১| ভোজ্যতেল: মূল্য সংযোজন কর ১৫% থেকে ১০%-এ নামিয়ে আনায় দাম কমার সম্ভাবনা রয়েছে ।
২| মোটরসাইকেল : পূর্বে আরোপিত ২০% অতিরিক্ত নিয়ন্ত্রণ মূলক সুল্ক প্রত্যাহার করা হয়েছে , ফলে বাইক প্রেমীরা স্বস্তিতে থাকুন , কমছে বাইকের মূল্য ।
৩| রেফ্রীজারেটর : ২০% অতিরিক্ত নিয়ন্ত্রণ মূলক সুল্ক প্রত্যাহার করা হয়েছে রেফ্রীজারেটরের ক্ষেত্রেও । ফলে কমছে রেফ্রীজারেটরের মূল্য ।
৪| অন্যান্য: ঔষধ , কৃষিপণ্য , সার , দেশীয় জুতা-স্যান্ডেল , চানাচুর-বিস্কিট , লজেঞ্চে , মা ও শিশু খাদ্য , সাবান , তথ্যপ্রযুক্তির যন্ত্রাংশ , দেশীয় সিরামিক পণ্য ইত্যাদি ।
১| সিগারেট: বর্তমান মূল্যস্তর ১০% ও ২-৩% শুল্ক বৃদ্ধি করা হয়েছে । ফলে সকল প্রকার সিগারেটের মূল্য বাড়বে ।
২| গাড়ি: ১০০০ সিসি গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ১৫% এবং ১৮০১-২০০০ সিসি গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ৫০% শুল্ক বাড়ানোর ফলে দাম বাড়ার তালিকায় রয়েছে সকল প্রকার গাড়ির ।
৩| এয়ারকন্ডিশন: মুসক ১৫২% থেকে ২১৩% করায় এর দামও বৃদ্ধি পাবে । (ভেবেছিলাম এইবার একটা এয়ারকন্ডিশন লাগাবো বাড়িতে , তা আর হল না :'( ) ।
দাম বাড়ার তালিকায় আরও আছে বৈদ্যুতিক পাখা ( ফ্যান ) , আমদানিকৃত বিভিন্ন ফল , বিদেশি সিরামিক , আমদানি করা পানি , সিমেন্ট , পেপার ও পেপার বোর্ড , শার্ট , টিশার্ট , কোর্ট , মোবাইল কলরেট , আমদানি করা সকল ফলের রস , জেলি , টয়লেট পেপার , সকল প্রকার খেলনা ইত্যাদি ।
হায় কপাল , সাধারন জনগন কি আশা করে আর বাজেট কি হতাসা দেয় !!!!
আমি neel_alias। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(Abul Mal) Toh Tai Jonogoner Dike Nojor Dey Na :p