ফাইল শেয়ারিং সাইট কি আমরা সবাই জানি। সবসময় ব্যাবহার করছি। আমরা বেশিরভাগ এ Mediafire, Rapdipshare, Megaupload, Fileserve, Videobb, Videozer, Filesonic etc সবসময় ব্যাবহার করে থাকি। গতকাল blog এ ঘুরাঘুরি করতে করতে হঠাৎ techtweets এ দেখলাম Mega Upload বন্ধ করে দিয়েছে US SOPA act এর জন্য। যারা SOPA act সম্পর্কে জানেন না তারা প্লিজ google এ একটু কস্ট করে সার্চ করে নিন। কয়েক দিন আগেও google, wikipedia সহ সব বড় বড় ওয়েব সাইট SOPA(stop online piracy act) এবং PIPA(protect IP act) এর বিরুদ্ধে website blackout করে রেখেছিল। যাইহোক আমি গত পরশু থেকে একটা game(Battlefield 2142) ডাউনলোড করছিলাম filesonic থেকে. 3GB+ game. আমি ২ গিগা already ডাউনলোড করে ফেলেছি। আজকে এরপরের অংশ ডাউনলোড এ দিতে গিয়ে দেখি ডাউনলোড resume হচ্ছে না। error দেখাচ্ছে। then আমি filesonic এর ওয়েবসাইট এ ঢুকে দেখি তারা তাদের সব ডাউনলোড cancel করে দিয়েছে। শুধু যারা ফাইল এর owner তাদের কে ডাউনলোড করার chance দিচ্ছে। তারপর অন্য কোন ওয়েবসাইট এ এই ফাইল আছে কিনা খুজতে গিয়ে দেখি এক জায়গায় news এ দেখি Fileserve, Videobb, Videozer, Filesonic, Megaupload সাইট গুলাও বন্ধ করে দিয়েছে। যদিও আমি fileserve সাইট এ ঢুকতে পারছি। এভাবে যদি চলে তাহলে হয়তো বা mediafire, jumbofiles, 4shared এগুলাও বন্ধ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে আমাদের কি হবে ভেবে দেখেছেন?
যাইহোক আশা করি শেষ পর্যন্ত এই SOPA & PIPA act বন্ধ হয়ে যাবে। যদি Online Protection and Enforcement of Digital Trade Act নামে কিছু থেকে থাকে তাও স্থগিত হবে।
নতুন আপডেটঃ mediafire, fileserve, uploading etc তাদের সারভার থেকে অগনিত ফাইল ডিলিট করে দিচ্ছে। কালকেও আমি যে ফাইল এর (৮টা পার্ট) ৫টা পার্ট ডাউনলোড করেছি। আজকে দেখি সবগুলা ডিলিটেড। http://www.hatemtai.com ওয়েবসাইট এর হোম পেজ এ এসম্পর্কে নোটিশ দিয়ে রেখেছে।
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই মিডিয়াফায়ার বন্ধ হলে সমস্যা। vison21.blogspot.com