এ বছর যেসব এসএসসি/দাখিল পরীক্ষার্থী বন্ধুরা পরীক্ষা দিয়েছ তারা এখন যে কী টানটান উত্তেজনা নিয়ে আছ তা ভাষায় বোঝানো যাবে না। অনেকেই অযথা টেনশন নিচ্ছ। আমি বলবো মনে সাহস রাখ। কাঙ্ক্ষিত রেজাল্ট ঠিকই পেয়ে যাবে।
ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন।
তারপর Examination Name, Year, Board, Roll লিখে Submit কর।
তাহলেই তুমি পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট।
এছাড়াও মোবাইলের মাধ্যমে রেজাল্ট জানতে নিচের পদ্ধতি অনুসরণ করতে পার
যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে প্রথমে Message Option-এ যাও
টাইপ কর, পরীক্ষার নাম<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বছর
উদাহরণস্বরূপ:
* SSC<space>Dha<space>123456<space>2012 send to 16222
* Dakhil<space>Mad<space>123456<space>2012 send to 16222
* SSC<space>Tec<space>123456<space>2012 send to 16222
এরপর পাঠিয়ে দাও ১৬২২২ নাম্বারে।
ফিরতি মেসেজে তোমাকে জানিয়ে দেওয়া হবে তোমার কাঙ্ক্ষিত ফল।
বোর্ডের নামের প্রথম তিন ডিজিট কেমন হবে:
* Dhaka = Dha
* Barisal = Bar
* Chittagong = Chi
* Comilla = Com
* Dinajpur = Din
* Jessore = Jes
* Rajshahi = Raj
* Sylhet = Syl
* Technical(VOC) = Tec
* Madrasah = Mad
বি.দ্র. পূর্ণ রজাল্ট প্রকাশিত হওয়ার পর একই নিয়মে আরেকবার মেসেজ পাঠালে বিস্তারিত ফল পেয়ে যাবে।
টেকটিউনে এটা আমার প্রথম পোস্ট। যদিও খুব সহজ একটি বিষয় নিয়ে লেখা পোস্টটি। তবুও সামান্য কেউ উপকৃত হলেই আমার সার্থকতা। ধন্যবাদ সবাইকে।
### মাত্র দুদিন আগে তৈরি আমার ব্লগে আপনাকে স্বাগতম। ###
আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd
ভাই।আমি ২০১০ সালে পরীক্ষা দিয়েছিলাম।তখন আমার ই-মেইল এ ২ ঘন্টা আগেই রেজাল্ট পেয়ে গেছিলাম।এই জন্য আমাকে এডুকেশন বোর্ড এ আগে থেকে একটা অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়ে ছিল তাদের ওয়েব সাইত থেকে।এইবার কি সেরকম সুবিধা রাখা হয় নাই?