আজ জুলাই ০৫,২০১২ তে শত শত ওয়েবসাইট এর বন্ধের কারন হওয়া ঐতিহাসিক ACTA বন্ধ হয়ে গেল
ইউরোপিয়ান ইউনিয়ন এর সদস্যদের ভোটে ACTA বাতিল হয়ে যায়।ACTA বন্ধের পক্ষে ভোট পরে ৪৭৮ টি যেখানে পক্ষে ভোট ছিল মাত্র ৩৯ টি।আসুন জেনে নেই ACTA কি আর এটা বন্ধ হবাতে আমাদের কি উপকার হল
ACTA-Anti-Counterfeiting Trade Agreement
এক কথায় বলা যায় এটি নকল পন্য ,জেনেরিক ওষুধ আর ইন্টারনেট কপিরাইট এর বিরুদ্ধে এক নতুন চুক্তি জা ২২ টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার সদস্যভুক্ত দেশগুলোর মাঝে স্বাক্ষরিত হয়।কিন্তু এতে সবচাইতে বড় সমস্যা যেটা দেখা যায় সেটা হল মত প্রকাশের সমস্যা আর তাই এটার বিপক্ষে প্রথম থেকেই চলে আন্দোলন।কর্পোরেট দুনিয়ার পক্ষে এই আইন তাই প্রথম থেকেই চাপের মাঝে পরে।একবার ভেবে দেখুন ইন্টারনেট এ আপনি স্বাভাবিকভাবে বিচরন করতে পারছেন না,প্রতি মুহূর্তে থাকছেন সেন্সরশিপের ভয়ে।
এই আইন সোপা এর চাইতেও ভয়ঙ্কর বলে ধরা হত।কারন এর নজরদারি শুধুমাত্র ওয়েবসাইটের মাঝে সীমাবদ্ধ ছিল না,মানুষের ব্যক্তিগত শেয়ার করা ফাইলেও এটার নজরদারি ছিল।
Karel de Gucht নামের একজন (?!?) ভদ্রলোক এই আইন এর জন্য অনেকাংশে দায়ী।একে বলা যায় এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়ন এমন করে রুখে দাঁড়ালো।
ভোটের পর ইউনিয়নের সদস্যরা
আজকে তাই সমস্ত নেট সার্ফারদের বিজয়।ইন্টারনেট একটি মুক্ত স্থান।তাই এখানে কারো অধিকার নেই আমাদের উপর নজরদারির।আজ থেকে নতুন কোন আইন আসার আগ পর্যন্ত হ্যাপি সার্ফিং!!!
জয়তু নেট
তথ্যসূত্রঃ টরেন্টফ্রিক.কম
তথ্যসাহায্যঃউইকিপিডিয়া
আমি Ochena Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks for this news bro.it is a great victory for all net user .thnx