ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া তাদের দীর্ঘদিনের অপারেটিং সিস্টেম সিমবিয়ান থেকে পুরোপুরি সরে যাচ্ছে। সিমবিয়ান অপারেটিং সিস্টেমেরপুরোনো মোবাইলে ‘বেল’ অপারেটিং সিস্টেম আপডেট করারঘোষণা দিয়েছে নকিয়া। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
নকিয়া সম্প্রতি একটি ব্লগ পোস্টে জানিয়েছে, নকিয়া সিমবিয়ান অপারেটিং সিস্টেমেরপরবর্তী সংস্করণের নাম হবে ‘নকিয়া বেল’। তবে, নাম পরিবর্তনের কারণ জানাতে নকিয়া মুখ খোলেনি।
২০১২ সালের ফেব্রুয়ারি মাস থেকে সিমবিয়ান প্ল্যাটফর্মেরসব মোবাইল ফোনেই ‘নকিয়া বেল’ অপারেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করেছে নকিয়া।
নকিয়া কর্তৃপক্ষ ‘সিমবিয়ান’ শব্দটিকেও ছেড়ে দিচ্ছে। আগে নতুন এ অপারেটিং সিস্টেমটির নাম ‘সিমবিয়ান বেল’ রাখার সিদ্ধান্ত নিলেও এখন নাম পাল্টে ‘নকিয়া বেল’ রাখার কথা জানিয়েছে।
নকিয়া এন৮, নকিয়া ই৭, নকিয়া ই৬, নকিয়া এক্স৭, নকিয়া সি৬-০১, নকিয়া সি৭ এবং নকিয়া অরো মডেলের স্মার্টফোনগুলোতেপুরোনো সিমবিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। এ ছাড়াও সিমবিয়ান বেলচালিত নকিয়া ৭০১,নকিয়া ৭০০ এবং নকিয়া ৬০৩ মোবাইল ফোনগুলো আপডেট করা হবে।
‘নকিয়া বেল’ অপারেটিং সিস্টেমে ফিচার হিসেবে থাকবেইনফরমেটিভ লক স্ক্রিন, হোম স্ক্রিন উইজেড যাতে কাস্টমাইজড বিভিন্ন অপশন এবংনতুন অ্যাপ্লিকেশন ব্যবহারেরসুবিধা থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে নকিয়া অভি মোবাইল সার্ভিস প্লাটফর্মটিও ছেড়ে দেবার ঘোষণা দিয়েছে।
প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, নকিয়া তার নিজস্ব নামের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন প্ল্যাটফর্মগুলো ছেড়ে দিচ্ছে।
COLLECT FROM:-
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
FACEBOOK E AMI:
http://www.facebook.com/nishachor123
আমি আমি পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারণ একজন মানুষ
vai Symbian Belle to latest Symbian version. Nokia tader Symbian Anna verson a chola mobile gulo k Belle te Update korar ghoshona diyeche. Belle Symbian operating system er e verson. eta alada kono operating system noi. tachara nokia symbian chere dicce etio shotti na. nokia 2016 porjonto symbian mobile ber korbe. gsmarena te giye tottho gulo jene ashun