নুতন হোম পেজ লঞ্চ করতে চলেছে ইয়াহু

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমার বলতে লজ্জা নেই যে যখন আমার অনলাইনে হাতেখড়ি হয়, তখন আমি শুধু মাত্র ইয়াহুকেই চিনতাম বা জানতাম। আর ভাবতাম ইয়াহুটাই আসলে ইন্টারনেট অথবা ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ন অংশ। ব্যাপারটা আমার কাছে এখন হাস্যকর বলেই মনে হয়। তবে ব্যাপারটা আমার কাছে একদম স্বাভাবিক মনে হয় যখন আমি দেখলাম অনেকের প্রথমদিকের ধারনা আমার মতই মোটা ছিল। যাই হোক এটা আমার টিউনের বিষয় নয়। যে জিনিসটি নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটি হল ইয়াহুর নতুন হোম পেজ।শুরু থেকে আজ অবধি কয়েকবারই পরিবর্তন হয়েছে হোম পেজ এ। অনেকেরই হয়ত লে আউট ভালো লেগেছে আবার অনেকে হয়েছেন আশাহত। যে পেজটিতে সাধারনত প্রতিনিয়তই মিলিয়নের সংখ্যায় ভিজিটর সে পেজটিকে অর্গানাইজ করাটা ছেলের হাতের  মোয়াও না। অনেক কিছু চিন্তা ভাবনার এবং কম্বিনেশানের ও ব্যাপার আছে। ব্যাপার আছে ম্যাক্সিমাম জনগোষ্ঠিকে সন্তুষ্ট করার।তাহলে আসুন দেখে নেয়া যাক আসলে কেমন পরিবর্তন আনতে যাচ্ছে ইয়াহু -

yahoo.jpg

সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে পেজটির বামদিকের কলামে। যেখানে লগইন করা ইউজাররা কমপক্ষে ২০টির ও বেশী সার্ভিসের সাথে সংযুক্ত হতে পারবেন (ইয়াহু এবং নন ইয়াহু সার্ভিসও অফার করা হতে পারে) একইসাথে ইয়াহু তাদের প্লেইন ওলে ইয়াহু সার্চের সাথে মাই ইয়াহুর সংযোজন ঘটাতে যাচ্ছে। তারা এই কলামটিকে আপাতত ড্যাশবোর্ড এরিয়া বলছে।

তবে তারা এই পরিবর্তনের স্বাদ আস্বাদনের সূযোগ সবাইকে একই সাথে দিচ্ছে না। ইউনাইটেড স্টেটস, ইউকে, ফ্র্যান্স এবং ভারতের ইউজারদের কিছু সংখ্যক ব্যবহারকারীরা ইতোমধ্যে এই পরিবর্তন দেখতে পেরেছেন।

এখন শুধু দেখার বিষয় মানুষ এটাকে কিভাবে স্বাগতম জনায় এবং কবে নাগাদ আমরাও এই পরিবর্তনের এক ঝলক দেখতে পরব।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাহ্ আগেরটাই ভাল ছিল।

@ প্রযুক্তিবিদ – নাহ্ রিডিজাইনটা কিন্তু বেশ গোছানো।

ইয়াহু ব্যবহার ছেড়েছি অনেক আগেই। শুধু চ্যাটিংয়ের জন্য ইয়াহুর একাউন্টটা অ্যাক্টিভ আছে।

হুম …….. আমিনুলকে প্রায়ই পাওয়া যায়।

হিজিবিজি হিজিবিজি ইয়াহু থেকে কিছুটা পরিচ্ছন্ন হয়েছে ……