বন্ধ হয়ে গেল বিশ্বের অন্যতম টরেন্ট সার্চ জায়ান্ট ও বিট-টরেন্টের অন্যতম সার্চ ইঞ্জিন বিটিজাঙ্কি ডট অরগ!!! (ডাউনলোডের দিন শেষ!!!) :( :( :(

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সারা ডাউনলোড দুনিয়ার অন্যতম একটি পন্থা হল টরেন্ট। কিন্তু আমেরিকার মাথার নতুন ভূত পাইরেসি বন্ধের উদ্যোগে সোপা ও পিপার শুরু করে। কিন্তু সেই আইনের অনেক কুকাম থাকায় বড় অনেক সাইট ও ইন্টারনেট জায়ান্ট ওই আইনের বিরোধিতা করে। আমেরিকা সেই আইন থেকে পিছু হটলেউ শেষ হয়নি তাদের নতুন কুকাম পাইরেসি বন্ধ!!! এর ধারাবাহিকতায় আগামীকাল বন্ধ করে দেয়া হয় ৩০০ সাইট যার বেশির ভাগেরই সার্ভার আমেরিকায়। সাইট গুলো মূলত হংকং, মেক্সিকান ও আমেরিকান সাইট বেশি ছিল। আর এদের মধ্যে প্রায় ১২ টি সাইট বন্ধ করা হয় পাইরেসীর মাধ্যমে বই বা ই-বুক দেয়ার কারনে। আর বাকি ১৬ টি সাইট এর ডোমেইন ব্লক করে দেয়া হয়। ডোমেইন ব্লক করে দেয়া সাইট গুলো আর কখনই পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখা যাবে না। মেগা-আপলোড এর মালিক সহ কর্মকর্তাদের গ্রেপ্তার করে আমেরিকা পাইরেসির অভিযোগে। যদিও মেগা-আপলোড ঘোষণা করেছেন তারা আবারও ফিরে আসবে। যাই হোক এবার আসি মূল কথায়ঃ আমরা যারা মোটামুটি ডাউনলোড করি তারা সবাই কেউ না কেউ টরেন্ট এর সুযোগ নিয়েছেন। বিশ্বের অন্যতম টরেন্ট সার্চ জায়ান্ট বিটিজাঙ্কি বন্ধ করে দেয়া হয়েছে। ঠিক জানি না কেন বিটিজাঙ্কি বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু পাইরেসীর ভয়ে যে তা আর বলার দরকার নেই। গিয়ে নিজেই দেখে আসুনঃ http://btjunkie.org/

আজ বিটিজাঙ্কির এই অবস্তা দেখে মন খারাপ হয়ে গেল। তাই লিখতে ইচ্ছা করছে না। পড়ে এই নিয়ে বিস্তারিত লিখবো...

Level New

আমি বাংলার কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউন এর ফ্যান অনেক আগে থেকেই কিন্তু আজ (১১/১০/২০১১ | ১১:০৬ রাত) থেকে টিউন করবো। টিটিকে ভালবেসে এসেছি, অবশ্যই টিটিকে কিছু দিতে। বড় বড় টিউনার এবং বাকি সবাই আমার সাথে থাকবে বলে আসা রাখি। ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পাইরেট বে বন্ধ হইলে আমি শ্যাষ 🙁

    @সাইফুল ইসলাম: না ভাই পাইরেট বেয় মনে হয় বন্ধ হবে না। কারন পাইরেট বেয় নিয়া আগে অনেক কিচ্ছু হইছিল। মাগার কিচ্ছু করতে পারে নাই

    @সাইফুল ইসলাম: Torrentz এবং paireT Bay বন্ধ হলে আমিও শেষ।আমার ব্লগ যে কোন দিন বন্ধ করে দিবে কে জানে।

h33t আর 1337x বন্ধ হইলে আমি শেষ

    @rishad12345: ভাইজান যদি পুরা সাইট এর অ্যাড্রেসটা দিতেন। আমার কাজে লাগতো

Level 0

শেষ বলে কোন কথা নাই। একটা গেছে আরও আসবে। পাইরেসি চলছে চলবে।

    @SOIKOTXS: ঠিক বলেছেন পাইরেসি চলছে চলবে।

    @SOIKOTXS: কথা সত্যি ‘পাইরেসি চলছে চলবে’ সব বন্ধ কইওরা দিলে, বাংলাদেশে সার্ভার কিন্না পাইরেটস অফ দা ঢাকা বানায় ফেলমু। আমেরিকা যাইব কই???

We are Doomed Man :'(
How can we live in near future?

    @Moyan Hossain: দেখা যাক ভাই। মনে হয় না, পাইরেসী নিয়া আমেরিকা খুব একটা কিচ্ছু করতে পারবো

Level 0

পাইরেসি বন্ধ হওয়ার ইতিবাচক দিক হচ্ছে Linax এবং এজাতীয় ফ্রী সফট এর উত্থান ও প্রসার।

    @SamuraixBD: ভাই এই হচ্ছে আপনাদের একটা ঝামেলা, সব খানেই লিনাক্স দেখেন। আরে ভাই, লিনাক্স আমিও ব্যাবহার করি। উবুন্টু ১০.১০ এর ইউজার। যদিও মাস্টার না কিন্তু ব্যবহার করে মজা পাই। ভাই লিনাক্স ব্যাপার না, পাইরেসী বন্ধ হইলে হয়তবা লিনাক্স মানুষ নিবে কিন্তু মুভি কি লিনাক্স দিবে? গান বিশেষ করে ইংরেজি mp3, বাংলাদেশের মার্কেটের যা অবস্তা। নতুন অ্যালবাম আসতেও মিনিমাম ১৫-১৬ দিন লাগে। মুভিও একই। তাইলে কোন ক্যামতে আমরা পাইরেসীরে গুড-বাই জানামু???

Level 0

দুঃখিত, বানান টি Linux হবে।

Level 0

ও মাই গড
ইহা কি শুনিলাম?
আমার হৃদপিন্ডের একটা তার ছিডে গেল
আমেরিকার সরকার টরেন্ট বন্ধ করে দিয়ছে
সব কিছু ফ্রী ডাউনলোড করার দিন শেষ !!!!!!!
কত মজা করে টাকা ছাডা ই-বুক আর মুভি ডাউনলোড করতাম।
এখন আমার কি হবে???????

খুবই দু:খজনক। টরেন্ট সাইটের তুলনায় যথেষ্ট ভালো সাইট ছিলো। তাদের কমিউনিটি ও অনেক শক্তিশালী ছিলো। ডেমোনয়েড এর পরে এই সাইটই বেশী ব্যবহার করতাম।

Vaira Chinta Koiren na…..Jotodin extratorrent, Pirate bay, Kickass ase…..Apnara torrent download chalai jan…Pirate bay bondo howar chance tulona mulok kom.karon tara germany o scandian region’r political pirty….Bondo hoilei action….

ফাস্ট ওয়ার্ল্ড পাইরেসির সাফার। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের আইটি প্রফেনলালরা পাইরেসির সুয়োগ নেয়। সেক্ষেত্রে পার্শবর্তী দেশ এবং বাংলাদেশের অডিও ও ভিডিও পাইরেসির সাফার। যে পায় সে দাত বের করে হাসে আর যায়, সে মাথার চুল ছিড়ে। আবার পাইরেসির কারনেই ওয়েব এত দ্রুত প্রসিদ্ধ লাভ করেছে। আজেই ভাল মন্দ দুটা দিকই আছে।

http://talkelement.com

সবি তো বুজলাম কিন্তু আমি আজকে মিডিয়া ফায়ার থেকে ডালো দিতে গেলাম কিন্তু বলছে ডুমেইন ব্লকড আছে।http://block.opendns.com/?url=88888815787069746671748370156880781632207673178386852482177673668224&ablock&ref=http%3A%2F%2Fwww.techtunes.io%2Fdownload%2Ftune-id%2F110864%2F
কেউ কি একটু হেল্প করবেন। দয়া করে। !!!!!! তাহলে কি মিডিয়া আগুন নিভে গেছে???? কিছু বুঝতে পারছিনা

Level 0

vai….jara piracy chara movie dekhte boltesen tader boli…….পাইরেসি বাদে ১ টা মুভি , ১টা গানের এলবাম আপনি কত টাকা দিয়া কিনবেন সেই হিসাব রাখসেন???? অথবা যদি গেইম এর কথা বলেন ১টা অরিজিনাল গেইম এর দাম ২০০০ টাকার মত….একটা সফটওয়্যার এর দাম ৪০০০ টাকার মত…..আমাদের দেশের মানুষের পক্ষে কি এত টাকা দিয়া অরিজিনাল সব কিছু কিনে দেখা সম্ভব????FREEWARE…..যেসব জিনিস আছে সেগুলো থাকুক…কিন্তু গেইম,মুভি,গান এইগুলা ত জীবনেও ফ্রী হবে না……তো যারা খালি LINUX LINUX বইলা চিল্লাপাল্লা করেন……এসব কিছুই যদি না থাকে তাইলে কি হুদা LINUX অপারেটিং সিস্টেম সামনে নিয়া বসে থাকব?

আমেরিকাতে পাইরেসি অফ করলেও মানুষের অরিজিনাল সবকিছু কিনার সামর্থ আছে…কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে তো তা চাইলেই সম্ভব না…এই কমেন্টে আমি কাউকে আক্রমন করতেসি না……কিন্তু আসলে প্রতি টিউনে এই কিছু মানুষের লিনাক্স নিয়ে আজাইরা কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি…ভাই…লিনাক্স অনেক ভাল জিনিস…ওইটা ওর জায়গাতে থাকবেই……কিন্তু তাই বলে সব জায়গায় লিনাক্স নিয়া টানাটানি করা ঠিক না……

দু:খজনক

mediafire bondho hoar posibility ase vai?

ami kintu…………………………..

ভাল। এখান সব সার্ভার চলে যাবে আমেরিকার বাইরে! টু-পাইস কামানোর সুবিধা নিজেই হারালো। বড় বড় কোম্পানীগুলো আমেরিকার বাইরে সার্ভার নেবে। ডোমেইন নেম নিয়ে অবশ্য সমস্যা, এটাও ব্যাপার না!
পাইরেট বে বন্ধ না হলেই হয়।

Level 0

আমেরিকার বাইরে গেলে কী হবে? megaupload তো হংকং এ ছিল ………. তারপরও বন্ধ তো কোর্সে আমেরিকা

মিডিয়া ফায়ার বন্ধ হইলে আমিও বন্ধ হই যাব

কোন কিছু বন্ধ হলে দুনিয়া থেমে যায় না। একটা না একটা বিকল্প এসেই যায়। বিটজাঙ্কি কখনো ব্যবহার করার সুযোগ হয়নি আমার। কারণ, আমি যেখানে থাকি, সেখাসে প্রথম থেকেই এটা ব্লক করা। তারপরও, শুনে খুব খারাপ লাগলো। এটা দিয়েই হয়তো শুরু হলো টরেন্ট সাইট গুলো বন্ধ করা।

পাইরেট বে বন্ধ হইলে আমি শ্যাষ…
@ম্যাকসন— http://h33t.com/
http://1337x.org/

btjunkie.org বন্ধ হওয়াতে আমি অনেক কষ্ট পাইসি ।