বাংলা দেশে কি ভাবে ড্রাইভিং শিখেয়, তা আমি জানিনা। বাহিরের দেশে আমি যখন ড্রাইভিং শিখতে গিয়েছিলাম, তখন দেখলাম দুই পদ্বতিতে ড্রাইভিং শিখানো হয়। প্রথম- শুধু ট্রাফিক সিগনাল এবং গাড়ী চালানো। দ্বিতিয়- মিশিনারিজ, সিগনাল এবং গাড়ী চালানো। দ্বিতিয় পদ্বতিতেই শিখতে ভাল লাগলো, কারন হঠাৎ গাড়ী কোন খানে বন্ধ হয়ে গেলে সহজে সমস্যা টি বুজতে পারা যাবে বলে।
যাই হোক, গত ২২ ই অক্টোবর 'নিরাপদ সড়ক দিবস' উপলক্ষে তথ্যচিত্র নির্মাণ করেছেন 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রধান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এই তথ্যচিত্রটি গত ২২ অক্টোবর বিটিভিতে প্রচারের পর সারাদেশে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন যে হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে, তাতে প্রতিদিনই একাধিক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে।
আমরা ও চাই না, এ রকম দুর্ঘটনার শিকার আর কেউ হোক। ২২ শে অক্টোবর 'নিরাপদ সড়ক চাই' এর অনুষ্টানের পর এনিয়ে কিছু লিখার আগ্রহ জাগলো। ট্রাফিক আইন মেনে চল্লেই এই সমস্যার অনেক টাই সমাধান করা সম্ভব। তাই সকলে এগিয়ে আসুন, ট্রাফিক আইন মানে চলুন এবং যাদেরকে প্রয়োজন ট্রাফিক আইন মানতে বাধ্য করান। “নিরাপদ সড়ক চাই, জীবনের নিরাপত্তা চাই” ।
যারা ড্রাইভিং জানেন, যারা ড্রাইভিং জানেনা এবং যারা ড্রাইভিং শিখতে চান। তারা সবাই ট্রাফিক সিগনাল ও মিশিনারিজ ইমেজ এর একটি PDF ফাইল সংগ্রহ করে রাখতে পারেন। PDF ফাইলটি অনেক কাজে আসবে, এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
বিঃ দ্রঃ অনেক দিন পর এই সাইটে LOGIN করলাম। নিয়মিত এসেছি ঠিকই কিন্তু login করা হয় নাই।
ধন্যবাদ সবাইকে।
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
“নিরাপদ সড়ক চাই, জীবনের নিরাপত্তা চাই”– এই শ্লোগানে আসুন সকলেই সতর্ক হই ।
এবং সকলেই কার্যকর ভূমিকা পালন করি ।
————————— স্বাগতম————————–