একটা খবর শেয়ার না করে পারলাম না ……

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমি জানি টিউনটা টেকটিউনসের সাথে যায় না তবুও আজকে টেকটিউনসটা গরম করতেই খবরটা শেয়ার করতে চাই।নিচের খবরটা পড়ে আমরা সবাই মন্তব্য করে আজকে টেকটিউনসটা গরম করবো। তারপর না হয় আগামীকাল টিউনটা মুছে দিব।

‘ডন নাম্বার ওয়ান’ ছবির নাম ভূমিকায়, অভিনয় করবেন জয়নাল হাজারী

57996_1

 

ফেনীর রাজনীতিতে জয়নাল হাজারী এবং একটি পুলিশি নির্যাতনের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘ডন নাম্বার ওয়ান’ ছবি। এর নাম ভূমিকায় অভিনয় করবেন নানা কারণে রাজনীতিতে আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারী। নায়ক চরিত্রে সাকিব খান ও নায়িকা চরিত্রে অপু বিশ্বাস অভিনয় করবেন। ছবির কাহিনীকার জয়নাল হাজারী নিজে। চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন কাশেম আলী দুলাল। পরিচালনা করবেন হাসিবুল ইসলাম মিজান।নভেম্বরে ঢাকায় ঢাক-ঢোল পিটিয়ে মহরত অনুষ্ঠিত হবে। শুটিং হবে ফেনীর বিভিন্ন লোকেশনে ১ থেকে ২৫ ডিসেম্বর। গত শনিবার সকালে জয়নাল হাজারীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক হাসিবুল ইসলাম মিজান।

এ বিষয়ে জয়নাল হাজারী বলেছেন, ছোটবেলা থেকেই শখ ছিল ছবিতে অভিনয় করবো। তবে পূর্ণকালীন নয়; খণ্ডকালীন। খুব বেশি হলে দু’-তিনটি ছবিতে অভিনয় করবো। অভিনয়ের জন্য আমি কোনো পারিশ্রমিকও নেব না। নেহায়েত শখের বশেই অভিনয় করবো। কবে নাগাদ ‘ডন নাম্বার ওয়ান’ ছবির কাজ শুরু হচ্ছে জানতে চাইলে হাজারী জানান, আমি ছবির নাম ভূমিকায় অভিনয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত। তবে কবে নাগাদ ছবির শুটিং শুরু হবে তা নির্ভর করছে পরিচালকের ওপর। আমি তাদেরকে আমার মতামত জানিয়ে দিয়েছি। তিনি আশাপ্রকাশ করেন ছবিটি দর্শকদের কাছে সমাদৃত হবে।
খবর - আমাদের সময়

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমি ভাবতাছি রসু খারে নিয়ে একটা মুভি বানাবো নাম দিব – কোপা রসু কোপা ……

    কোপা সামসুল কোপা এর মতো নাকি ভিন্ন ধরনের?আমি কিন্তু কোপা সামসুল দেখি নি।

ছবিটা টিউনারদের সাথে বসে দেখার ইচ্ছা আছে।
——————————————————-
অফটপিক: টাকা থাকলে ছবি করা যায়, টাকা না থাকলে প্রেম করা যায় না।

oooooooooooooooreeeeeeeee …………….. ঠিক, সব টিউনাররা একসাথে হলে গিয়ে দেখব।

    হ হ টিনটিন ভাই আমার টিকিট টা আপনে কাইটা রাইখেন । হা হা হা

ভোরে খবরটি দেখে মাথাটা গরম!!!

Level New

আমি আরো একটা জিনিস ভাবতাছি ……. আমাদের খুলনার কুসন্তান থুক্কু কৃতি সন্তান মৃত এরশাদ শিকদার কাকারে নিয়ে একটা মুভি বানানোর আবেদন সরকারের কাছে করতে পারি।জেগে উঠো খুলনা বাসিরা এখনই সময় আমাদের প্রিয় কুসন্তান থুক্কু কৃতি সন্তান মৃত এরশাদ শিকদার কাকার জন্য …

    আপনের কাকা হয় নাকি? ভয় পাইছি!

    Level 0

    ভাই এরশাদ সিকদার কে নিয়া olready একটা ছবি হইছে যা কিনা সাকিব খান অভিনত (সাকিব খান নাকি আলেকজান্দার বো ঠিক মনে পরটেছে না) দেশে থাকাকালিন জোনাকি হলে দেখছি। মনে পরছে ছবিটির নাম – ” খুনী সিকদার”, আভিনয়ে সাকিব খান এবং তার চুল খুব লম্বা ছিল।

Level 0

চলেন সবাই টাকা দিয়া টেকটিউনস নামে একটা movie বানাই

আসলে উনি উনার পুরাতন কার্যক্রমকে চালু করার আগে প্রাকটিস করতে চাচ্ছেন । তসলিমা নাসরিনকে নায়িকা বা অন্য কোন চরিত্রে দেয়ার চিন্তা ভাবনা করা উচিৎ ছিল ।

আমি ভাবতেছি মিনিষ্টারদের নিয়ে কোন ছবি করা যায় কিনা। যেমন: প্রেসিডেন্ট এরশাদ নায়ক, খালেদা জিয়া নায়িকা ইত্যাদি ইত্যাদি। তাহলে যদি এদের মধ্যে মিল হত।বাংলাদেশ তাহলে আর পিছিয়ে যেত না।

    আমি ভাবতেছি মিনিষ্টারদের নিয়ে কোন ছবি করা যায় কিনা। যেমন: প্রেসিডেন্ট এরশাদ নায়ক, খালেদা জিয়া নায়িকা ইত্যাদি ইত্যাদি। তাহলে যদি এদের মধ্যে মিল হত।বাংলাদেশ তাহলে আর পিছিয়ে যেত না। 🙂

বাংলাদেশের সিনেমা শিল্প যে রসাতলে যাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ এটি।কপিপেস্ট ছবি এবং গডফাদারদের ছবি বন্ধে সরকারের উচিত কঠোর আইন করা।প্রযোজকদেরও উচিত এই ধারা থেকে বেরিয়ে আসা দ্রুততার সাথে।