আসছে ১৯শে ডিসেম্বর, সোমবার, ২০১১, বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় বাংলা ব্লগ দিবস। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আন্তরিক ভাবে আমন্ত্রিত।
ব্লগিং এর শক্তি ও সম্ভাবনাকে আরো নিবিড়ভাবে বিস্তৃতির জন্য বিগত দুই বছর যাবৎ বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বর বাংলা ব্লগিং এর জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ২০০৫ সালের এ মাসে বাংলা কমিউনিটি ব্লগের যাত্রা শুরু হয়। সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মত পালিত হয় বাংলা ব্লগ দিবস। বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্মের সাথে পরিচয়, ব্লগারদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও ব্লগের সাথে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দিতে দিবসটি ইতিমধ্যে ভূমিকা রাখতে শুরু করেছে।
আয়োজনটি সম্পূর্ণ উন্মুক্ত। প্রয়োজন নেই কোন নিবন্ধনের! অনুষ্ঠানে ব্লগাররাই সঞ্চালক, বক্তা এবং অতিথি। এছাড়া বাংলা ব্লগ দিবস অনলাইনের সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত।
অনলাইনে/অফলাইনে যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এই অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি প্ল্যাটফর্ম একটি নির্ধারিত সময় জুড়ে তাদের নিজ নিজ ব্লগের বৈশিষ্ট্য ও অর্জন উপস্থাপন করবে এবং ব্লগারদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেবে। বাংলা কমিউনিটির সাথে যুক্ত ১ লাখ ৫০ হাজারেরও বেশি ব্লগার। তাঁরা অনেক খবরকে ব্লগের মাধ্যমেই প্রথমে প্রকাশ করেছেন। সমাজের অনেক অন্ধকার দিক, অচেতন জায়গার কথা যা প্রথাগত মিডিয়া তুলে ধরতে দ্বিধা করেছে, তা কখনো নিরপেক্ষ বক্তা অথবা কখনো সিটিজেন জার্নালিজম এর চেতনায় ব্লগে প্রকাশিত হয়েছে। এই আয়োজনে সেসবের স্বীকৃতি থাকবে।
বাংলাদেশের সাইবার পরিসরে ব্লগের ভূমিকা অগ্রগণ্য। আমরা আশা করছি এই অনুষ্ঠান হয়ে উঠবে ব্লগার ও নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিদের একটি মিলন মেলা। যেখানে থাকবে অনলাইন তৎপরতা নিষিদ্ধসহ সকল বাক স্বাধীনতা ও গণজাগরণের নিশ্চয়তার কথা। এভাবেই পলিসি এবং সাইবার আইনের পরিকাঠামো নির্মাণে উভয় পক্ষের এই যোগাযোগ অর্থবহ হয়ে উঠবে।
আপনারা স্বর্তস্ফূর্ত ভাবে উপস্থিত হোন ৩য় বাংলা ব্লগ দিবসের এই অনুষ্ঠানে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি আসছি।