কালকে রাতে বিভিন্ন সাইট ঘুরাঘুরি করতে করতে হটাত দেখতে পেলাম প্রথম আলোর প্রথম পাতায় এই খবর বেড়িয়েছে। কালকে রাতের দিকে সম্ভবত প্রথম আলোর সাইটও হাং ছিল। সম্ভবত ব্রুটাল ফোর্স দিয়ে সার্ভার এর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল। কিন্তু আশার কথা এই যে তাঁরা হ্যাক করতে পারে নি। যাইহোক, আজকের প্রথম আলোর প্রথম পাতায় এই সাইবার যুদ্ধ সম্পর্কে লিখেছে।
এর সরারসরি লিঙ্ক দিয়ে দিলামঃ
http://www.prothom-alo.com/detail/date/2012-02-13/news/224348
কালের কণ্ঠতেও প্রকাশিত হয়েছে এ সম্পর্কে। তার লিঙ্কও দিয়ে দিলামঃ
http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Economics&pub_no=791&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=5
আসা করি বাংলাদেশ জিতবে। জয় বাংলাদেশ!
ভাল থাকবেন। ধন্যবাদ
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। সকাল সকাল সুন্দর সুন্দর একটা খবর দেওয়ার জন্য।