ঢাকায় আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক প্রোগামিং প্রতিযোগিতা এসিএম-আইসিপিসির আঞ্চলিক পর্ব। ৮ ডিসেম্বর একটি হোটেলে এটির আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আয়োজক।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান।
প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এসিএম-আইসিপিসি ২০১২-এর ঢাকা জোনের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ড. সৈয়দ আকতার হোসেন।
আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এসিএম-আইসিপিসি ঢাকা জোনের সাবেক পরিচালক ড. এম কায়কোবাদ, এসিএম-আইসিপিসি কনটেস্ট কাউন্সিল অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক এবং এসিএম-আইসিপিসি ঢাকা জোনের সাবেক পরিচালক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. আবুল এল হক, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ড. এম এ মোত্তালিব এবং প্রতিযোগিতার বিচার কার্যক্রমের পরিচালক শাহরিয়ার মঞ্জুর।
আমি নিউজনেট বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতি বার ই তো হয়!! এইটা আর নতুন কি !!