কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত গুগল !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

google_book

সম্প্রতি চীনের কপিরাইট দল অভিযোগ করেছে যে, জায়ান্ট গুগল তাদের অনলাইন পাঠাগারের জন্য হাজার হাজার চীনা বই কোনো অনুমোদন ছাড়াই কপি করেছে। চীনের এই দলটি দাবি করছে ৫৭০ জন চীনা লেখকের প্রায় আঠারো হাজার চীনা বই কোনো অনুমতি ছাড়াই গুগল কপি করে নিয়েছে।

চীনা এই কপিরাইট দলটি আরো জানিয়েছে তারা এই ব্যপারে প্রায় প্রতিদিনই নতুন নতুন অভিযোগ পাচ্ছেন। দলটির পক্ষ থেকে বইগুলোর লেখকদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, বইগুলো কপি করার ব্যপারে গুগল তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেনি।

তবে এই ব্যপারে গুগলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গুগল অনলাইন পাঠাগারের জন্য ২০০৪ সাল থেকে বই সংগ্রহ করা শুরু করেছে এবং গত পাঁচ বছরে প্রায় ১০ মিলিয়ন বইয়ের ডিজিটাল কপি তৈরি করেছে।

সূত্রঃ -

এ এফ পি

চায়না ডেইলি

Level 0

আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চায়নারাই কিছু পারবে 😛

কিছুই হবে না।হাজার হলেও বিশ্বের প্রথম সার্চ ইন্জিন গুগল।