খবরটা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গিয়েছেন যে,ফেসবুক টাইমলাইন এখন সব ফেসবুক ইউজারদের জন্য উন্মুক্ত।
এতদিন এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত ছিল না।
এই ফিচারটি চালু করতে :
১) এই লিঙ্কে যান : http://www.facebook.com/about/timeline
২) তারপর ক্লিক করুন "Get Timeline" এ ।
ব্যস,হয়ে গেল । আপনি এটা স্থায়ীভাবে চালু না করেও ১ সপ্তাহ trial দিতে পারবেন। তবে চাইলে স্থায়িভাবেও চালু করে ফেলতে পারবেন "Publish Now" তে ক্লিক করে।
খুবই সাধারণ একটা টিউন,কিন্তু আমার প্রথম,তাই ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
আমি অনিক নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই সাধারণ পাবলিক,তবে প্রযুক্তিকে ভীষণ ভালবাসি,তাই প্রযুক্তির সুরে নিজেকে মাতিয়ে রাখতে চাই সারাক্ষণ।
thanx etai chaichilam