এবার নিয়ন্ত্রন করতে পারবেন আপনার স্বপ্ন।দেখতে পারবেন সুন্দর স্বপ্ন।

আস-সালামু-আলাইকুম।

কেমন আছেন?ছুটির দিন এ নতুন এবং মজাদার খবর নিয়ে হাজির হলাম।

আইফোন এপ্লিকেশন

কিছু দিন আগে এডিনবার্গ আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব এ আইফন নতুন একটি এপ্লিকেশন দিয়ে সবার নজর কেরেছে।নতুন এই এপ্লিকেশন টি মানুষ কে সুন্দর এবং পছন্দমত স্বপ্ন দেখাতে সাহায্য করবে।এ ছাড়া এটি পছন্দ অনুযায়ী সাউন্ডস্কেপ  বা শব্দ তৈরি করে দেখাবে।নতুন এই এপিকেশন টির নাম দেয়া হয়েছে DREAM ON Apps.

এপ্লিকেশন টির নির্মাতা হলেন হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক রিচার্ড ওয়াইজম্যান।

 আসুন জেনে নিই এর উল্লেখযোগ্য অংশ গুলোঃ

  • ঘুমানোর সময় মোবাইল টি আপনার বালিশ এর নিচে রাখতে হবে।
  • এটি মানুষ কে সুন্দর স্বপ্ন দেখাতে সাহায্য করবে।
  • স্বপ্ন দেখার পর ব্যবহারকারি কে জাগিয়ে দিবে। এবং এর প্রতিক্রিয়া ব্যক্ত করবে।
  • বিছানার নিচে রাখলে এটা সহজেই বুঝতে পারবে এর ব্যবহার কারি জেগে আছে না ঘুমিয়ে আছে।
  • এর একটি মজার ব্যপার হলো এর মাধ্যমে নাকি স্বপ্ন রেকর্ড করা যাবে।কি আজব!!!!!!

কিভাবে এটা ব্যবহার করতে হবেঃ

  • ঘুমানোর আগে ব্যবহারকারি কে ঠিক করে নিতে হবে সে কখন ঘুমাবে এবং উঠবে।
  • এর পর ঠিক করতে হবে সে কি ধরনের স্বপ্ন দেখতে চায়।
  • এর পর ফোনটি বালিশ এর নিচে রাখতে হবে।
  • ব্যবহারকারি যখন স্বপ্ন দেখবে তখন অ্যাপস টি তে মোশন সেন্সর কাজ করবে
  • এইএপ্লিকেশন ব্যবহার করলে ভয়ংকর অথবা দুঃস্বপ্ন দেখার ব্যপার কমে যাবে।

এই এপ্লিকেশন টি বিনামুল্যে নামানো জাবে।এটার এন্ড্রোয়েড ভার্সন নির্মানের পরিকল্পনা চলছে।

এখন দেখে নিন এটা চালাতে কি কি লাগবে?

Requirements: Compatible with iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPod touch (3rd generation), iPod touch (4th generation) and iPad.Requires iOS 5.0 or later.

বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ যান।

এই এপ্লিকেশন ডাউনলোড এর লিঙ্ক

সবাইকে ধন্যবাদ।

আমার ব্লগ দেখুন

ছবি দিতে পারলাম না বলে দুঃখিত।কারন ছবি আপলোড হয় ঠিক ই কিন্তু পোষ্ট এ দেয়া যাচ্ছেনা।

সুত্রঃmashable.com/itunes.com./phonesreview.co.uk

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ তবে বিশ্বাস হয় না

আজব বলব নাকি গজব বলব 🙂

Level 0

কি বললেন ভাই?!! বিশ্বাস তো হয় না!!! 😮 😮 😮

    @MMK: ব্যবহার করে দেখেন।তাহলে বুঝবেন কাজ হয় কিনা? :))

পুরাটাই ভাওতাবাজী মনে হল। যেখানে ড্রিম ল্যাবগুলোতেও এই প্রযুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করা যাবে সেখানে সামান্য আইফোনে বিশ্বাস??

কি কন ভাই? ফ্রি হইলে এখন-ই ভাইয়ার আইফোনে ডাউনলোড দিতাসি।কোটিপতির স্বপ্ন দেখুম। 🙂 ^__^

কয়েকদিন ধরে এইটাই তো খুজছিলাম ধন্যবাদ মুকুট ভাই ।

মুকুট ভাই । এইটা কি Demo version নাকি Full version .।
Apps তা পুরাই ফ্রী তো তাই বললাম

dekhi amar iPhone e lagaiya ki hoy na hoy, 1% bisshash hoisa.Baki 99% install korar por dekhbo

download করলাম দেখি কাজ করে কি না। তবে dream on ব্যবহার করলে কোন ভাবেই iphone কে বালিশ বা কম্বল দিয়া ঢাকা যাবে না এবং iphone এর screen কে নিচ দিকে রাখতে হবে ।

    @মান্নান: ডাউনলোড এর যে লিঙ্ক দিয়েছি সেখানে বিস্তারিত দেয়া আছে।

Level 0

এক কতই jakas (taba amar kacha i fone

কি সব শুনি মাথা তো টাল হয়ে যায়।