গত ৮ এপ্রিল ২০১২ তারিখে হয়ে যাওয়া মাইক্রোসফট ইমাজিন কাপ বাংলাদেশ মেগা বুট ক্যাম্প এর পর আজ দিন ব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইক্রোসফট ইমাজিন কাপ বাংলাদেশ ২০১২ এর প্রকল্প প্রদর্শনী।
-
-
৩০০ এর বেশি প্রকল্প থেকে শীর্ষ ১০টি প্রকল্প নির্বাচিত হয়েছে যার প্রদর্শনী মহড়া করবে শীর্ষ ১০টি দল।
-
Team Name | Project Name |
Angry Coders | Smart agro |
AUST 4BIT | Helping system for physically disabled people using voice processing |
Dexterous | Save Energy, Save the Green |
Engine | Annapurna |
IIT Phoenix | Better Together |
Leprechaun | Project Beetle |
MOR | Eye controlled cursor |
Zero Hour | Pocket Switch |
uiU_DyNaMiC | Hathe Khori |
UIU-Strugglers | UIU Bangla OCR |
-
মাইক্রোসফট, দৃক আইসিটি প্রাঙ্গণে আজ শনিবার, ২৮ এপ্রিল ২০১২ তারিখে আয়োজন করেছে এই "মাইক্রোসফট ইমাজিন কাপ ২০১২ প্রজেক্ট শোকেস"
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। মেধাবি সব শিক্ষার্থীর মেধাবি সব প্রকল্প গুলো দেখতে আপনি ও চলে আসুন!
মাইক্রোসফট ইমাজিন কাপ বাংলাদেশ ২০১২ এর এই প্রকল্প প্রদর্শনী চলাকালীন প্রদর্শনীর প্রতি মুহুর্তের "লাইভ টিউন আপডেট" পাবেন টেকটিউনস থেকে।
উল্রেখ্য যে টেকটিউনস মাইক্রোসফট ইমাজিন কাপের অফিসিয়াল অনলাইন পার্টনার।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
ইচ্ছা আছে যাবার। দেখি শেষ পরযন্ত কি হয় । টিটি থেকে কেঊ গেল হাত তুলেন ।