উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে নিরাপত্তা বাড়াতে নতুন পাসওয়ার্ড ব্যবস্থা আনছে মাইক্রোসফট। পাসওয়ার্ড হিসেবে প্রচলিত অক্ষর ছাড়াও টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেমে ছবি পাসওয়ার্ড ব্যবস্থা আনছে। খবর পিসিম্যাগ-এর।
মাইক্রোসফট-এর উইন্ডোজ এবং উইন্ডোজলাইভ ডিভিশন-এর প্রেসিডেন্ট স্টিভেনি সিনোফস্কি জানিয়েছেন, ‘উইন্ডোজ ৮ এ নিরাপত্তা ব্যবস্থায় টাচ এবং ছবি পাসওয়ার্ড যোগ হবে যা উইন্ডোজকে দ্রুত এবং নিরাপদ রাখবে।‘
টাচস্ক্রিন ডিভাইসে বিভিন্ন বৃত্ত এঁকে পাসওয়ার্ড দেয়া যাবে। এ জন্য কমপক্ষে ৩টি ভঙ্গির ছবিকে একটি বৃত্তের মত আকারে রেখে এ বৃত্তকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। ছবিগুলোকে বৃত্তের মধ্যে সঠিক অবস্থানে রাখলে কম্পিউটার চালু হবে।
মাইক্রোসফট-এর দাবী, নতুন পাসওয়ার্ড ব্যবস্থায় উইন্ডোজ চালু হতে কম সময় লাগবে। এ পাসওয়ার্ড অক্ষরভিত্তিক পাসওয়ার্ড থেকে বেশি শক্তিশালী এবং নিরাপদ। ছবির সংখ্যাবেশি ব্যবহার করে একে আরো শক্তিশালী করা যাবে বলেই মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে।
২০১২ সালে উইন্ডোজ ৮ বাজারে আসবে বলেই সিনোফস্কি জানিয়েছেন।
COLLECT FROM-
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
FACEBOOK E AMI-
http://www.facebook.com/nishachor123
আমি আমি পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারণ একজন মানুষ
এইযে আপনি মিস্টার @নীলাকাশ ভাই আপনি এভাবে লিঙ্ক দিয়ে স্প্যাম করতে চাইলে আপনাকে ব্যান করা হবে। তাই একটু সাবধান হয়ে যান!