ওয়ার্ডপ্রেসের জন্যে প্লাগিন আনলো ফেসবুক

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক এবার ব্লগিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসের সাথে অঙ্গিভুত হল। নতুন একটি প্লাগিন এর মাধ্যমে তারা ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট সমূহ কে ব্যাবহারকারিদের সোশ্যাল নেটওয়ার্ক এ যুক্ত করা সুবিধা দিল।

ওয়ার্ডপ্রেসের সাথে এই অঙ্গিভুত সুবিধা পাওয়া যাবে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস প্লাগিন এর মাধ্যমে। এই প্লাগিন ওয়ার্ডপ্রেস সাইটগুলোর আ্যডমিন অ ব্যাবহারকারীদের এক ই সাথে ওয়ার্ডপ্রেস ব্লগে এবং ফেসবুকে্র টাইমলাইন বা পেজ এ কন্টেন্ট পাব্লিশের সুবিধা দেবে। এতোদিন অনেক থার্ডপার্টি আ্যপস এর মাধ্যমে এই সুবিধা পাওয়া গেলেও এখন সরাসরি ফেসবুকের মাধ্যমেই পাওয়া যাবে।

“প্লাগিন টি তৈরি করেছে ফেসবুকে ইঞ্জিয়াররা সাথে ছিল অনেক ওপেন সোর্স পার্টনার, এবং এটাকে সহজ করে বানানো হয়েছে যাতে সবাই সহজেই এটা ব্যাবহার করতে পারে, কোন কোডিং জ্ঞ্যান লাগবেনা” জানান ফেসবুকের ইঞ্জিনিয়ার ম্যাক কেলি।

ব্লগিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস ইন্টারনেট জগতে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম যারা ওয়েবের প্রায় ১৬% দখল করে আছে। ফেসবুক তাদের ৯০ কোটি গ্রাহক দের ছারিয়ে আরো বেশি গ্রাহকের ওয়েব হওয়ার জন্যে এই নতুন ক্ষেত্র উন্মোচন করল।

উপরের ছবিতে দেখতের পাচ্ছেন ওয়ার্ডপ্রেস সাইট আ্যডমিন রা তাদের বন্ধু দের নাম এবং অন্য যেকোনো কিছুর নাম উল্লেখ করে প্রোফাইলে আরো ব্যাপক ভাবে কন্টেন্ট পাব্লিস করতে পারছে। মূলত কন্টেন্ট ম্যানেজাররা তাদের সোশ্যাল নেটওয়ার্ক ব্যাবহার করে ত্যাদের কাজ আরো ব্যাপক ভাবে ছরিয়ে দিতে পারছে।

একটি অতিরিক্ত ফেসবুক উইডজেট আ্যক্টিভিটি ফিড ওয়ার্ডপ্রেস ব্যাবহারকারীদের দেখাবে তাদের ফেসবুক বন্ধুরা এই সাইটে কি কি আ্যক্টিভিটি করেছে। মূলত এটা একটা রিকমান্ডেশন প্লাগিন যা যা ব্যাবহারকারী কে নতুন আর্টিকেল এবং পেজ সম্পর্কে সাজেস্ট করে এবং তাদের ট্র্যাক করে যে ব্যাবহারকারী কোন আর্টিকেল টা তার টাইমলাইনে পড়ছে, লাইক করছে, কমেন্ট করছে। ফেসবুকের প্লাগিন টি তে রয়েছে কমেন্ট বক্স যা এক ই সাথে ফেসবুক প্রোফাইল এ এবং ওয়ার্ডপ্রেস সাইটে কমেন্ট পোস্ট করে।

টিউন টি পূর্বে এখানে প্রকাশিত : ওয়ার্ডপ্রেসের জন্যে প্লাগিন আনলো ফেসবুক

Level 0

আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার দরকার ছিল, টিউটির জন্য টিউনার কে অনেক ধন্যবাদ ।