মাইক্রোসফটের ই-মেইল সাভিস হট মেইল ব্যবহারকারীদের পাসওয়াড চুরির ঘটনা ঘটেছে।শুধু চুরি করেই থেমে থাকেনি হ্যাকাররা।তারা এই চুরি করা পাসওয়াড আবার অনলাইনে ছেড়ে দিয়েছে।
মাইক্রোসফট করপোরেশন এক বিবৃতিতে, পাসওয়াড চুরি এবং তা ওয়েব সাইটে ছেড় দেওয়ার ঘটনা স্বীকার করেছে।আর এতে বিপত্তিতে পরেছে হট মেইল ব্যবহারকারীরা।অনেক হট মেইল ব্যবহারকারী বতমানে হট মেইল সেবা গ্রহন থেকে বিরত রয়েছেন।অনেকে মেইলে রক্ষিত নিজের গোপন তথ্য সরিয়ে নিচ্ছেন।তবে ঠিক কত জনের পাসওয়াড চুরি এবং ওয়েবে প্রকাশের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।শংশ্লিষ্টরা ধারনা করেছেন অন্তত দশ হাজার পাসওয়াড চুরি হয়েছে। মাইক্রোসফট উইন্ডোজ লাইভ হট মেইলের একজন কমকতা জানিয়েছেন "সমস্যাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে,আমরা এর সমাধান ও করেছি"।এতে আর আতংকিত হওয়ার কিছু নেই।এই দিকে ব্লগে,হট মেইল ব্যবহারকারীরা এ ঘটনা কে মাইক্রোসফটের উদাসীনতা হিসাবে আখ্যা দিয়েছে।এ ধরনের ঘটনা হট মেইলের জনপ্রিয়তা হারানোর অন্যতম কারন বলে তারা মন্তব্য করেছেন।
"ইয়াহু" নিউজ অবলম্বনে
আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুনেছি পাসওয়ার্ড নাকি ১২৩৪৫৬৭৮৯ ডিফল্ট হিসেবে