সবাইকে আমার সালাম ও আন্তিরক শুভেচ্ছা রইল। কয়েক বছর আগে থেকেই আমি টেকটিউনসের ভক্ত। ইনটারনেট ওপেন করেই আমার প্রথম কাজ টেকটিউনস ভিজিট করা। তবে মন্তব্য খুব কম ও কখন টিউন করিনি। টেকটিউনসের কাছে থেকে আমি আইটি রিলেটেড অনেক কিছু শিখেছি এবং ওয়েব সাইট তৈরি করার ধারনাও পাই , তার পরিপেক্ষিতেই আমি ওয়েবসাইট করার চেষ্টা করছি। আসুন দেখি সাইটটিতে কি কি আছে।
🙂 চাকরির সকল ওয়েবসাইট (আরো ঠিকানা কারো জানা থাকেল জানাবেন আমি এড করে দেব)
🙂 দেশ ও বিদেশেরবাংলা/ইরেজী পত্র-পত্রিকা ও ম্যাগাজিন
🙂 সরকরী ছুটির তালিকা ২০১২ ও এর সংক্ষিপ্ত বিবরণ।
🙂 বাংলাদেশ সরকারের গুরুত্বপুর্ণ ওয়েব সাইটের ঠিকানা
🙂 সাইটিটেত একবার ঘুরে আসুন banglanews1.com (ভাল লাগলে Like দিয়েন)
🙂 সাইটটির মান উণ্নয়ের জন্য আমি অভিজ্ঞদের মতামাত কামনা করছি। আপনাদের অনুপ্রেরনা আমার কাজের আগ্রহ বাড়বে। এটি আমার প্রথম টিউন কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।
সবাইকে ধন্যবাদ
আমি Shafiul Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
3 বছর 1 মাস পরে একটি টিউন পেলাম আপনার কাছ থেকে 🙂 নিয়মিত টিউন করবেন আশাকরি।