আজকের বাংলাদেশে যত প্রযুক্তিগত আলোড়ন তুলেছে তার পিছনে টেকটিঊনসের অবদান অনেক। তাই আমাদের এই এগিয়ে চলা কে আর ও এগিয়ে নিতে যাই টেকটিঊনস এর কাছে রাখতে চাই কিছু অনুরোধ।আপনারা প্রযুক্তি কে ছড়িয়ে দেন সারা দেশে।
তাই সকলকে আমার তরফ থেকে একটি ছোট আবদার
প্লিজ আমার এই টিঊন টি পড়ুন একবার।
সকলকে পথিক রসুলের আগাম সালাম
আমার বক্তব্য শুরু করিলাম।
টেকটিঊনস এর কাছে আবেদন
যদি করে মূল্যায়ন
টেকটিঊনস এর ভক্ত
আমার গায়ে কিন্তু টেকটিঊনস এর রক্ত
টেকটিঊনস আমাকে আলো দেখায়
আমার নতুন পথ চলায়
প্রযুক্তির সুরে মাতিয়েছে ভুবন
বেঁচে থাকুক সারা জীবন
আজ যত প্রতিভার দেখা মিলেছে
টেকটিঊনসের কিন্তু তাদের পথ দেখিয়েছে
প্রযুক্তি রাজ্যে টেকটিঊনস এর জুড়ি মেলা ভার
যেটাই করে টেকটিঊনস তার হয় জয় জয়কার
কত প্রতিভার কথা বলবো
কত জনের নাম গুনবো
নতুন যত আইডিয়া এসেছে
টেকটিঊনস তার সম্মান করেছে
কিন্তু যদি বলি টেকটিঊনসের সকল কর্মকান্ড ঢাকাকেন্দ্রিক
কি বলিবে এই মহান টেকতান্রিক ?
মিটআপ গেটাআপের যত কথা আসে
ঢাকা যেন সর্বাংশে জূড়ে বসে
সময় এসেছে নতুন কিছু ভাবনার
এটাই আমার টেকটিঊনস এর কাছে আবদার
প্রযুক্তির সুর ছড়িয়ে দাও নতুন কোন ঊল্লাসে
যেন সবাই মনে করে তারা যেন এক ভিনবাসে
সকলের কাছে আবেদন
সকল পাঠক,মডারেটর দৃষ্টি প্রয়োজন
তাই টেকটিঊনস এর কাছে আমার আকুল আবদার
চট্টগ্রামে মিটআপের আয়োজন করুন প্লিজ একবার
আমি থাকি এই শহরে
যতদিন থাকে প্রান এই দেহতে
চট্টগ্রাম আমার প্রিয় শহর
কিন্তূ প্রযুক্তিতে জ্যাম বহর
প্রযুক্তির এই জ্যাম সরাতে
মরবে অনেক প্রতিভা অনাহারে
গছের যেমন ছায়া দরকার
আমাদের ও আপনাদের সার্পোট দরকার
করে দেখুন আয়োজন আমাদের ই শহরে
সাড়া পড়বে এতো ব্যাপক ভুলেও ভাবতে পারবেন না কল্পনাতে
এখানে যারা আছেন চট্টগ্রামবাসী
যারা নিয়মিত এই ব্লগে আসি
যদি হন আমার সাথে সহমত
তাহলে জানান আপনার মতামত
যদি আমার কথায় কোন ভুল আসে
তাহলে মাফ করবেন অনায়াসে
প্রযুক্তি পাগল আমার মন
প্রযুক্তি নিয়ে কাটে সারাক্ষন
আন্তরিকতার খামে ভরে পাঠালাম এই চিঠি
প্লিজ দিয়েন সাড়া নয়তো রাগ করিবে এই মনবিথী
অনুরোধের আসরমালা করিলাম আমি পেশ
টেকটিঊনস নিয়ে গর্ব করে ভব্যিষৎ বাংলাদেশ
>পথিক রসুল<
টেকটিঊনস মিট আপ ২০১১
টপ টিঊনার কনক্লেভ
টেকটিঊনস তার সকল পাঠক কে বন্ধু বলে ।তাই বন্ধু কে জানালাম আমাদের অনুরোধ দেখা যাক বন্ধু কি করে?
আমি পথিক রসুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম পথিক রসুল আমার নিজের ছোট ওয়েব রাজ্যে করি রুল।
পথিক ভাই, আপনার সাথে আমি একমত। আমরা যারা Techtune আর প্রযুক্তির ভক্ত তারা সবার জন্য অনেক ভাল হবে,
আমিও বলছি Please , techtune কে শুধু ঢাকা তে আটকে না রেখে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। তাতে আমারা প্রযুক্তিতে আরও এগিয়ে যাব