উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডোজ ৮ ফেব্রুয়ারিতে বাজারে আসছে বলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। টেক জায়ান্ট মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ ঘিরে প্রযুক্তি বিশ্বে অনেকদিন ধরেই আলোচনা রয়েছে। কবে নাগাদ এ অপারেটিং সিস্টেম বাজারে আসবে সে বিষয়ে এবারই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলো মাইক্রোসফট।
ক্যালিফোর্নিয়ার বিল্ড ডেভেলপারস কনফারেন্সে উইন্ডোজ ৮ বাজারে আনার কথা জানিয়েছিলেন মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি। কম্পিউটার, ট্যাবলেট এবং ল্যাপটপ প্ল্যাটফর্মের জন্য তৈরি এ সংস্করণটি আগামী বছর বাজারে আসবে এমন ইঙ্গিত দিলেও কবে নাগাদ বাজারেআসবে সে বিষয়ে মুখ খোলেননি সিনোফস্কি।
উইন্ডোজ ৮ সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে বলেই মাইক্রোসফট দাবি করেছে। এ প্রসঙ্গে সিনোফস্কি জানিয়েছেন, ‘আমরা উইন্ডোজকে নতুন করে সাজিয়েছি। উইন্ডোজ ৯৫ সংস্করণের পর অপারেটিং সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে সবচেয়ে বেশি উইন্ডোজ গুরুত্ব এই সংস্করণেই দেয়াহয়েছে।’
স্টিভেন সিনোফস্কি জানিয়েছেন, ‘অন্যান্য সংস্করণে মাল্টিটাস্কিং সুবিধার কথা বলা হলেও উইন্ডোজ ৮-এ পাওয়া যাবে আসল মাল্টিটাস্কিং-এর মজা।’
কেবল ট্যাবলেট নয়, এ অপারেটিং সিস্টেম ডেস্কটপ এবং ল্যাপটপের জন্যও। উইন্ডোজ ৮ এ ব্যবহার করা হয়েছে হাইপার- ভি ভার্চুয়ালাইজেশন; যার ফলে উইন্ডোজ ৭ বা তার আগের সংস্করণের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোও এখানে কাজ করবে। এতে থাকবে একটি অ্যাপ্লিকেশনস্টোর, যেখান থেকে ব্যবহারকারীরা নানান অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। ক্লাউড কম্পিউটিংভিত্তিক এ অপারেটিং সিস্টেমে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির জন্য নানান টুলস দিয়ে দেয়া হয়েছে যা ইতোমধ্যেইডেভেলপারদের কাছে প্রশংসা পেয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ‘টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেমকে টক্কর দিতেই নতুন করে ভাবতে হয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষকে।’
নতুন অনেকগুলো ফিচার রয়েছে উইন্ডোজ৮-এ। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউজার ইন্টারফেস, টাচ, স্কাইড্রাইভ,অ্যাপস্টোর, এআরএম প্রসেসর, টাস্ক ম্যানেজারসহ বেশ কিছু নতুন ফিচার।
COLLECT FROM
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
আমি আমি পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারণ একজন মানুষ
VAI AITA CON WINDOWS 8.AMI TO AK TA USE KOIRA FALAI DILAM.JAI TA MAS KHANEK AGE BAIR HOISE.