সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
<<<<রেড-এলার্ট>>>>
সবাই সাবধান
- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারকে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। কোন অশুভ চক্র যাতে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে চক্রান্তের অপচেষ্টা করতে না পারে সেজন্যই এমন সুপারিশ এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সরকারের প্রভাবশালী একটি সংস্থার এ ধরনের সুপারিশ কার্যকরের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফেসবুক ব্যবহারকারীদের ব্ল- ব্যান্ড কল নামের সংগঠনটির কার্যক্রমকেও গোয়েন্দা নজরদারিতে আনা জরুরি বলে মনে করছে সংস্থাটি।
- বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হাসান জুয়েলের মতে, ফেসবুক কড়া নজরদারির আওতায় আনা ভালো হবে না। তিনি দৈনিক যুগান্তরকে জানান, কোন দেশই ফেসবুক বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি। কারণ হিসেবে বলেন, ইন্টারনেট চালু রেখে ফেস বুক দীর্ঘমেয়াদে বন্ধ রাখা কঠিন। তিনি জানান, ফেসবুকে যারা কঠোর মনোভাব প্রকাশ করে থাকে, তাদের বিপক্ষে জনমত গড়ে ওঠে।
- সরকারি সংস্থার এ প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা হতে গত সপ্তাহে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফেসবুক ও টুইটারকে সর্বদা গোয়েন্দা নজরদারির মধ্যে আনা যাতে করে কোন অশুভ চক্র সরকারের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে চক্রান্তের অপচেষ্টা করতে না পারে। এরই মধ্যে ব্ল- ব্যান্ড কল নামক একটি নতুন সংগঠন আÍপ্রকাশ করেছে যাদের কার্যক্রমকে গোয়েন্দা নজরদারির মধ্যে আনা অতি জরুরি। ’ প্রসঙ্গত, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর ২০১০ সালের ৩০ মে সরকার সাময়িকভাবে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করে দিয়েছিল। ওইসময় মাহবুব আলম রডিন নামের এক যুবককে গ্রেফতারও করে র্যাব।
- এক সপ্তাহ বন্ধ রাখার পর ৫ জুন ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও ফেসবুক ব্যবহার উš§ুক্ত করে দেয় সরকার। জানা গেছে, ‘আরব বসন্তে’ সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুকের সফল ব্যবহারের পর এখন এর ব্যবহার আরও বাড়ছে। তরুণ সমাজও আকৃষ্ট হচ্ছে ফেসবুক ব্যবহারে। এরই মধ্যে ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক গ্র“প ‘সামাজিক সংগঠন’ হিসেবে কাজ শুরু করেছে। জানা গেছে, প্রায় ৫ বছর ধরে ফেসবুক ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে ওঠে। দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। এই সামাজিক নেটওয়ার্কের কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয় ২০০০ সালে। ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যার ক্রমানুসারে বাংলাদেশের অবস্থান ৫৬। আর টুইটার ব্যবহারকারীদের সংখ্যা আনুপাতিক হারে বেশ কম।
- সূত্র জানায়, তিউনিসিয়া, মিসরে এটা নজরদারির আওতায় আনা হয়েছে। এখন সিরিয়াতে চেষ্টা চলছে। পাকিস্তানে মাঝে মধ্যে ফেসবুক বন্ধ করে দেয়া হয়। ফেসবুক বা টুইটারে অপব্যবহার বন্ধে কঠোর আইন রয়েছে চীনে। কিন্তু বাংলাদেশে এ সংক্রান্ত কোন আইন বা বিধি নেই। সাইবার ক্রাইম বন্ধে আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হাসান জুয়েলের মতে, গ্রহণযোগ্য ও যৌক্তিক আইনের আওতায় থাকতে কোন আপত্তি নেই। এক্ষেত্রে টুইটার বা ফেসবুকে মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলে তিনি মনে করেন।
- সূত্র জানায়, ফেসবুক কেন্দ্রিক সংগঠনের নজরদারিত্ব জোরদার করা হতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ করেছে সরকারের একটি প্রভাবশালী সংস্থা। প্রসঙ্গত, ১৭ জন তরুণকে সঙ্গে নিয়ে মাহী বি চৌধুরী ফেসবুকে ব- ব্যান্ড কল (বিবিসি) নামে গ্র“পটি গঠন করেন। ‘রাজনীতিকে ঘৃণা করো না’ এই স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে সংগঠিত তরুণরা গঠন করেন ব- ব্যান্ড কল। আÍপ্রকাশের পর সংগঠনটি ঢাকার বনানী খেলার মাঠে প্রচারণামূলক একটি কনসার্টের আয়োজনও করেছিল। ‘হয় সমঝোতা, নয় অবসর’ রাজনৈতিক দল ও নেতাদের উদ্দেশে এই বার্তা নিয়ে মাঠে নামে ‘ব- ব্যান্ড কল’ নামের একটি সংগঠনটি। বু ব্যান্ড কলের ১১ সদস্যের স্টিয়ারিং কমিটি ও ২১ সদস্যের সাধারণ কমিটির কথা জানানো হয়। এ ছাড়া রয়েছে ‘বু ব্যান্ড স্কুল অব চেঞ্জ’।
- ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচ জনের মৃত্যুর পর ফেসবুকে এক স্ট্যাটাস আপডেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মৃত্যু কামনা’ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রুহুল আমীন খন্দকার। ১৩ আগস্ট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফেসবুক ওয়ালে পোস্ট করা আরেকটি স্ট্যাটাসে লেখা ছিল, ‘পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার ফল তারেক ও মিশুক মুনীরসহ নিহত ৫ : সবাই মরে, হাসিনা মরে না কেন?’ পরদিন ভোর ৪টা ৫৯ মিনিটে দেয়া আরেক স্ট্যাটাসে লেখা ছিল, ‘পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স! কোন সভ্যসমাজে কি চিন্তা করা যায়? পুরো পৃথিবী যেখানে ড্রাইভিং লাইসেন্স দেয়ার প্রক্রিয়া কঠিন করছে, সেখানে হাসিনা সরকার পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে!!!’ শিক্ষাছুটিতে অস্ট্রেলিয়ায় থাকা ওই শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর উচ্চ আদালত থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।
Source: http://jugantor.us/enews/issue/2012/01/14/news0618.htm
- শেখ হাসিনা সরকার এবার ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগের সাইট গুলোকে প্রতিটি বাংলাদেশী ইউজারের ছবি সহ বিস্তারিত তথ্য প্রদানের নির্দেশ দিতে যাচ্ছে।
- সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বাংলাদেশীদের কমেন্ট এবং অন্যান্য কার্যক্রম নজরদারী করার জন্য ইতিমধ্যে সরকারের নির্দেশে গোয়েন্দা সংস্থা একটি বিশেষ দল গঠন করেছে। সূত্র আরো জানিয়েছে, সামাজিক যোগাযোগের সাইটগুলো সব বাংলাদেশী ইউজারের তথ্য প্রদানের পর, বাংলাদেশ সরকার সময় সময় কিছু অ্যাকাউন্ট সাসপেন্ড করার নির্দেশ দিতে পারে। এছাড়া সরকারের বিরুদ্ধে মন্তব্য করলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
Source: http://www.weeklyblitz.net/2062/bangladesh-government-to-collect-info-of-social
- সবাইকে একটি বিশেষ সতর্ক সংবাদ- সাইবার যুদ্ধ অংশগ্রহণকারী ব্ল্যাক হ্যাট সহ সকল হ্যাকারদের ২৪ ঘণ্টার মধ্য খুঁজে বের করতে বাংলাদেশ সরকারকে ভারতীয় সরকার নির্দেশ দিয়েছেন। যার কারনে ফেইসবুক সহ সকল ব্লগে ডিজিএফআই, র্যাব ও সি আইডি র সদস্যরা সবার কার্যক্রমের উপর নজর রাখছে। তাদের কে টেকনিক্যাল সহায়তা সহ যাবতীয় সাহায্য করছে ‘র’ এর সদস্যরা ।
- টেকটিউনস ও টিউনারদের কে বলছি।আপনারা আপনাদের প্রযুক্তি ওয়েবসাইট নিয়ে শিক্ষা মূলক কাজে সহোযোগিতা করুন,সকল ওয়েবসাইটের উপর আজ থেকে ২৪ ঘন্টা নজর রাখছে সিআইডি।আশা করি মডেরেটর আপনার আপনাদের দ্বা্য়িত্ব পালন করেন।হ্যাক বিষয় কোন উৎসাহ না দেওয়ার জন্য বাংলাদেশ সরকার অনুরোধ করেছে সকল ওয়েব সাইটকে।সবাই একটু সতর্ক থাকবেন………….
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
- *আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....
সরকার কোন পক্ষ নিচ্ছে বুঝতে পারছি না ! অনেক সরকারি সাইট গুলো নেটে খুজে পাওয়া যাচ্ছে না সেদিকে মাথা ব্যথা নাই। যেমন এই সাইট http://www.visitbangladesh.gov.bd: রাশিয়া চলে গেছে। আমাদের হ্যাক করলে খুব ভাল হত, রাশিয়া চলে যেতাম কোন টাকা পয়সা ছাড়া…