সাধারণ মানুষের ভোটে অ্যাপোলো-১০ স্পেস ক্যাপসুল এবং স্টিফেনসনের রকেটকে পেছনে ফেলে সবচেয়ে উচ্চস্থানে আসন পেলো ‘এক্স-রে’ মেশিন। স¤প্রতি লন্ডনের সায়েন্স মিউজিয়াম পৃথিবীর উল্লেখযোগ্য ১০টি আবিস্কারের উপর ভিত্তি করে এক ভোট গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছিলো, জানা গেছে, সে ভোটেই নির্বাচিত হয়েছে এক্স-রে। খবর বিবিসি অনলাইনের ।
উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠানের যে আয়োজন হয়েছিলো তাতে প্রায় ৫০ হাজারেরও বেশি ভোটে নির্বাচিত হয়েছে এক্স-রে মেশিন।
বিজ্ঞান, স্থাপত্যকলা,প্রযুক্তিবিদ্যা এবং চিকিৎসাশাস্ত্র বিষয়ে গুরুত্বপূর্ণ মোট ১০টি বিষয় ভোটের জন্য মনোনীত হয়। এবং এই সমস্ত বিষয়ের পূর্ণ তথ্য রাখা হয় লন্ডনের সায়েন্স মিউজিয়ামে।
বিজয়ীদের মধ্যে প্রথম তিনে জায়গা পেয়েছে চিকিৎসা বিষয়ক আবিস্কারগুলো। এক্স-রে’র পরই জায়গা পেয়েছে চিকিৎসা বিজ্ঞানের আরেক অভূতপূর্ব আবিস্কার পেনিসিলিন। এক্স-রে আবিস্কারের ফলে কোন রকম কাটাকুটি না করে প্রথমবারের মতো মানব দেহের অভ্যন্তর ভাগ দেখা সম্ভব হয়েছিলো যা পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে ব্যাপক আবদান রেখেছে।
এ বিষয়ে মিউজিয়ামের কিউরেটর কেটি ম্যাগস বলেন, ‘বিজ্ঞানীদের জন্য এটি খুবই উৎসাহব্যাঞ্জক একটি বিষয় যে, আধুনিক বিশ্বের পথিকৃত আবিস্কারগুলো এই ভোটের ফলে সাধারণ মানুষের মাঝেও সমাদৃত হলো।’
রয়্যাল কলেজের রেডিওলজি বিভাগের প্রেসিডেন্ট প্রফেসর অ্যান্ডি অ্যাডাম জানান, এক্স-রে মেশিনের প্রথম হওয়ার খবর শুনে তিনি যারপরনাই আনন্দিত হয়েছেন। তিনি বলেন, ‘এক্স-রে’ মেশিন চিকিৎসা বিজ্ঞানের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । এর অসাধারণ অবদানের কারণেই আমরা আজ ‘ট্রান্সপারেন্ট পেশেন্টের যুগে প্রবেশ করতে পেরেছি।
সূত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
আমি mousumreza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for this news.