সারা ডাউনলোড দুনিয়ার অন্যতম একটি পন্থা হল টরেন্ট। কিন্তু আমেরিকার মাথার নতুন ভূত পাইরেসি বন্ধের উদ্যোগে সোপা ও পিপার শুরু করে। কিন্তু সেই আইনের অনেক কুকাম থাকায় বড় অনেক সাইট ও ইন্টারনেট জায়ান্ট ওই আইনের বিরোধিতা করে। আমেরিকা সেই আইন থেকে পিছু হটলেউ শেষ হয়নি তাদের নতুন কুকাম পাইরেসি বন্ধ!!! এর ধারাবাহিকতায় আগামীকাল বন্ধ করে দেয়া হয় ৩০০ সাইট যার বেশির ভাগেরই সার্ভার আমেরিকায়। সাইট গুলো মূলত হংকং, মেক্সিকান ও আমেরিকান সাইট বেশি ছিল। আর এদের মধ্যে প্রায় ১২ টি সাইট বন্ধ করা হয় পাইরেসীর মাধ্যমে বই বা ই-বুক দেয়ার কারনে। আর বাকি ১৬ টি সাইট এর ডোমেইন ব্লক করে দেয়া হয়। ডোমেইন ব্লক করে দেয়া সাইট গুলো আর কখনই পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখা যাবে না। মেগা-আপলোড এর মালিক সহ কর্মকর্তাদের গ্রেপ্তার করে আমেরিকা পাইরেসির অভিযোগে। যদিও মেগা-আপলোড ঘোষণা করেছেন তারা আবারও ফিরে আসবে। যাই হোক এবার আসি মূল কথায়ঃ আমরা যারা মোটামুটি ডাউনলোড করি তারা সবাই কেউ না কেউ টরেন্ট এর সুযোগ নিয়েছেন। বিশ্বের অন্যতম টরেন্ট সার্চ জায়ান্ট বিটিজাঙ্কি বন্ধ করে দেয়া হয়েছে। ঠিক জানি না কেন বিটিজাঙ্কি বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু পাইরেসীর ভয়ে যে তা আর বলার দরকার নেই। গিয়ে নিজেই দেখে আসুনঃ http://btjunkie.org/
আজ বিটিজাঙ্কির এই অবস্তা দেখে মন খারাপ হয়ে গেল। তাই লিখতে ইচ্ছা করছে না। পড়ে এই নিয়ে বিস্তারিত লিখবো...
আমি বাংলার কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউন এর ফ্যান অনেক আগে থেকেই কিন্তু আজ (১১/১০/২০১১ | ১১:০৬ রাত) থেকে টিউন করবো। টিটিকে ভালবেসে এসেছি, অবশ্যই টিটিকে কিছু দিতে। বড় বড় টিউনার এবং বাকি সবাই আমার সাথে থাকবে বলে আসা রাখি। ধন্যবাদ।
পাইরেট বে বন্ধ হইলে আমি শ্যাষ 🙁