গত কয়েক মাস যাবত PTC সাইটের যে হিড়িক পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন খুব সাবধান থাকেন PTC প্রেমিকেরা। শুরু হয়েছে PTC অভিযান। মানুষকে কিভাবে গিলেখাচ্ছে একবার দেখেছেন। একের পর এক নতুন নতুন PTC সাইটের আগমন ঘটছে বাংলাদেশে, আর এইসবই চলছে এক বিশাল চালবাজ লোকদের কাছ থেকে। তাই সবাই একটু সজাগ হন শুধু ফাও ফাও এদের হাতে টাকা ফেলে মাঠে মাঠে কান্নাকাটি করে ফিরবেন না। একদল (কথিত আপলাইন) লোক টাকার চাট পেয়ে বসেছে। তাই তাদের টাকা তো একমাসের মধ্যে উঠছেই সাতে গাবিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তার পর আবার এক দেড় মাস পর আরেকটা সাইট নিয়ে আসছে, আবার সেখানে আপলাইন/ ঢাপলাইন থেকে একদেড় মাসে কাজ করে টাকা ব্যাংকে ঢুকিয়ে নিচ্ছে। আর যারা নিচে(কথিত ডাউনলাইন) থাকছে তারা শুধু দেখতেই থাকছে আর টাকা ঢালতেই থাকছে। তবে হ্যাঁ ভাল করে বলি একটু সচেতন হন, আর গাধা (রাগের বসেই বললাম মনে কিছু করবেন দয়া করে) হয়ে থাকবেন না। এবারও কিছু লোক অশাধু লোক একটি বাংলাদেশি সাইট নিয়ে মাঠে নামছে তারা আবার এটাকে সুইডেনের কম্পানি বানিয়েছে। নাম দিয়েছে সুইসপিটিসি। নাম ভালই দিয়েছে, বলে না সুই হয়ে ঢুকবে আর ফাল হয়ে বের হবে। এরাও করবে তাই। তা বললাম নামটা ভালই মিলেছে। এটা এক নম্বরের বাংলাদেশি ফ্রট কম্পানি। কতটাকা যে তারা হাতিয়ে নিবে, আল্লাহ্ ভাল জানে। শুনলাম এই সাইটা নিয়ে মতেছে খুব উত্তর বঙ্গের লোক। ভাই সবাই সাবধান সাবধান সাবধান সাবধান সাবধান
আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সকলেই এক ভাবে একটা বিষয় দেখে? না কক্ষনো, সবাই সবার নিজের মত করে দেখে, যা অধিকাংশই ভিন্ন
there is in a field this প্রতারক