টেকটিউনস এর কাছে আবেদন ,যদি করে মূল্যায়ন প্লিজ সবাই একবার পড়ে দেখুন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।

আজকের বাংলাদেশে যত প্রযুক্তিগত আলোড়ন তুলেছে তার পিছনে টেকটিঊনসের অবদান অনেক। তাই আমাদের এই এগিয়ে চলা কে আর ও এগিয়ে নিতে যাই টেকটিঊনস এর কাছে রাখতে চাই কিছু অনুরোধ।আপনারা প্রযুক্তি কে ছড়িয়ে দেন সারা দেশে।

তাই সকলকে আমার তরফ থেকে একটি ছোট আবদার
প্লিজ আমার এই টিঊন টি পড়ুন একবার।

অনুরোধের আসরমালা

সকলকে পথিক রসুলের আগাম সালাম
আমার বক্তব্য শুরু করিলাম।

টেকটিঊনস এর কাছে আবেদন
যদি করে মূল্যায়ন

টেকটিঊনস  এর ভক্ত
আমার গায়ে কিন্তু টেকটিঊনস এর রক্ত

টেকটিঊনস আমাকে আলো দেখায়
আমার নতুন পথ চলায়

প্রযুক্তির সুরে মাতিয়েছে ভুবন
বেঁচে থাকুক সারা জীবন

আজ যত প্রতিভার দেখা মিলেছে
টেকটিঊনসের কিন্তু তাদের পথ দেখিয়েছে

প্রযুক্তি রাজ্যে টেকটিঊনস এর জুড়ি মেলা ভার
যেটাই করে টেকটিঊনস তার হয় জয় জয়কার

কত প্রতিভার কথা বলবো
কত জনের নাম গুনবো

নতুন যত আইডিয়া এসেছে
টেকটিঊনস তার সম্মান করেছে

কিন্তু যদি বলি টেকটিঊনসের সকল কর্মকান্ড ঢাকাকেন্দ্রিক
কি বলিবে এই মহান টেকতান্রিক ?

মিটআপ গেটাআপের যত কথা আসে
ঢাকা যেন সর্বাংশে জূড়ে বসে

সময় এসেছে নতুন কিছু ভাবনার
এটাই আমার টেকটিঊনস এর কাছে আবদার

প্রযুক্তির সুর ছড়িয়ে দাও নতুন কোন ঊল্লাসে
যেন সবাই মনে করে তারা যেন এক ভিনবাসে

সকলের কাছে আবেদন
সকল পাঠক,মডারেটর দৃষ্টি প্রয়োজন

তাই টেকটিঊনস এর কাছে আমার আকুল আবদার
চট্টগ্রামে মিটআপের আয়োজন করুন প্লিজ একবার

আমি থাকি এই শহরে
যতদিন থাকে প্রান এই দেহতে

চট্টগ্রাম আমার প্রিয় শহর
কিন্তূ প্রযুক্তিতে জ্যাম বহর

প্রযুক্তির এই জ্যাম সরাতে
মরবে অনেক প্রতিভা অনাহারে

গছের যেমন ছায়া দরকার
আমাদের ও আপনাদের সার্পোট দরকার

করে দেখুন আয়োজন আমাদের ই শহরে
সাড়া পড়বে এতো ব্যাপক ভুলেও ভাবতে পারবেন না কল্পনাতে

এখানে যারা আছেন চট্টগ্রামবাসী
যারা নিয়মিত এই ব্লগে আসি

যদি হন আমার সাথে সহমত
তাহলে জানান আপনার মতামত

যদি আমার কথায় কোন ভুল আসে
তাহলে মাফ করবেন অনায়াসে

প্রযুক্তি পাগল আমার মন
প্রযুক্তি নিয়ে কাটে সারাক্ষন

আন্তরিকতার খামে ভরে পাঠালাম এই চিঠি
প্লিজ দিয়েন সাড়া নয়তো রাগ করিবে এই মনবিথী

অনুরোধের আসরমালা করিলাম আমি পেশ
টেকটিঊনস নিয়ে গর্ব করে ভব্যিষৎ বাংলাদেশ

>পথিক রসুল<

একদিন কিছু উঠতি তরুন দেখিয়েছিলো তারা কিভাবে পাল্টাতে হয় এই জগৎটাকে

টেকটিঊনস মিট আপ ২০১১
tuner meetup

টপ টিঊনার কনক্লেভ
tuner conclave

টেকটিঊনস তার সকল পাঠক কে বন্ধু বলে ।তাই বন্ধু কে জানালাম আমাদের অনুরোধ দেখা যাক বন্ধু কি করে?
কি করে

Level 0

আমি পথিক রসুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম পথিক রসুল আমার নিজের ছোট ওয়েব রাজ্যে করি রুল।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পথিক ভাই, আপনার সাথে আমি একমত। আমরা যারা Techtune আর প্রযুক্তির ভক্ত তারা সবার জন্য অনেক ভাল হবে,
আমিও বলছি Please , techtune কে শুধু ঢাকা তে আটকে না রেখে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। তাতে আমারা প্রযুক্তিতে আরও এগিয়ে যাব

    Level 0

    @ssshabuj: সহমত। টেকটিউনারের অনেক সদস্য আছেন ঢাকার বাহিরে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে। যদি আমরা সচেতন হই টেকটিউনকে নিজের অন্তরের মধ্যে বিশেষ স্থানে রাখি তবে ব্যক্তি পর্যায়ে মিটআপ করে টেকটিউনকে সমৃদ্ধ করতে পারি। টেকটিউন আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা কী পারিনা কিছু দিতে?

    @ssshabuj: জি ভাই আপনি ঠিক বলেছেন।

thanks brother

বাহ !!! বাহ…… !!! চমৎকার একটা কবিতা লিখছেন।আবার একদম বাস্তব কথা। সুপার লাইক…

swordfish ভাই যেমন উদ্যোগ নিয়েছেন, আপনিও তেমন উদ্যোগ নিন। আশা করি সফল হবেন। শুভ কামনা রইল

আর হ্যাঁ, কবিতাটা দারুন হয়েছে 😀

সবাইকে নিমন্ত্রন আগে থেকে জানিয়ে রাখলাম আমাদের মীট আপের জন্য। ধন্যবাদ তন্ময় ভাইকে।

    @পথিক: প্রথিক ভাই আমাদের একটু সময় দেন । যাতে আমরা চট্রগ্রামে মিট আপ করতে পারি

Level 0

অসাধারণ একটি কবিতা। আর আপনার চিন্তা ভাবনার সাথে সহমত। যদি কখনত্ত প্রয়োজন মনে হয় ডাকবেন ঢাকার বাহিরে যেতে রাজি আছি টেকটিউনের জন্য। টেকটিউন আমাকে যা দিয়েছে তার প্রতিদান দেত্তয়া আমার পক্ষে কখনই সম্ভব নয়।

অগ্রিম নিমন্ত্রন।

Level 0

@রায়হান: রায়হান ভাই আমি যতটুকু জানি টেকটিউনের এডমিন অনেক ব্যস্ত মানুষ। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে মিটআপ করি নিজ নিজ জেলায় বা নির্বাচিত স্থানে পরে অফিসিয়াল মিটআপে আমাদের না বলা কথা গুলো আমরা বলতে পারবো সংশ্লিষ্টদের। ঢাকায় মিটআপ ২৩ ডিসেম্বর। এরপর চট্টগ্রামেত্ত হতে পারে। টপটিউনার যারা আছেন তারা চেষ্টা করলে মিটআপে যেতে পারেন ঢাকার বাহিরে।

দারুন কবিতা লিখেছেন ভাইজান 🙂
দেখা যাক কি করা যায়

পথিক ভাই, আপনার সাথে আমি একমত।
আমাদের সকলে প্রনের দাবি চট্রগ্রামে মিট আপ করা চাই চাই চাই।

আমরা ঢাকার তুলনায় অনেক পিছিয়ে , আর পিছিয়ে থাতে চাই না ।

    Level 0

    @Abdul Mannan Asif: সময় তারিখ ঠিক করেন আসার চেষ্টা করবো চট্টগ্রামে। 🙂 ঢাকা — চট্টগ্রাম— > টেকটিউনমিটআপ

Level 0

যে কামনা আমরা অনেকে মনে এনেছি তা সবার সামনে আনার জন্য আপনাকে কি বলে ধ্ননবাদ দিবু জানিনা।

সাইফুল ইসলাম->দেখা যাক কি করা যায়
আমার মতে দেখা যদি করতে হয় তাহলে আপনাদের চট্টগ্রামে আসতে হবেই।প্লিজ আপনারা আসুন যদি আমরা টেকটিউনস কে বন্ধু ভাবতে পারি তাহলে টেকটিঊনস কেন আমাদের আবদার রাখতে পারবে না।

আমরা চট্টগ্রাম কে নিয়ে ভাবি তা কিন্তু নয় সারা দেশকে নিয়ে কল্পনা করি আমাদের দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে ,
কিন্তু এর জন্য প্রয়োজন সরকারি নীতিমালা , সাহায্য . এটা ছাড়া কোনদিন সপ্ন বাস্তবায়ন হবে না , মুখে ডিজিটাল বাংলাদেশ বল্লেই তা হয়ে যাবে না এর জন্য আমাদের সংগঠিত হয়ে আমাদের অসুবিধা গুলো সরকার ও নীতি নির্ধারকদের কাছে তুলে ধরা প্রয়োজন আমি মনে করি ।

আর একটা কথা আমি চট্টগ্রামে থাকি বলে আমি চট্টগ্রামকে এগিয়ে নিতে চাই।আর যে কোন জেলা যদি এই একই দাবি জানাই সবাই সাথে আমি ও তাদের সাথে একমত থাকব।

আমি ও টেকটিঊনস এর কাসে জোর আবদার জানাচ্ছি। আমদের চট্টগ্রাম এ একটি মিটআপ করতে হবে………।যে করেই হক আপনাদের আমাদের চট্টগ্রাম এ আসতে হবে। আমাদের কেউ প্রযুক্তির সুরে ভাসাতে হবে।

    @রুপক: টেকটিউনস আমাদের কথা শুনবে কিনা ? রাখবে কিনা ?

শুধু ঢাকা কেন্দ্রিক প্রযুক্তি কখনও আমাদের পুরো দেশকে প্রযুক্তিতে সমৃদ্ধ করতে পারবে না। প্রযুক্তির যে সুর টেকটিউনস তুলেছে সেই সুর সারা দেশে ছড়িয়ে দেয়া উচিত। চট্টগ্রামে আইটিতে যে আলোড়ন শুরু হয়েছে টেকটিউনস এর সেই আলোড়নের সর্বাগ্রে থাকা।

যে পথ চলে সে পথিক, আর যে পথ দেখায় সে দিশারী। আশা করি পথিক আপনি দিশারী হয়ে উঠবেন।
ধন্যবাদ।

অনেকটা রাগ করেই টিটি-কে ছেড়েছিলাম ১৬/১০/২১০ এ! কাঠায় কাঠায় পুরো ১৬ মাস পরে গতকাল(১৫/১২/২০১১) আবারো শুরু করেছি! আপনার এই টিউনটি এডমিন প্যানেল নজর দিবেন এমনটাই আশা করছি! কারনঃ

কিন্তু যদি বলি টেকটিঊনসের সকল কর্মকান্ড ঢাকাকেন্দ্রিক
কি বলিবে এই মহান টেকতান্রিক ?

মিটআপ গেটাআপের যত কথা আসে
ঢাকা যেন সর্বাংশে জূড়ে বসে।

প্রযুক্তি হোক উম্মুক্ত! 🙂

Level 0

পথিক ভাই, আপনার সাথে ১০০% এক মত আমরা প্রবাসীরা ও আমাদের বৃহত্তর চট্টগ্রামে মিট আপ করা চাই।

কবির ভাষায় মনের কথা অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। সাথে আছি এবং থাকব। ধন্যবাদ।

আমি চট্টগ্রামে থাকি এবং আমি চাই ঢাকার মত এখানেও মিটআপ হোক.

@আসিফ ভাই জানি না টেকটিঊনস আমদের দাকে সাড়া দিবে কি দেবে না। তবে আমি আশা রাখি যে টেকটিঊনস পরিবার নিশ্চই আমাদের নিরাশ করবে না ।আমাদের খালি হাতে ফিরাবে না।

    @রুপক: আমার আপনার চট্রগ্রামে আইটি প্রেমিকদের কামনা টেকটিঊনস পরিবার আমাদের নিরাশ করবে না , খালি হাতে ফিরাবে না।

টেকটিউনস তুমি কি শুনছো
এই পাঠক গুলো কি বলছে দেখছো
তুমি এখন ও রবে নিরবে
কখন ফিরিবে সরবে

বাহ কবিতা সুন্দর হয়েছে!
অবশ্যই টেকটিউনস আপনাদের সাপোর্ট দিবে। তবে আপনারা নিজেরা ভাল মতো যোগাযোগ করে একটা মিট আপ করে ফেলেন। দেখিয়ে দিন ঢাকার বাইরেও সফল মিট আপ হতে পারে। 🙂

আমি জানি টেকটিউনস শুনবে আমাদের কথা । সেইত আমাদের পথ দেখিয়েছে প্রযুক্তির । আর এখন নিশ্চয় এত গুলু প্রযুক্তি পাগল কে নিরাশ করবে না । ধন্যবাদ পথিক ভাইকে এত সুন্দর করে আমাদের সবার কথাগুলু আমাদের পক্ষ থেকে বলেছেন এই কারনে । তবে যা লিখছেন একখান জটিল হয়সে । আমি আপনারে “প্রযুক্তি কবি” বললাম ।

অনেক ধন্যবাদ আপনাদের আগ্রহ আর উদ্দিপনার জন্য। দেশে বিভিন্ন বিভাগ ভিত্তিক মিট-আপ আর প্রবাসেও বেশ কিছু মিট আয়োজনের পরিকল্পনা টেকটিউনসের রয়েছে। এবং এ সমস্ত মিটআপ সুষ্ঠু আর কেন্দ্রিয়করণ করার পরিকল্পনাও রয়েছে। তবে অফিসিয়ালি মিটআপ আয়োজন করা এই মুহূর্তে টেকটিউনসের অনুকূলে নয়। তবে আন-অফিসিয়াল মিটআপের আয়োজন ব্যক্তিগত উদ্যাগে করা যেতে পারে। এর মধ্যে বেশ কিছু আন-অফিসিয়াল মিটআপ বেশ সফলতার সাথে সম্পন্ন হয়েছে। সকলের মতামতে নির্দিষ্ট দিন, সুলভ স্থান নির্ধারণ করে ফেসবুকে ইভেন্ট তৈরি করে টেকটিউনসে টিউনের মাধ্যমে প্রচারণা করে টিউজারদের সমেবেত করে আন-অফিসায়াল মিটআপের আয়োজন করা যেতে পারে। এ ক্ষেত্রে টেকটিউনস থেকে সাহায্য সহযোগিতা করা হবে।

আন-অফিশিয়াল মিট আপ এ টেকটিউনস অথোরিটির উপস্থিতি মূখ্য হবে না বরং টেকটিউনস কমিউনিটির স্বতুস্ফুর্ত অংশগ্রহণই মূখ হবে। তবে আন-আফিসিয়াল মিটআপের উদ্যাগতা যারাই হবেন তাঁরা অবশ্যই খেয়াল রাখবেন যেন মিটআপ সুষ্ঠু সমন্বয়, বিশৃঙ্খলা মুক্ত এবং অপ্রিতিকর ঘটনা বর্জিত হয়।

ধন্যবাদ সবাইকে।

    টেকটিউনস কে আমাদের পটুয়াখালীতে স্বাগতম।

Level 0

অসাধারণ আকুল আবেদন,
প্রতিটি বাক্য করি সমর্থন l
আশা করি টেকটিঊনস অচিরে
করবেন আমাদের দাবি পূরণ ll
“কবিতার ছন্দে পথিক ভাইয়ের কথা গুলার ১০০% যথার্থতা দাবি করছি…যাহা টেকটিঊনসের সুনজরে না এসে পারেনা…

Level 0

ভাই পথিক রসুল সবার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার মনের কথা জানানোর জন্য। আমাদের আন্তরিক আবদার টেকটিউনস চট্টগ্রামে অফিসিয়ালি অন্তত একটা মিট-আপ এর আয়োজন করবে। আর মিট-আপ সফল করার জন্য যত রকম সাহায্য-সহযোগিতা দরকার আমরা চট্টগ্রামের টেকটিউনস প্রেমীরা করব। প্লীজ একটা বার সাড়া দিন…।।

কবিতা সুন্দর হয়েছে।অফসিয়ালী মিটআপ এ হয়তো এখনো কিছু সীমাবদ্ধতা আছে তবে আনঅফিসিয়াল মিটআপ করা যেতে পারে মাহবুব ভাই যেটার উদ্যোগ নিলেন।আয়োজনের উদ্যোক্তা হিসেবে সাব্বির ভাই এবং আপনি শুরু করতে পারেন।আমি ভাই ভাল উদ্যোক্তা নই নাহলে এক চেষ্টা করতাম।ইভেন্ট করে মেহেদী ভাইকে জানান ,উনি এই ব্যাপারে ভাল পরামর্শ দিতে পারবেন।আর সাথে তো আমরা আছিই।

Officealy na hok unofficealy hola o top tuner dar asa korsi

    Level 0

    @সাব্বির আলম: সাব্বির ভাই আমি আসবো যদি পরীক্ষা না থাকে। 😉 আর থাকমু কৈ? এই সুযোগে সারা বাংলাদেশের সকল টিউনারের সাথে পরিচয় হবে 🙂

আমি আছি আপানাদের সাথে।

Lets…………DO IT…………
kub valo hoyacha apnar lekha……..

Level 0

এতু মানুসের আবেদন যদি টেকটিউনস না শুনে তাহলে ধরে নিবো তারা চাই না আমরাও প্রযুক্তির সুরে গান করি।

Level 0

আমিও সহমত। চট্টগ্রামে টেকটিউনসের মিটআপ হোক। প্রথমে ঢাকা তারপর চট্টগ্রাম এই ভাবেই প্রযুক্তির ধারা সারা দেশে ছড়িয়ে যাবে। প্রযুক্তির আলোয় অন্ধকার দূরীভূত হোক। ………………………….

পথিক ভাইকে ধন্যবাদ চট্টরগ্রাম বাসীর মনের কথাটা টেক টিউন এর কাছে তুলে ধরার জন্য ।টেক টিউনকে ধন্যবাদ সেই ডাকে সাড়া দেওয়ার জন্য।প্রথম আন অফিসিয়াল মিট আপ আমরা পথিক ভাই,সাব্বির,সিন্দাবাদ ও আরও অনেকের সহযোগিতায় খুব সুন্দরভাবে আয়োজন ও সমাপ্তি করতে পেরেছি।তবে টেক টিউনের ব্যানারে যদি আমরা আয়োজন করতে পারি তাহলে চট্টগ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকা টিউনাররা এক জায়গায় অবশ্যই হবে এবং তা পুরো শহরে আলোড়ন সৃষ্টি করবে এটা আমার বিশ্বাস ।

Level 0

চট্টগ্রামবাসী প্রস্তুত থাকুন 😉 ঢাকার আন-অফিসিয়াল মিটআপ ২৩ তারিখে সমাপ্ত হত্তয়ার পর পরবর্তী মিটআপ যেন চট্টগ্রামে হয়। আর সর্বোচ্চ চেষ্টা করবো চট্টগ্রামের মিটআপে অংশ নেত্তয়ার। একটু সময় নিয়ে তারিখ স্থান নির্বাচন করুন যাতে করে চট্টগ্রামের প্রতিটি টিউনার অংশগ্রহণ করতে পারেন। সফল হোক মিটআপ চট্টগ্রাম 🙂

Level 0

ভাই আমি মনে করি আমাদের চেস্টাই হয়ত মিটআপ সম্ভব, আপনি যদি উদ্দোক নেন তাইলে নিসচই সফল হবে, এগিয়ে যান পথিক রাসুল ভাই, আমরা সঙ্গে আছি , ছিলাম, থাকব।

সকলে এতো সুন্দর ভাবে ব্যক্ত করেছেন নিজ নিজ আশা
তাই হারিয়েছি আমি ধন্যবাদের ভাষা।

সবার প্রথমে —-
টেকটিউনস কে ধন্যবাদ
প্রযুক্তির উন্নয়নে বাড়িয়েছে হাত।
তবে আরকেটি কথা————আশা করি
তারার ই আসর বসবে চট্টগ্রামের মিটআপে
যারা ই আসুক চট্টগ্রামে তাদের স্বাগত জানাবে।

Level 0

sticky kora hok

আমিও চট্টলার বাসিন্দা। মিট আপ এখানোও হোক আমি তাই চাই. .. … 🙂

অসাধারন টিউন। পথিক ভাইয়ের সাথে আমি সহমত…

Level 0

hhhhhhhhhmmmmmmmmmm………………i think ata kora uchit……………pothik vai….apni ayojon koren amra shathe achi……..

অনেক ভাল লাগল সব কিছু পড়ে…ধন্যবাদ সবাইকে।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার http://www.facebook.com/groups/pchelpcenter/

আপনার কথা যথেষ্ট যুক্তিযুক্ত… টেকটিউনস থেকে উপরে কমেন্টে কি করা উচিত বা কি করতে পারেন সেটা বলা হয়েছে… আনফিশিয়ালি একটা মিট-আপের আয়োজন করতে পারেন আপনারা… শুভকামনা রইলো…

Level 0

সবাই বলছে করা উচিৎ
———-যেই করুক যারাই করুক তবে যেন করে।
——————-এবং Recently.
————————–সবাইকে ধন্যবাদ ।

।।হতেই হবে,,,নাহই আমরা আন্দোলন করব!! অনশন আন্দোলন্।।।

নাহ এটা করব নাহ্!! মিট আপ না হলে আমরা চট্টগ্রামবাশী রা খুব কস্ট পাব?? আন্দোলনের চেয়ে এটাই কি বেশী না??

আশা করি টেকটিউন্স আমাদের কস্ট দিবে নাহ্।।!!

আমিও চট্টলার বাসিন্দা। মিট আপ এখানোও হোক আমি তাই চাই. ..

Level 0

হতেই হবে।।

Level 0

ভাল লেগেছে ।