UFO সকলের কাছেই আজও এক রহস্য

টিউন বিভাগ খবর
প্রকাশিত

UFO সম্পর্কে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না । অনেকেই বিশ্বাস করে করে UFO এর কথা আবার অনেকেই অবিশ্বাস । কিন্তু আজ পর্যন্ত যতগুলো ঘটনা UFO সম্পর্কে পাওয়া যায় তাকে করে াবিশ্বাসের কোন কারন নেই । কিন্তু বিশ্বাস অবিশ্বাস সেটা প্রত্যেকেরই নিজস্ব ব্যাপার ।

UFO কি :

UFO একটি উড়ন্ত যন্ত্র যার মাধ্যমে অন্য গ্রহের প্রানি বা মানুষের মত অবিকল কোন প্রানিকে পৃথিবীতে পাঠানো হয় তাদের গ্রহ থেকে । কিন্তু যতগুলো UFO এর সম্পর্কে ঘটনা পাওয়া গেছে তাতে বিকৃত কোন অজানা প্রানী পাওয়া গেছে । এদেরকে বলা হয় রসওযেল । UFO নিয়ে মেক্সিকোতে একটি মিউজিয়ামও আছে যেখানে অনেক পর্যটক আসেন UFO সম্পর্কে জানতে এবং অন্যগ্রহের প্রানীদের দেখতে । আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটা ক্লিয়ার হতে পারবেন ।

UFO সবচেয়ে বেশী দেখা গেছে নাকি আমেরিকার ৫১ নম্বর এরিয়ায় । তাই অনেকেই বলে থাকে আমেরিকার সাথে নাকি ওদের সূত্র আছে । স্যাটেলাইটেও অনেকবার UFO ধরা পরেছে । কিন্তু এর স্পিড আলোর গতি থেকেও অনেক গুন বেশী ।

sd

sdd
মেক্সিকোর মিউজিয়ামে রসওয়েল ।

d

d

sa

s

আমি নিজেও এই সম্পর্কে বেশী কিছু জানি না যতটুকু জানতে পেরেছি সেটা say-sakil ভাইয়ের কাছ থেকে । আপনারা অনেকে তাকে খারাপ ভাবেন কিন্তু আসলে তার সাথে চ্যাট করলে আপনি বুঝবেন তিনি কত ভাল । তিনি নিজেও শাকিল , টিনটিন এবং হাসান ভাইয়ের একজন ভক্ত । আমিও কেননা তাদের টিবুনগুলো খুব সুন্দর হয় এবং তারা খুব সুন্দর করে গুছিয়ে টিউন করে যা আমার মত অনেকেই পারে না । তাই আমির একটা রিকোয়েস্ট হল কিছুদিন পরেই টেকটিউনস সম্মেলন সেখানে সবাই যেন প্রান খুলে হাসতে পারি কারও মনে যেন কোন কষ্ট না থাকে এবং রাগ । ব্লগে এটু আকটু ঝগড়া হবেই তাই বলে রাগ করলে হবে না কেননা আমরা এখানে একটি পরিবারের মত । say-sakil ভাইয়ের উপরে অনেকেরই রাগ বা অভিমান আছে আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে সম্মেলনের দিন যেন সবাই হাসি খুশী থাকি । আর শাকিল ভাই আপনি এবং টিনটিন ভাই যদি হাসান ভাইকেে অনুরোধ করেন তাহলে মনে হয় তার রাগ ভেঙ্গে যাবে তিনি আবার টেকটিউনসে ফিরে আসবেন । সেই টিউনটিতে আপনাদের দুজনের কারই দোষ ছিল না কেননা মাঝখানে আপনারা শান্ত ছিলেন । কিন্তু পরে অনেকেরই খারাপ মন্তব্য পরেছিল । যাই হোক আমি আপনাদের অনেক ছোট হবে তাই ছোট ভাই হিসেবে বলছি say-sakil ভাই কে আপনারা ক্ষমা করে দিন এবং হাসান ভাইকে ফিরিয়ে এনে টেকটিউনসের সম্মেলনটা পরিপূর্ন করুন । দয়াকরে আমার এই কথাগুলো পজেটিভ নিবেন । কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কমেন্টস করতে লগইন করলাম। আমাদের জানার সিমান খুবই ছোট। অনেকে বলে-মানুষের কত বুদ্ধি। আমি বলি- আমরা অনেক কিছুই দেখি না। জানি না। অনেক কিছু আছে জানতেও পারবো না কোন দিন। অন্ধ যেমন আলো দেথে না, তেমনি আল্লাহ আমাদের সীমিত জ্ঞান দিয়েছেন।

ধন্যবাদ,টিউনের জন্য,সে.সাকিল কয়েকদিন ধরে বেপারটা জানতে চাইছিল, ভাল করেছেন। আপনার শেষের কথাগুলো ভাল লাগলো। ইন্টারে পড়ার সময় প্রথম দিকে এক সহপাঠিনীর সাথে ঝগড়া হলো, তারপর ও,ই সেরা বন্ধুতে পরিনত হলো।

see also
http://www.youtube.com/watch?v=WlLN_Jcg1pc

    টিউটো ভঅই আমিও আপনার সাথে একমত । কারন আমর সব বন্ধুর সাথে বা আমার যত প্রিয় টিচার আছে তাদের সাথে আমার ঝগড়া দিয়েই গভীর পরিচয় হয়েছে ।

আমি কিন্তু এখনও হাসান ভাইকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি ।সত্যিকার অর্থে হাসান ভাই নি:স্বার্থ একজন লোক।এমন মানুষ আমি আমার জীবনে খূবই খুবই কম পেয়েছি।আর সবাই ভাল থাকবেন ।আর লোটাস আপনার কথা ভাল লাগলো।কারো ক্ষতি করে বা কাউকে নিচু দেখিয়ে জীবনে বড় হওয়া যায়না।ভাল লাগে যখন মানুষ সমঝোতা করে বুকের সাথে বুক মিলায়।

    টিউনটা অনেক পড়ে পড়লাম। হাসান ভাই সম্পর্কে বাড়িয়ে বলব না। ওনি একজন উচুঁ মনের অমায়িক মনের একজন মানুষ, জাকারিয়া চৌধুরী, জিন্নাত উল হাসান ভাই এর মতো উদার মনের মানসিকতা সম্পন্ন মানুষ টেকনোলজি সেক্টরে খুব প্রয়োজন।

Level New

লোটাস ভাই, U.F.O নিয়ে টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ…….টেক টিউনে কিছু ভুল বুঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে দু:খিত এবং ক্ষমাপ্রার্থী…….আমি টেক টিউন এর সবাইকে খুব ভালবাসি এবং সম্মান করি……সেই সাথে আমি শাকিল আরেফিন ভাইয়ের কাছে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী, যেহেতু তার সাথে আমার ভুলবুঝাবুঝি হয়েছিল……যাইহোক, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, হাসান ভাই যেন আমাদের সবার মাঝে এই টেকটিউনসে ফিরে আসেন…….আসুন আমরা সবাই মিলে মিশে থাকি আর সুসর্ম্পক বজায় রাখি……..সবাই ভাল থাকবেন….আল্লাহ হাফেয।

    আপনাদের এইসব কথা শুনলেতো ভাল লাগে ।

Level 3

টেকটিউনস সম্মেলন কবে হবে? আমাকে জানাবেন।

    sujon44 ভাই আপনারা নজর রাখলেই তো জানতে পারবেন টেকটিউনস সম্মেলন কবে হবে । এজন্য প্রশ্ন করার দরকার নেই ।

আমার কখনোই কারো ওপর কোন রাগ ছিল না তাই ক্ষমার প্রশ্ন আসে না। তবে ওনারা একেক জন বিভিন্ন সময় বিভিন্ন ব্লগে আমার নামে কূৎসা রটিয়েছেন আমি শুধু তার প্রতিবাদ করেছি মাত্র তাই ওনারা যদি ঠিক হয়ে যান তাহলেই সব ঠিক।

    শাকিল ভাই উধারতার পরিচয় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

    শাকিল ভাই সচিত্র প্রতিবেদনের মাধ্যমে যদি একটা টিউন করেন কিভাবে এডসেন্স একাউন্ট খুলব এবং ওয়েবসাইটে এড যোগ করব তাহলে আমার পাশাপাশি অনেকে সহজেই এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে পারবে । যদি টিউনটা করেন তাহলে আমি খুব উপকৃত হতাম । এবং এডসেন্স সম্পর্কে ধারনা নেবার পরপরই একটি ওয়েব সাইট তৈরি করতাম ।

    লোটাস ভাই আসলে এডসেন্স একাউন্ট খোলা বা তার ব্যাবহার আসলে এতটাই সহজ এবং বেশীরভাগ লোক এটা জানায় এটা নিয়ে লিখলে অনেক সমালোচনার মধ্যে পড়তে হবে এ জন্য আমি কখনোই ওটা নিয়ে টিউন করি নাই।

    তবে এমাসের কম্পিউটার বিচিত্রা ম্যাগাজিনে এর উপর একটা সচিত্র প্রতিবেদন আছে একদম শুরু থেকে শেষ আপনি এটা সংগ্রহ করলে সব পাবেন। আর সামহোয়্যার ইন এ ব্যাপারে অনেক তথ্য আছে। আর আমার কাছে কিছু নোট আছে মেইল করলে তার রিপ্লাইতে পাঠিয়ে দেব।

    শাকিল ভাই সত্যি কথা বলতে কি আমি আজ পর্যন্ত এডসেন্স নিয়ে ঘাটাঘাটি করি নাই যার কারনে আমার কাছে কঠিন মনে হচ্ছে । আপনি নোটগুলো আমার মেইলে পাঠালে খুব উপকৃত হব [email protected] আর যদি সামহোয়ারইন ব্লগের যদি লিংকগুলো দিয়ে দেন খুব ভাল হত ।

    Level New

    shakil arefin vai, ami jani apnake niye kothay ki bolsi ba likhsi ?…..tobe seshob er jonno ami antorik vabe dukhito r anutopto bote…….ashun sob vule ….sobay ekstahe mile mishe thaki r valo valo tune upohar dey r susomporko bojay rakhi………er beshi r ki bolbo ?????

    @Sey_Shakil আপনি যখন জানেন কোথায় আমার নামে কি বলেছেন আর কি লিখেছেন আর সত্যিই যদি আপনি সেসব ভুলে যেতে চান আর তার জন্য অনুতপ্ত হন তাহলে সেই সব লেখা বা বাজে মিথ্যা কমেন্ট মুছে দিয়ে প্রমান করুন আপনি সত্যিই সব ভুলে যেতে চান আর তার জন্য অনুতপ্ত। ধন্যবাদ আশা করি আপনি প্রমান করবেন যে আপনি সুসম্পর্ক বজায় রাখতে চান।

ধন্যবাদ লোটাস ভাই।আমি UFO সর্ম্পকে পূর্বে অবগত ছিলাম না।আজকে জানতে পারলাম।তবে জানার পর কেমন যেন একটা অতৃপ্তি এবং জানার আকাঙ্খা আরো বেড়ে গেল…

খুবই ভাল একটি লেখা ধন্যবাদ…………… চালিয়ে যান।

Lotas vai, note gulo ki adsense ar. jodi adsense ar hoy tobe share korben please.e-mail: [email protected]

    ঠিক আছে ভাই শাকিল ভাই আমাকে দিলে আমি আপনাকে পাঠিয়ে দিব ।

lotas vaia apnake jodi sakil vaia note pathai tahole amaleo pathaben.i am very interesting adsense.my address is[ [email protected]]

    dip mazumder ভাই আমার মনে হয় শাকিল ভাই আমার জন্য যতটুকু করবে আপনার জন্যও ততটুকুই করবে তাই যেহেতু আমাকে তিটি নোটগুলো দিবেন সেহেতু তার কাছে আপনি ও চাইলে পাবেন। কেননা আমার যতটুকু মনে হয় আপনি সরাসরি তার কাছে যে কোন সাহায্য চাবেন আমার মনে হয় না শাকিল ভাই আপনাকে ফিরিয়ে দিবেন ।

উপরের ছবিগুলো পৃথিবীর বাইরের কিছু নয়। আমি ঢাকার রাস্তায় এমন এক ভিক্ষুক দেখেছি যার ছবিটা সাইজমতো তুলে নেটে দিলে সবাই বলবে ইনি এলিয়েনদের নেতা গোছের কেউ একজন। দেশে পযর্টকও বাড়তে পারে। দেখেন কেউ চেষ্টা করে যদি……………….

    কামরুল ইসলাম রুবেল ভাই আমার মনে হয় আপনার এটা নিয়ে অনেক গবেষনা করা দরকার ।

Level 0

আমি ঠিক বুঝতে পরলাম না টিউনটি কি UFO নিয়ে নাকি say-sakil কে নিয়ে করা? যাই হওক, এখানে কিছু এডিট এর প্রয়োজন আছে।

১। UFO নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু কোথাও লেখা নেই যে, ভীন গ্রহ হতে UFOতে করে মানুষের মত অবিকল কোন প্রানিকে পৃথিবিতে পাঠানো হয়। আমরা ভীন গ্রহের প্রানী বলতে কিম্ভুতকিমাকার প্রনীকেই বুঝি।

২। ভীন গ্রহ হতে আসা প্রানীদেরকে রসওয়েল বলা হয় না। এদেরকে বলা হয় alian, প্রকৃতপক্ষে রসওয়েল একটি জায়গার নাম যা আমেরিকার নিউ মেক্সিকোতে আবস্থিত। ১৯৭৪ সালের ৮ জুলাই রসওয়েল এ একটি UFO ক্র্যাশ করে এবং ঘটনা স্থল হতে কিছু ডেড বডি পাওয়া যায়, যা কিনা পৃথিবীর কোন প্রনীর মত দেখতে নয়। ধারনা করা হয় এরা ভীন গ্রহের প্রানী ছিল এবং এই দেহাবসেস গুলো আমেরিকার এরিয়া ৫১ নামক আমেরিকান এয়ার ফোরস এর একটি গোপন ঘাঁটিতে গবেষণার জন্য রাখা হয়। এই ঘটনাকে বলা হয় Roswell UFO Incident. তবে অধিকাংশ আমেরিকানরা মনে করে Roswell UFO Incident একটি সাজানো ঘটনা।

এই ব্যাপারে আরো কিছু যানতে চাইলে আমাকে বলতে পারেন।

UFO কি :

UFO একটি উড়ন্ত যন্ত্র (আরও একটু যোগ করি (U-unidentified F-flying O-object) UFO-Unidentified Flying Object

Than ks