আ্যপলের প্রতিদ্বন্দী হতে এবার মাইক্রসফট আনছে টাচস্ক্রীন ট্যাবলেট

টিউন বিভাগ খবর
প্রকাশিত

হঠাৎ করেই একটা খবর ফাস হয়ে গেছে আর তা হল সফটওয়ার জায়ান্ট মাইক্রসফট তাদের ট্যাবলেট কম্পিউটার আনার ঘোষনা দিতে যাচ্ছে আগামী সোমবার । তবে এই ঘোষনা কথায় দেয়া হবে সেটা এখনো জানা যায়নি।

এখন বাতাসে খালি এক্টাই গুজব ছড়িয়ে বেরাচ্ছে আর তা হল মাইক্রসফট আনছে তাদের টাচস্ক্রীন ট্যাবলেট যা উইন্ডোজ RT (উইন্ডোজ ৮ এর একতা ভার্সন) সমর্থন করবে। মাইক্রসফট এর এই জগতে আগমন হলে তাদের প্রধান প্রতিদ্বন্দী হবে আ্যপল।

হলিউড ব্লগ দ্যা র‍্যাপ জানিয়েছে, “কোম্পানীর একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন মাইক্রসফট একটি হার্ডওয়ার ক্যাটেগরি করতে যাচ্ছে তাদের প্রডাক্ট লাইনে যা সরাসরি আ্যপলের সাথে প্রতিযোগীতা করবে”

মাইক্রসফট এর এটাই নিজেস্ব কোনো ট্যাবলেট বাজারে আনার উদ্যোগ। বস্তুত, মাইক্রসফট আ্যপলের আগেই ট্যাবলেট কম্পিউটার বাজারে এনেছিল কিন্তু যা একটি ভারি ল্যাপটপের মত হওয়ায় বাজারে চলেনি।

২০০৮ থেকে ২০১০ এর মধ্যে মাইক্রসফট একটা প্রজেক্ট নিয়েছিল দুইদিকে টাচস্ক্রীন সংবলিত একটা ট্যাবলেটের যা অনেকতা বইয়ের মত। কিন্তু মাইক্রসফট এর ম্যানেজমেন্ট ওই প্রজেক্টটিকে বন্ধ করে দেয় – একই সময়ে স্টিভ জবস আইপ্যাড নিয়ে আসেন।

এখন পর্যন্ত মাইক্রসফট এর সিইও স্টিভ বালমাল এর কাছ থেকে তাদের ট্যাবলেট সম্পর্কে খুব কমই জানা গেছে। উইন্ডোজ ৮ সমর্থিত অনেক থার্ডপার্টি ট্যাবলেট এখন বাজারে আছে যা পিসিতে,ফোনে কাজ করে।

তবে এটা যদি সত্যি হয় যে মাইক্রসফট তাদের নিজেস্ব ফ্যাক্টরি তে ট্যাবলেট তৈরি করছে, তাহলে এটা হবে তাদের এক্সবক্স এর পরে অন্যতম সফল প্রোডাক্ট।

 

টিউন টি পূর্বে এখানে প্রকাশিত : আ্যপলের প্রতিদ্বন্দী হতে এবার মাইক্রসফট আনছে টাচস্ক্রীন ট্যাবলেট

Level 0

আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ghoshona dea hobe los angles e ekta event e.