আমি জানি টিউনটা টেকটিউনসের সাথে যায় না তবুও আজকে টেকটিউনসটা গরম করতেই খবরটা শেয়ার করতে চাই।নিচের খবরটা পড়ে আমরা সবাই মন্তব্য করে আজকে টেকটিউনসটা গরম করবো। তারপর না হয় আগামীকাল টিউনটা মুছে দিব।
ফেনীর রাজনীতিতে জয়নাল হাজারী এবং একটি পুলিশি নির্যাতনের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘ডন নাম্বার ওয়ান’ ছবি। এর নাম ভূমিকায় অভিনয় করবেন নানা কারণে রাজনীতিতে আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারী। নায়ক চরিত্রে সাকিব খান ও নায়িকা চরিত্রে অপু বিশ্বাস অভিনয় করবেন। ছবির কাহিনীকার জয়নাল হাজারী নিজে। চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন কাশেম আলী দুলাল। পরিচালনা করবেন হাসিবুল ইসলাম মিজান।নভেম্বরে ঢাকায় ঢাক-ঢোল পিটিয়ে মহরত অনুষ্ঠিত হবে। শুটিং হবে ফেনীর বিভিন্ন লোকেশনে ১ থেকে ২৫ ডিসেম্বর। গত শনিবার সকালে জয়নাল হাজারীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক হাসিবুল ইসলাম মিজান।
এ বিষয়ে জয়নাল হাজারী বলেছেন, ছোটবেলা থেকেই শখ ছিল ছবিতে অভিনয় করবো। তবে পূর্ণকালীন নয়; খণ্ডকালীন। খুব বেশি হলে দু’-তিনটি ছবিতে অভিনয় করবো। অভিনয়ের জন্য আমি কোনো পারিশ্রমিকও নেব না। নেহায়েত শখের বশেই অভিনয় করবো। কবে নাগাদ ‘ডন নাম্বার ওয়ান’ ছবির কাজ শুরু হচ্ছে জানতে চাইলে হাজারী জানান, আমি ছবির নাম ভূমিকায় অভিনয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত। তবে কবে নাগাদ ছবির শুটিং শুরু হবে তা নির্ভর করছে পরিচালকের ওপর। আমি তাদেরকে আমার মতামত জানিয়ে দিয়েছি। তিনি আশাপ্রকাশ করেন ছবিটি দর্শকদের কাছে সমাদৃত হবে।
খবর - আমাদের সময়
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
আমি ভাবতাছি রসু খারে নিয়ে একটা মুভি বানাবো নাম দিব – কোপা রসু কোপা ……