কি বলব ?wimax আসছে এইটা শুনেছিলাম কিন্তু এই wimax যে এত ভারী বুঝতে পারি নাই।
ভাবছিলাম এই পোস্টটা দেব না কিন্তু ভাবলাম আসেন একটু আলোচনা করি ।পোস্টে লিখলে অনেক কিছুই লেখা যায় কিন্তু আজ আর কিছূ লিখব না ।নিচের পিকচার হতে সব বুঝে নেন।
আমাদের কিছু ভিজিটর এবং টিউনার কিছুদিন আগে বড় গলায় বলেছিলেন ১ mbps বা 128KBPS =600 tk দিবে বলে বলেছিলেন প্রমাণ জোগাড় করে এনেছিলেন এবং আমার সাথে অনেক তর্ক বিতর্ক ও করেছিলেন।তাদেরকে আমার কিছূ বলার নাই।কারণ কথা বেশি =বেশি ঝগড়া।বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।
সবাই ভাল থাকবেন আর মন্তব্য শেয়ার করবেন আশা করি
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ভাই, একখান প্যাকেজ দেখেই খাবি খাচ্ছেন? এরকম প্যাকেজ তো দফায় দফায় আসবে।
তবে আমার মনে হয় এটা নিয়ে এখনই এত হতাশ হবার কিছু নেই। ব্রডব্যান্ডের শুরুর ইতিহাসটাও কিন্তু মোটেও ভাল ছিল না। এখনও যে খুব ভাল তা বলা যায় না কিন্তু তৃতীয় বিশ্বের ক্ষেত্রে একে কিন্তু একেবারে ফেলনাও বলা যায় না। অতএব, আসুন “সবুরে মেওয়া ফলে” এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে মেওয়া ফলার জন্য অপেক্ষা করি…………