UFO সম্পর্কে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না । অনেকেই বিশ্বাস করে করে UFO এর কথা আবার অনেকেই অবিশ্বাস । কিন্তু আজ পর্যন্ত যতগুলো ঘটনা UFO সম্পর্কে পাওয়া যায় তাকে করে াবিশ্বাসের কোন কারন নেই । কিন্তু বিশ্বাস অবিশ্বাস সেটা প্রত্যেকেরই নিজস্ব ব্যাপার ।
UFO একটি উড়ন্ত যন্ত্র যার মাধ্যমে অন্য গ্রহের প্রানি বা মানুষের মত অবিকল কোন প্রানিকে পৃথিবীতে পাঠানো হয় তাদের গ্রহ থেকে । কিন্তু যতগুলো UFO এর সম্পর্কে ঘটনা পাওয়া গেছে তাতে বিকৃত কোন অজানা প্রানী পাওয়া গেছে । এদেরকে বলা হয় রসওযেল । UFO নিয়ে মেক্সিকোতে একটি মিউজিয়ামও আছে যেখানে অনেক পর্যটক আসেন UFO সম্পর্কে জানতে এবং অন্যগ্রহের প্রানীদের দেখতে । আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটা ক্লিয়ার হতে পারবেন ।
UFO সবচেয়ে বেশী দেখা গেছে নাকি আমেরিকার ৫১ নম্বর এরিয়ায় । তাই অনেকেই বলে থাকে আমেরিকার সাথে নাকি ওদের সূত্র আছে । স্যাটেলাইটেও অনেকবার UFO ধরা পরেছে । কিন্তু এর স্পিড আলোর গতি থেকেও অনেক গুন বেশী ।
মেক্সিকোর মিউজিয়ামে রসওয়েল ।
আমি নিজেও এই সম্পর্কে বেশী কিছু জানি না যতটুকু জানতে পেরেছি সেটা say-sakil ভাইয়ের কাছ থেকে । আপনারা অনেকে তাকে খারাপ ভাবেন কিন্তু আসলে তার সাথে চ্যাট করলে আপনি বুঝবেন তিনি কত ভাল । তিনি নিজেও শাকিল , টিনটিন এবং হাসান ভাইয়ের একজন ভক্ত । আমিও কেননা তাদের টিবুনগুলো খুব সুন্দর হয় এবং তারা খুব সুন্দর করে গুছিয়ে টিউন করে যা আমার মত অনেকেই পারে না । তাই আমির একটা রিকোয়েস্ট হল কিছুদিন পরেই টেকটিউনস সম্মেলন সেখানে সবাই যেন প্রান খুলে হাসতে পারি কারও মনে যেন কোন কষ্ট না থাকে এবং রাগ । ব্লগে এটু আকটু ঝগড়া হবেই তাই বলে রাগ করলে হবে না কেননা আমরা এখানে একটি পরিবারের মত । say-sakil ভাইয়ের উপরে অনেকেরই রাগ বা অভিমান আছে আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে সম্মেলনের দিন যেন সবাই হাসি খুশী থাকি । আর শাকিল ভাই আপনি এবং টিনটিন ভাই যদি হাসান ভাইকেে অনুরোধ করেন তাহলে মনে হয় তার রাগ ভেঙ্গে যাবে তিনি আবার টেকটিউনসে ফিরে আসবেন । সেই টিউনটিতে আপনাদের দুজনের কারই দোষ ছিল না কেননা মাঝখানে আপনারা শান্ত ছিলেন । কিন্তু পরে অনেকেরই খারাপ মন্তব্য পরেছিল । যাই হোক আমি আপনাদের অনেক ছোট হবে তাই ছোট ভাই হিসেবে বলছি say-sakil ভাই কে আপনারা ক্ষমা করে দিন এবং হাসান ভাইকে ফিরিয়ে এনে টেকটিউনসের সম্মেলনটা পরিপূর্ন করুন । দয়াকরে আমার এই কথাগুলো পজেটিভ নিবেন । কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
কমেন্টস করতে লগইন করলাম। আমাদের জানার সিমান খুবই ছোট। অনেকে বলে-মানুষের কত বুদ্ধি। আমি বলি- আমরা অনেক কিছুই দেখি না। জানি না। অনেক কিছু আছে জানতেও পারবো না কোন দিন। অন্ধ যেমন আলো দেথে না, তেমনি আল্লাহ আমাদের সীমিত জ্ঞান দিয়েছেন।
ধন্যবাদ,টিউনের জন্য,সে.সাকিল কয়েকদিন ধরে বেপারটা জানতে চাইছিল, ভাল করেছেন। আপনার শেষের কথাগুলো ভাল লাগলো। ইন্টারে পড়ার সময় প্রথম দিকে এক সহপাঠিনীর সাথে ঝগড়া হলো, তারপর ও,ই সেরা বন্ধুতে পরিনত হলো।
see also
http://www.youtube.com/watch?v=WlLN_Jcg1pc