ইনকরপোরেশন প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে।

গুগলের ইন্টারনেটভিত্তিক পরিচয়ের সূত্র ধরেই অন্যান্য অপারেটিং সিস্টেমের চেয়ে ওয়েব ব্রাউজারগুলোর সঙ্গেই মিল বেশি ক্রোম ওএসের। এটি কম্পিউটার ব্যবহারকারীদের গুগলের বিজ্ঞাপনগুলো দেখানোর জন্য ওয়েবের দিকে আগ্রহী করার ব্যাপারে কোম্পাটির উচ্চাকাঙ্খার প্রতিফলনও।

২০১০ সালের শেষে 'হলি ডে সিজন' থেকে গুগলের নির্ধারিত হার্ডওয়্যারযুক্ত স্বল্পমূল্যের নেটবুকে ক্রোম ওএস ব্যবহার করা যাবে। এই নেটবুকগুলোতে শুধু ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশনই ব্যবহার করা যাবে এবং ব্যবহারকারীর সমস্ত তথ্য ওয়েবে তথাকথিত ইন্টারনেট সার্ভারের মেঘপুঞ্জে সংরক্ষিত হবে।

ক্রো ওএস চালিত নেটবুক সম্পর্কে আল্টিমিটার গ্র"পের বিশ্লেষক শারলিন লি বলেন, "মূলত এটি একটি ওয়েব ব্রাউজিং যন্ত্র।"

এই ধরনের যন্ত্রগুলো অত্যন্ত দ্রুত গতির ইন্টারনেট সংযোগ উপযোগী করে তৈরি, মাইক্রোসফটের তৈরি বিভিন্ন ধরনের সফটওয়্যার ছাড়াই চলবে তা। কারণ এর সিংহভাগ কাজই করবে ওয়েবের 'বড় যন্ত্র' যা দিক নির্দেশনা নিয়ে তথ্য আবার অপেক্ষাকৃত কম জটিল 'ক্রোম পিসি'তে পাঠিয়ে দিবে।

গুগল ক্রোম ওএস'র পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট সান্ডার পিচাই বলেন, ক্রোম ওএস কম্পিউটারকে সাত সেকেন্ডের কম সময়ে চালু করবে। এটি টেলিভিশনের মতো। চালু করার সঙ্গে সঙ্গেই কাজ করার জন্য ওয়েবে পৌছে যাবেন আপনি।

গুগুল তার এন্ড্রয়েড স্মার্ট ফোন সফ্টওয়্যারের মতো এই সফটওয়্যারটিও বিনামূল্যে দেবে এই আশায় যে ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরো সুখকর করে তুলতে পারলে তাদের ইন্টারনেট সার্চ বিজ্ঞাপন ব্যবসা আরও ভাল হবে।

২০০৮ সালে ইন্টারনেট সার্চ বিজ্ঞাপন ব্যবসা থেকে গুগল আয় করে ২২ শ' কোটি ডলার।
ক্রোম ওএস বাজারে এনে মাইক্রোসফট করপোরেশনের উইন্ডোজ ওএসকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে গুগল।

ভাই আমি টিউন শিখছি .... ভুল হলে দয়া করে ক্ষমা করে দিবেন।

google-monster

Level 0

আমি শফিকুল ইসলাম খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Not Allow


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks khokon vaia for your kind information . Go ahead………………..

Level 0

Thanks.

Level 0

hmmmmmmmm…………………

Level 0

ধন্যবাদ…..এত সুন্দর একটা তথ্যকে আমাদের সাথে শেয়ার করার জন্য….

অনেকেই আশায় আছে গুগল আসবে ।কিন্তু আমাদের বাংলাদেশীদের জন্য মনে হচ্ছেনা গুগল সুখকর হবে কারণ এটি মূলত ইন্টারনেট নির্ভর একটি অপারেটিং সিস্টেম হবে এতে ইন্টারনেটের উপর নির্ভর করে তৈরী করা হয়েছে।আজ মাশাবল এর শিরোনাম দেখলাম গুগল অপারেটিং সিস্টেম আসছে ডেস্কটপ এবং মাইক্রোসফটকে শেষ করতে ।এখানে ডেস্কটপ বলতে গুগল বুঝিয়েছে গুগল আমাদের জন্য এমন এক সিস্টেম আনছে আমরা এর সাহায্যে সব কাজ ইন্টারনেটেই করতে পারি।আর আমাদের যে ইন্টারনেট সংযোগ এতে সম্ভব না।নূন্যতম ১ এমবিপিএস ছাড়া সম্ভব না।তাই গুগল অপারেটিং সিস্টেম আমাদের জন্য সুখকর হবেনা।ভাল থাকবেন

Level 0

“খোকন ভাই “আপনাকে ধ্যনবাদ!
সূত্রঃ বিডি নিউজ২৪ http://www.bdnews24.com/bangla/details.php?cid=1&id=114819&hb=5

Level 2

ধন্যবাদ খুব সুন্দর টিউন করার জন্য । এগিয়ে যান । খোকন ভাই , আমি কি আপনার ইমেইল (ইয়াহু , গোগল ও ) আইডি জানতে পারি ? কারণ , আপনাকে আমার বিশেষ পরিচিত লাগছে । অথবা আমার ইমেইল আইডিটা আপনার মেসেন্জারে এড করতে পারেন ।

মোহাম্মাদ রেজাউল করিম মনি
জেদ্দা ,সৌদি আরব ।
[email protected]
[email protected]