বিটিসিএল’র ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন মারমার কাটকাট অফার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রথমেই বলি আমার অফারগুলো ভাল লাগছে কিন্তু এমন অফার মাথা মোটা সরকারী কর্মকর্তাদের মাথায় আসল কি করে????এবার চলুন প্রধান খবরে বিটিসিএলএর নতুন প্রিপ্রেইড প্যাকেজের আওতায় গ্রাহকরা ৩০০ টাকায় ১২৮ kbpsগতিতে ২ গিগাবাইট, ১২০০ টাকায় ২৫৬ kbps গতিতে ৮ গিগাবাইট এবং ২৪০০ টাকায় ১ Mbps গতিতে ১৬ গিগাবাইট ডাটা ডাউন লোড করতে পারবেন। সেইসঙ্গে পাঁচশত টাকা নিবন্ধণ ফি এবং ছয়শত টাকা সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে।

দিনের বেলা এবং রাতের বেলা ব্যবহারের জন্য পৃথক দুটি নতুন প্যাকেজও চালু করেছে বিটিসিএল।

দিনের বেলা- সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত - ৩ মাসের জন্য ২,১০০ টাকা (১২৮ kbps), ৩,৬০০ টাকা (২৫৬ kbps) এবং ৬,০০০ টাকা (৫১২ kbps)।

রাতের বেলা- রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৩ মাসের জন্য ৩,০০০ টাকা (৫১২ kbps), ৪,৫০০ টাকা (১০০০ kbps) এবং ৭,২০০ টাকা (২০০০ kbps)।

এ দুটি প্যাকেজের জন্য ৩০০ টাকা নিবন্ধণ ফি এবং ৫০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে।

অপরদিকে, আনলিমিটেড পোস্টপেইড সংযোগের চার্জ কমানো হয়েছে। পুনঃনির্ধারিত চার্জ অনুযায়ী- ১২৮ kbpsর জন্য প্রতিমাসে এক হাজার টাকার পরিবর্তে আটশ' টাকা, ২৫৬ kbps জন্য ১৫'শ টাকার পরিবর্তে ১২'শ টাকা, ৫১২ kbpsর জন্য ২১'শ টাকার পরিবর্তে দু'হাজার টাকা। সেইসঙ্গে পাঁচশত টাকা নিবন্ধণ ফি এবং ছয়শত টাকা সেটআপ কনফিগারেশন চার্জ প্রযোজ্য।

তবে এ প্যাকেজের আওতায় কোনো গ্রাহক একসঙ্গে তিন মাসের চার্জ অগ্রীম পরিশোধ করলে তাকে আরও এক মাস ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়া হবে।

দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালুর সাত মাস পেরিয়ে গেলেও বিটিসিএল'র গ্রাহক সংখ্যা এক হাজারও ছুঁতে পারেনি।

রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এই নতুন সেবার গ্রাহকের সংখ্যা বাড়াতে সাশ্রয়ী মূল্যে তিনটি নতুন প্যাকেজ চালু এবং অন্যান্য প্যাকেজের চার্জ কমানো হয়েছে।

দেশের বড় শহরগুলোতে ৩৩ হাজার দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়ার ক্ষমতা থাকলেও বর্তমানে গ্রাহক সংখ্যা এক হাজারেরও কম বলে জানিয়েছেন বিটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএম খবিরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ল্যান্ড ফোনের পাশাপাশি গ্রাহকদের অন্যান্য 'ভ্যালু অ্যাডেড সার্ভিস' দেয়ার উদ্দেশ্যে বিটিসিএল সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের তিনটি নতুন প্যাকেজ চালু করেছে।

রোববার বিটিআরসি'র বোর্ডসভায় নতুন প্যাকেজ ও হ্রাসকৃত কল চার্জ অনুমোদন করা হয় বলে বিটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক জানান।

তিনি আরও জানান, অন্যদের তুলনায় গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে গুণগত মানের দ্রুতগতির সার্ভিস দিতে বিটিসিএল'র নতুন প্যাকেজের আওতায় রয়েছে ৩০০ টাকায় ১২৮ kbps গতিতে দুই গিগাবাইট পর্যন্ত ডাটা ডাউন লোডের সুযোগ।

গত এপ্রিল মাসে বিটিসিএল ল্যান্ড ফোনের ডায়াল আপ সংযোগের পাশাপাশি দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু করে। এডিএসএল প্লাস টু প্রযুক্তির মাধ্যমে পাঁচটি প্যাকেজে এই ইন্টারনেট সেবা দেওয়া শুরু হয়।

বিটিসিএল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রাজশাহী, বগুরা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহসহ অন্যান্য বড় শহরে এই ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দিচ্ছে।

কিন্তু বিপণনে কার্যকর পদক্ষেপ না নেয়ায় এবং প্রচারের অভাবে এ সার্ভিস গ্রাহকদের মাঝে তেমন জনপ্রিয়তা পায়নি বলে জানান বিটিসিএল'র নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা বলেন, অন্যান্য ইন্টারনেট সেবা দানকারী কোম্পানির তুলনায় উন্নতমানের দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু করা হলেও এ সেবার বিষয়টি গ্রাহকদের অগোচরেই রয়ে গেছে। সঠিকভাবে প্রচার পেলে গ্রাহকদের চাহিদা মেটাতে বিটিসিএলকে হিমশিম খেতে হবে। বর্তমানে যে ধারণক্ষমতা রয়েছে তা অল্প সময়ের মধ্যেই ফুরিয়ে যাবে।

প্রকৌশলী খবিরুজ্জামান বলেন, গুণগত মানের বিচারে এই সেবা অন্যগুলোর চেয়ে সাশ্রয়ী বলে গ্রাহক আকর্ষণ করতে মাস খানেক আগে নতুন উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে এবার নতুন প্যাকেজ চালু ও চার্জ কমানো হয়েছে।

তিনি বলেন, মোবাইল ফোন অপারেটর কিংবা অন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার চেয়ে গ্রাহকদের সেবা দিতেই বিটিসিএল এ সার্ভিস চালু করে।
(মন্তব্যে দেখলাম Kbps হবেনা KBPS হবে এনিয়ে আবারও দ্বন্ধ এই শেষবারের মত এই KBPS /kbps এর উত্তর দিচ্ছি।ডাউনলোডের স্পিড হয় KBPS এ আর ইন্টারনেটের মোট গতি হয় kbps ।তবে কিছু কিছু বেলায় ব্যতিক্রম হতে পারে তা আপনার জ্ঞান দিয়ে বুঝো নিতে হবে।আশা করি আপনাদের ওয়াইম্যাক্স এর মত 128KBPS না kbps এর মত আবার বিতর্ক শুরু করবেন না।

পুরোটা বিডিনিউজ হতে কপি করা

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খাইছেড়ে !!!!
এরা এতোদিন আছিল কই !!!
speed টেষ্ট করার কোন অপশ্ন আছে নাকি ?
আমি অগো কথা বিশ্বাস করিনা।

    Level New

    @সজীব: কউ ব্যবহার করে থাকলে জানান স্পিড কেমন?

    @সজীব: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

Level 0

খোদা আমাদের উপর মুখ তুইলা তাকাইছে।

    @sunjil: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

Level 0

ধুর সিলেটে আসে নাই, ফালতু

মাম্মা পুরা পাঙ্খা!! তবে বিশ্বাস হচ্ছে না।

    ফয়সল কি মামুনের ভাগিনা? তাইলে তো আপনি আমারো 😛

      @শাকিল আরেফিন: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

খবরটা হজম করার চেষ্টা করছি। আসলেই কি যা বলছে, তা-ই করছে? ওদের dial-up-এর অবস্থা তো যাচ্ছে-তাই-অবস্থা!!

    @শাহরিয়ার: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

আর ১ দরকার মাত্র ১……..এমনে এমনে টিউনটা কইরেন না সবাইরে আগে জানাবেন….তারপর করবেন………..আর একটা পার্টির আয়োজন করেন।

Level 0

বিটিসিএলের অফিসে গেছিলাম একবার তাগো উদাসিন ভাব দেইখা মেজাজ চরম হইছিল..

KBPS?
না kbps?
কোনটা?

    @সাইফ দি বস ৭: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

Kb/s না KB/s এটা clear করেন | সব প্যাকেজইতো যেই লাউ সেই কদু system এর……………।

Level 0

আমার কাছে ব্রড ব্যান্ড টাই বেস্ট মনে হইতাছে৷

    @mak_nader: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

Level 0

লিমিট থাকলে এসব লাইন নেবার কোন মানে নাই….

Level 0

“অপরদিকে, আনলিমিটেড পোস্টপেইড সংযোগের চার্জ কমানো হয়েছে। পুনঃনির্ধারিত চার্জ অনুযায়ী- ১২৮ কেবিপিএস’র জন্য প্রতিমাসে এক হাজার টাকার পরিবর্তে আটশ’ টাকা, ২৫৬ কেবিপিএস’র জন্য ১৫’শ টাকার পরিবর্তে ১২’শ টাকা, ৫১২ কেবিপিএস’র জন্য ২১’শ টাকার পরিবর্তে দু’হাজার টাকা। সেইসঙ্গে পাঁচশত টাকা নিবন্ধণ ফি এবং ছয়শত টাকা সেটআপ কনফিগারেশন চার্জ প্রযোজ্য।”

এই আফার টা খারাপ না ,তবে এদের সাভিস কেমন আগে জানতে হবে।

    @Esshan: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

rate ভালো । speed টা ভালো হলেই হয়। কেউ কি use করেছেন?

Kb/s না KB/s এটা clear করেন

জিপির তুলনায কত গুন ভাল বা খারাপ, kbps এর তুলনায। যদিও এটি বোকার মত পরশন হল তার পরও জানতএ ইচছে করছে। Ans দিবেন Pls।

Level 0

plz vhi bangla natok download nea akta tune koran .thanks for that tune

vai kao jodi use kora thakan tahola please bolan