জানুয়ারী-ফেব্রুয়ারী,২০১২ সংখ্যাটি আমাদের প্রত্যাশার প্রথম সংখ্যা। এই সংখ্যাটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে নবীন-প্রবীন লেখকদের কাছ থেকে আমরা লেখা আহবান করেছি।
যে সব বিষয়ের উপর লেখা জমা দেয়া যাবে সে বিষয়গুলো হলো-
১. প্রবন্ধ।
২. প্রতিবেদন।
৩. নিজস্ব আবিষ্কারের কথা।
৪. টিপস্।
৫. টিউটোরিয়াল।
৬. গল্প- কবিতা।
৭. রম্য রচনা।
৮. হাসি- মশকরা।
৯. সাম্প্রতিক খবরাখবর।
১০. গেমস্- সফটওয়্যার রিভিও।
১১. বাজারের খবর।
(সকল বিষয় প্রযুক্তি সম্পর্কিত)
লেখা জমা দেয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর
লেখা পাঠানোর ঠিকানা -
[email protected]
(ধারাবাহিক টিউটোরিয়াল পাতায় যারা ধারাবাহিকভাবে লিখতে চান,তাদেরকে মোবাইল নাম্বার সহ মেইল করার অনুরোধ রইলো)
আমি বাংলাটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো উদ্দ্যোগ !!
আমি মনে করি,প্রযুক্তি নিয়ে যতো থিসিস হবে ।
মানুষের জীবন-যাত্রার মান ততো উন্নত হবে ।।