প্রযুক্তি দুনিয়া কাঁপিয়ে দেবার পর এখন শেয়ারবাজার কাঁপাতে প্রস্তুত ফেসবুক। আমাজন ও সিসকো সিস্টেমের প্রতিদ্বন্দ্বী হয়ে যুক্তরাষ্ট্রের ন্যাসডাক সূচকের আওতায় ‘এফবি’ কোড নামে পুঁজিবাজারে ফেসবুকের শেয়ার কেনাবেচা শুরু হতে যাচ্ছে। প্রতিটি প্রাথমিক শেয়ারের অভিহিত মূল্য হবে ৩৮ মার্কিন ডলার।
সার্চইঞ্জিন জায়ান্ট ইন্টারনেট-সম্রাট গুগলকে সিংহাসনচ্যুত করে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য প্রযুক্তি ফার্মের আসনটি নিজের করে নিতে চলেছে সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। কোম্পানি হিসেবে ফেসবুকের সম্পদমূল্য দাঁড়াবে ১০৪ বিলিয়ন বা ১০ হাজার ৪শ কোটি ডলারে।
প্রসঙ্গত, ২০০৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হওয়ার সময় গুগল ১৬৭ কোটি ডলারের আইপিও ছেড়েছিল। তখনকার বাজারে প্রতিষ্ঠানটি শেয়ারমূল্য পেয়েছিল ২ হাজার ৩শ কোটি ডলার।
বর্তমানে বিশ্বব্যাপী ৯শ মিলিয়ন বা ৯০ কোটি মানুষ সামাজিক নেটওয়ার্কের মাধ্যম ফেসবুক ব্যবহার করে। প্রতিষ্ঠানটি গত বছর একশ কোটি ডলার মুনাফা করেছে।
পুঁজিবাজারে শেয়ার ছাড়ার পরেও অবশ্য ফেসবুকের নিয়ন্ত্রণ থাকবে মূলত এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের হাতে। শেয়ারের অংশ ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এ কোম্পানিতে তার ভোটিং ক্ষমতা থাকবে ৫৭ দশমিক ৩ শতাংশ। তার হাতে থাকবে ৩১ দশমিক ৫ শতাংশ শেয়ার। এর ফলে মার্ক জুকারবার্গের সম্পদের পরিমাণ দাঁড়াবে ১৭ দশমিক ৬ বিলিয়ন বা এক হাজার ৭৬০ কোটি ডলার।
আমি নিউজনেট বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাপ রে। সুন্দর তো !! ধন্নবাদ