ফেসবুক এবার আনলো ফটো শেয়ারিং আ্যপ্লিকেশন “ফেসবুক ক্যামেরা”

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কিছু দিন আগে কিনে নেয় ফটো আ্যপ্লিকেশন ইন্সটাগ্রাম কে ১ বিলিয়ন ডলারের বিনিময়ে। মাত্র ২ মাসের মধ্যেই তারা ঠিক ইন্সটাগ্রামের মত ফটো আ্যপ্লিকেশন নিয়ে আসলো। ফেসবুক এমন একটি আইওএস আ্যপ্লিকেশন ছেরেছে যা পুরোপুরি ইন্সটাগ্রাম ফটো শেয়ারিং আ্যপ্লিকেশন এর মত।

নতুন এই আ্যপ্লিকেশন টির নাম ফেসবুক ক্যামেরা। আ্যপ্লিকেশন টি আ্যপলের আ্যপস স্টোরে পাওয়া যাচ্ছে বিনামূল্যে। ফেসবুকের এই নতুন ফটো আ্যপ্লিকেশন অবশ্যাম্ভি ভাবেই এর ফটো ধারন এবং শেয়ারিং উন্নত করবে ফেসবুকের প্রাইমারি আ্যপ্লিকেশনের যা আইফোন এবং আইপড টাচ ডিভাইসে আছে।

নতুন আ্যপ্লিকেশন টিতে বন্ধুদের নতুন আপলোড করা ফটো স্ক্রলে দেখাবে। এই আ্যপ্লিকেশন এর মাধ্যমে আপনি অনবরত ভাবে বিভিন্ন ফটো আপলোড করতে পারবেন। ফেসবুকের প্রাইমারি আ্যপ্লিকেশন একটা সময়ে শুধু একটা ছবি আপলোড করার সুযোগ দেয়। ইন্সটাগ্রামের মতই আপনি এখানে ছবি ক্রপ, রোটেট এবং বিভিন্ন ফিল্টার প্রয়োগ করতে পারবেন।

ফেসবুক ক্যামেরা ফেসবুকের ২য় আ্যপ্লিকেশন যা কোনো সেকশন কে আলাদা ভাবে দাড় করিয়েছে। এর আগে ফেসবুক শুধু চ্যাট এর জন্যে ফেসবুক মেসেঞ্জার আ্যপ্লিকেশন ছেরেছিল।

ধারনা করা হচ্ছে এই বছরে আরো নতুন আ্যপ্লিকেশন নিয়ে আসবে ফেসবুক কারন ফেসবুক এখন পাব্লিক মার্কেটে এবং প্রায় ২০০ বিনিয়োগকারী ফেসবুক কে শেয়ারমার্কেটে চালিত করছেন।

টিউনটি এর আগে এখানে প্রকাশিত

Level 0

আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

for pc download iTunes install kora thakte hobe, thx 4 sharing…
iTunes download— http://www.apple.com/itunes/affiliates/download/?id=525898024