হ্যাকিং থেকে ওয়েবসাইট রক্ষার জন্য 100% কিছু টিপস?১৯৭১’এর যুদ্ধের পর ২০১২ সালের ”বাংলাদেশ এবং ইন্ডিয়ার”-সাইবার যুদ্ধ।হাজার-হাজার ওয়েব সাইট হ্যাক? যুদ্ধের পরিস্থিতি ও কেন এই যুদ্ধ (আপডেট) দেখুন?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।

  • বাংলাদেশ ভারতের মধ্যকার সাইবার যুদ্ধের মাঝে কোন তলোয়ার কিংবা অস্ত্রের ব্যবহার না থাকলেও তথ্য প্রযুক্তির ত্রুটিগুলো খুজে বের করার জন্য বুদ্ধিভিত্তিক অস্ত্র দিয়ে ঘায়েল হচ্ছে অনেকের ওয়েবসাইট। ভারতের হ্যাকারদের দ্বারা ওয়েবসাইটগুলো রক্ষা করার জন্য হ্যাকিং গ্রুপ ‘ বাংলাদেশ  সাইবার আর্মি ’ ওয়েবসাইট ডেভেলাোরদের বেশ কিছু টিপস।

হ্যাকিং গ্রুপ ‘ বাংলাদেশ  সাইবার আর্মি ’ কর্তৃক পাঠানো এক বার্তার পুরো অংশটুকু তুলে ধরা হলো :

 বাংলাদেশের  সকলের দৃষ্টি আকর্শন করছে ‘ বাংলাদেশ  সাইবার আর্মি ’ (বিসিএ)

  • যারা মোটামুটি অনলাইন ব্যাবহার করেন তারা হয়ত জেনে থাকবেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাইবার যুদ্ধ  শুরু হয়ে গেছে  । বিসিএ এর ডিফেস পেজ এ বলা হচ্ছে যুদ্ধের কারন গুলো। তো এখন আপনার করনীয় কি? সেগুলো সম্পর্কে আলোচনা করবো।

সিকউরিটি বারানোর জন্য কিছু টিপস :

  • আপনাদের যাদের  নিজেস্ব ওয়েব সাইট আছে  তারা নিশ্চয়ই আপনার সাইটটি নিয়ে চিন্তিত? আমরা সকলেই আমাদের সাইটটাকে ভালোবাসি। একটা সাইট বানাতে কত কষ্ট হয় সেটা যারা বানিয়েছে তারাই বুজবে। এখন যদি এই যুদ্ধে আপনার সাইটটি হ্যাক হয়ে যায় সেটা কি ভালো লাগবে? অবশ্যই না। আমি কিছু টিটোরিয়ালের মত করে আপনাদের সাথে শেয়ার করব।
  • ওয়ার্ডপ্রেস ব্যাবহার কারিদের জন্য বলব Wp-config.phpএই ফাইলটাতে ডাটাবেস এর সকল তথ্য থাকে। এখন আপনি সিপ্যানেল থেকে এই ফাইলটাতে chmod 600 or 640 দিয়ে দিন। এবং আজেবাজে কোন প্লাগিন ইন্সটল করা থাকলে সেটা এক্ষণই রিমুভ করে দিন। wp-admin এই ডাইরেক্টরি তে পাসওয়র্ড দিয়ে দিন সিপ্যানেল থেকে।

কিছু সাহায্যকারী  ভিডিও

জুমলা ::

অবশ্যই আজেবাজে কোন প্লাগিন ব্যাবহার করবেন না। configuration.phpএই ফাইলটাতে chmod 600 করে দিন। নিজের ইমেইল রাখুন নিরাপদে। কোন সাইট সম্পর্কে না জেনে ভিসিট করবেন না। মনে রাখবেন আপনার উপরেই আপনার সাইটের দায়িত্ব।

সার্ভারের জন্য :

যাদের নিজের সার্ভার আছে, বা হোস্টিং দিয়ে থাকেন তাদের একটু বেশি সচেতন থাকতে হবে। কারন আপনার সার্ভারের উপরই নির্ভর করছে আপনার কাছ থেকে নেওয়া অন্যান্য সকল সাইট গুলা। সার্ভারের কার্নেল ভার্সন চেক করে নিন। আপনি যদি পুরাতন ভার্সন ব্যাবহার করেন মানে ২০১১ থেকে এর আগের ভার্সন তাহলে এক্ষণই আপডেট করে নিন। হ্যাকার দের টার্গেটই থাকে সার্ভার কন্ট্রলে নেওয়া। নতুন ভার্সন হল ২০১২, লিনাক্স ২০১২ কার্নেল এক্ষণই বাজারে পাওয়া যাচ্ছে। এবং পিএইচপি তে সেফ মুড অফ থাকলে এক্ষণই সেটা অন করে দিন। php.ini টি এডিট করে সেখানে সেফ মুড অন করে দিন। Disable_Functionsএ কিছু কিছু ফাংশন ডিসাবল করে দিন। নিচের ফাংশন গুলো ডিসাবল করে দিন :

Disable_Function=exec, passthru, shell_exec, system_proc_open, popen, curl_exec, curl_multi_exec, parse_ini এইরকম দিয়ে দিন।

  • সব থেকে ভালো হয় বাংলাদেশ সাইবার আর্মি  এর YouTube থেকে ভিডিও গুলো দেখলে। ইউটিউবে প্রায় সকল গুরুত্বপুর্ন সকল প্রকার সিকুরিটি নিয়ে এখানে ভিডিও দেওয়া আছে। এখান থেকেই আপনার সাইটকে নিরাপদ করতে পারবেন। নিচে বাংলাদেশ সাইবার আর্মি এর ইউটিউব লিঙ্ক দেওয়া হল :

জুমলা এর FTP Installation Secure করার একটি সাহায্যকারী ভিডিওঃ

কিছু কিছু কম্ন এ্যাটাক থেকে বাচতে যেমনঃ  SQL Injection, XSS, LFI,RFI ইত্যাদি থেকে বাচতে গুগল এর সাহায্য নিন। গুগল এ গিয়ে সার্চ দিন “Protect from XSS” ইত্যাদি এইরকম করে।

  • Server Defend: Cpanel এর Password Strong করেন। আর কোন নতুন Exploit আছে কিনা তা দেখেন। বিভিন্ন Service এর Buffer Over flow check করেন।
  • Network Sector: Network এর বিভিন্ন Service check করেন। আর সেগুলো কে ফিক্স করেন।। এই সকল খেত্ত্রে Youtube এর এই লিঙ্ক আপনাদের Help করবে।

কেন এই যুদ্ধ?

  • ভারত আমাদের  সাথে সব সময় দুর্ব্যাভার  করছে। বিসএফ প্রতিদিন  বাঙ্গালিদের উপর গুলি  চালাচ্ছে। টিপাইমুখ বাধ  দিয়ে আমাদের এই নদী মাত্রিক দেশটাকে মরুভূমি বানিয়ে দিতে চায়। আপনারাই বলেন এসব কি সহ্য করা যায়? অনেক হয়েছে আর না। এবার সময় মুখ খুলবার। মাথা তুলে দারানোর।
  • কেউ কি আমাকে  বলতে পারেন ত্রিশ লক্ষ্য মানুষ শহীদ হয়ে দেশ স্বাধীন  করে কি লাভ হল?? লাভ হয়েছে  আগে পাকিস্তান আমাদের শোষন করত এখন সেটা করে ভারত।  এর বেশি কোন লাভ আমি দেখছি  না। ভারতের মিডিয়া বাংলাদেশে ব্যাবসা করে যাচ্ছে। কিছু বাংলাদেশের মিডিয়া ভারতে নাই কেন? বাংলাদেশ থেকে তারা বছরের পর বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর আমরা বসে বসে তাদের সেই অশ্লিল,কুরুচিসম্পান্ন সিনেমা দেখছি।

আমরা এই যুদ্ধের মাধ্যমে আমাদের কিছু দাবি ভারত এর কাছে তুলে ধরতে চাই আমাদের দাবিগুলো হলো : 

  • ০১. সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সাথে বিএসএফ এর অমানবিক আচরন বন্ধ করা
    ০২. টিপাই মুখি বাধ নির্মান বন্ধ করা
    ০৩. তিস্তার পানি ঠিক ভাবে সরবরাহ করা
    ০৪. বাংলাদেশি ওয়েব সাইট গুলোকে যত্র তত্র ভাবে নষ্ট হ্যাক না করা
    ০৫. ভারতের এন্টি বাংলাদেশমূলক আচরন বন্ধ করা
    ০৬. বাংলাদেশী টিভি চ্যানেলে গুলকে ভারতে প্রবেশাধিকার দেওয়া
    ০৭. এবার থেকে সর্বদা এমন কোন কাজ করতে পারবেনা যা বাংলাদেশের স্বার্থের হানি করে
    সব সময় ওয়ারের সর্বশেষ আপডেত থাকতে লাইক করতে পারেন বিসিএ এর পেইজটি কিংবা জয়েন করতে পারেন আমাদের গ্রুপে।

বাংলাদেশ  সাইবার আর্মি  (BCA)

  • বাংলাদেশ সাইবার আর্মি এর নামও অনেক এ শুনে থাকবেন। বাংলাদেশের কিছু তরুন দের নিয়ে এই দলটি গঠিত।  দেশের জন্য তারা সব সময়  কাজ করে এসেছে এবং করে  যাচ্ছে। বাংলাদেশি সাইটের প্রায় সকল  এ্যডমিনদের ইমেইল করে তাদের সাইটের দুর্বলতা জানিয়েছে। অনেক সাইট হ্যাকিং এর পর সেটি উদ্ধারও  করেছে এই টিম। এর আগে যখন 3xp1r3 cyber army এবং BD Black Hat টিম ইন্ডিয়ান সাইট কিছু কিছু সাইট হ্যাক করা শুরু করে তখনও বিসিএ চুপ ছিল। কারন হল, যদি কোনভাবে সাইবার যুদ্ধ লেগে যায় তাহলে আমাদের দেশের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। সেই চিন্তা করেই বিসিএ চুপ ছিল কিছুদিন। কিন্তু ইন্ডিয়ান হ্যাকার টিমঃ Indian Cyber Army(INDISHELL) যখনই বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে সাইবার যুদ্ধ ঘোষনা করল তখন আর বিসিএ চুপ থাকতে পারে নাই।

প্রমান ::

http://www.security-ray.com/2012/02/another-1000-indian-sites-hacked-and-3.html

http://www.security-ray.com/2012/02/ndtv-website-suffers-from-dns-failure_13.html
http://www.voiceofgreyhat.com/2012/02/cyber-war-between-bangladesh-india.html

http://www.ehackingnews.com/2012/02/1000s-of-indian-sites-hacked-by.html

http://thehackernews.com/2012/02/indian-and-bangladeshi-hackers.html

  • ইন্ডিয়া যুদ্ধ  ঘোষনার পরই বাংলাদেশ সাইবার আর্মি শুরু করে ইন্ডিয়ান সাইট হ্যাক। তারা অনেক গুরুত্তপুর্ন সাইট নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
  • তারা একরাতেই  ইন্ডিয়ার প্রায় ১০হাজার এর মত সাইট ডিফেস এবং ডাউন করে ফেলে।কিছু  সময় আগেই বাংলাদেশ সাইবার আর্মি  ইন্ডিয়ার নামকরা নিউজ চ্যানেল NE TV News এর সাইট হ্যাক করেছে।

প্রমাণঃ

Your browser may not support display of this image.

নিচে কিছু সাইটের লিঙ্ক দিলাম। আর আপনারা নিয়মত এই সাইট এ আমাদের হ্যাক লিস্ট দেখতে পারবেন।

Indian Education

Indian Business

Indian Education Manegment

Indian School

Tamil Online Money

Taurus Powertronicspvt. Limited

Indian empire

Lux Suparstar and Fashion show 😉

Indian Law

Indian Stock

  • উল্লেখ্য, অনেকেই একে হিন্দু- মুসলমানদের যুদ্ধ ভাবছেন যা সম্পূর্ণ ভ্রান্ত ধারনা। এই যুদ্ধের জন্য দায়ী ইন্ডিয়ার অমানবিক আচরন বাংলাদেশের প্রতি।

Source: হ্যাকিং থেকে ওয়েবসাইট রক্ষার জন্য বেশ কিছু টিপস ?

আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

  • *আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

*একজন সাহসী মানুষ-যার জীবনযাপন ও চলাফেরার মধ্যে আমরা খুঁজে পাই আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথের স্পষ্ট ছাপ।?

Level 2

আমি নির্জন আলো BD(Eshcun)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাবাস বাংলার হ্যাকার

Level 0

চালিয়ে যাও। মুক্তিযোদ্ধারা যখন তরুন ছিল, যুদ্ধ করে তারা তাদের দায়িত্ব শেষ করেছে। এখন আমরাও তরুন, এবার আমাদের দায়িত্ব হচ্ছে যেভাবে হোক অন্যায়ের বিরোদ্ধে রোখে দারানো। সকল ধরনের শোষণের বিরুদ্ধে তরুনরা এগেয়ে না আসলে এদেশ বাচবে কি করে???

Level 0

THANKs

Level 0

আপনারদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে.. জনপ্রিয় টেকি ব্লগার রিয়া আপু আমাদের মাঝে আর নেই…( ইন্নানিল্লহে………….)
ফেসবুক আইডি.. https://www.facebook.com/ColourIsLife
🙁 দুই বাছর মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন.. 🙁
https://www.techtunes.io/tuner/riya/