আসসালামু আলাইকুম!
টেকটিউনসের সাথে আমার পরিচয় অনেক দিনের, এখান থেকে শিখেছি অনেক কিছুই। অনেক দিন থেকেই ভাবছিলাম এখানে আমিও কিছু লিখব। কিন্তু কি লিখব, আমি তো আর টেকনোলোজি সম্পর্কে তেমন কিছু জানি না। কিন্তু দেখলাম সবাই যা জানে তাই শেয়ার করে, তাই আমিও আমার জমানো ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু শেয়ার করছি।
আমরা বিভিন্ন সময় ইসলামী জীবন যাপনের ক্ষেত্রে মাসআলা-মাসায়েল সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হই, কিন্তু তৎক্ষণাৎ জানার মত কাউকে না পেয়ে সমস্যা থেকে উদ্ধার হতে পারি না। তাই আমাদের খেদমতে এক আল্লার বান্দা তৈরি করেছেন Islamic call center, Bismillah radio ও ইসলামী গ্রন্থের এক বিশাল সম্ভার।
খুবই সহজ শুধু http://www.ourholyquran.com এ প্রবেশ করতে হবে।
এখানে প্রবেশের পরই শুনতে পাবেন বিসমিল্লাহ রেডিওর প্রোগ্রাম। ডানদিকে Islamic call center এর ফোন নাম্বার ও skype ID দেয়া আছে। এখানে মানুষের প্রশ্নের উত্তর দেয়ার জন্য আছেন বিশজন বিজ্ঞ মুফতীর সমন্বয়ে গঠিত মুফতী বোর্ড যারা ২৪ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তাছাড়া আরও আছে বিভিন্ন বাংলা ইসলামী বই তাফসীরের কিতাব। আশা করি ভাল লাগবে।
আর প্লিজ আসুন এই তথ্যটি দয়া করে অন্যদের সাথে শেয়ার করি । তাহলে আল্লাহ্ তায়ালা এর উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ্।
পরবর্তীতে এমন আরও ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ্।
আমি Muhammad ullah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am finish the Hifzul QUR'AN DAORAH in qawmi madrasah and the Islamic low program.
আপনার দেয়া ঠিকানায় ঢুকা যাচ্ছে না ।