সম্মানিত প্রযুক্তি ব্লগার ভাইরা,
কেমন আছেন সবাই?
আপনাদের সামনে একটি শুভ বার্তা নিয়ে এসেছি ।
প্রযুক্তি বিষয়ক ই-ম্যাগাজিন "বাংলাটেক" প্রকাশের পথে।
জানুয়ারী ২০১২ হবে আমাদের প্রথম সংখ্যা।
নবীন লেখকদের লেখা নিয়েই সাজানো হবে আমাদের এই ম্যাগাজিনটি । আমরা আপনার সৃজনশীল লেখা কামনা করছি।
কারণ, আপনি প্রযুক্তি বিষয়ক টিউনারই আমাদের প্রাণ। প্রযুক্তি বিষয়ক গল্প - কবিতা - রম্য লেখাও জমা দিতে পারেন আপনি।
সুতরাং, আর দেরি না করে প্রযুক্তি বিষয়ক আপনার যে কোন লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
আপনার সর্বপ্রকার পরামর্শ -অভিযোগ সাদরে গ্রহণীয়।
লেখা জমা দেয়ার শেষ দিন ২০ ডিসেম্বর।
লেখা পাঠানোর ঠিকানাঃ
[email protected]
"শেখার আসর পাতায় যারা ধারাবাহিক টিউটোরিয়াল দিতে আগ্রহী ,সে সকল লেখক ভাইদের মোবাইল নাম্বার সহ আমাদের কাছে মেইল করার অনুরোধ রইলো। "
বাংলাটেক একটি সম্পূর্ণ অবাণিজ্যিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উন্নয়নে সবার শুভদৃষ্টি একান্ত ভাবে কাম্য।
"বাংলাটেক; প্রযুক্তি যেখানে নির্মল"
আমি বাংলাটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনারা যদি আইটি বিষয়ক কোন সাহায্য চান তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
[email protected]
ওয়েবসাইট: http://www.global-itbd.com
ফোরামঃ http://forum.global-itbd.com