ফ্রি ডাউনলোড করুন গুগলের অপারেটিং সিস্টেম

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমরা কিছুদিন আগে গুগলের অপারেটিং সিস্টেম এর উপরে একটি টিউন দেখেছিলাম । কিন্তু আজ তা সত্যি সত্যি বাস্তবে রুপান্তরিত হয়েছে । গুগল মাইক্রোসফ্টকে পিছনে ফেলার জন্য উঠে পরে লেগেছে । এজন্য তারা নিজেদের অপারেটিং সিষ্টেম বের করারা কথা বলেছিল । আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন গুগলের অপারেটিং সাস্টেম টি ।

যেসব ফিচার এতে যুক্ত হয়েছেঃ

  • OpenDNS added
  • Audio support
  • VirtualBox - Intel 8x0 AC97
  • VMware - Ensoniq AudioPCI 1371/1373
  • SD card support (512M)
  • Ethernet (DHCP)
  • Mouse wheel support
  • High-resolution support (800*600, 1024*768)
  • Apps added
  • Software Directory
  • AndroidVNC
  • PilotLines, Craigs Races, Super Mario
  • more net card driver added
  • Amd PCNET32 PCI
  • Broadcom 440x/47xx
  • CS89x0
  • Intel PRO/100+
  • NE2000/NE1000
  • Realtek RTL-8129/8130/8139

গুগল বলছে এটা নাকি কোন রিস্টার্ট ছাড়াই সেট-আপ দেয়া যাবে । মাইক্রোসফ্টের যে কোন অপারেটিং সিস্টেম থেকে গুগলের অপারেটিং সিস্টেমটা ফাস্ট হবে । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে সিডিতে বার্ন করতে হবে । Part 1 , Part 2 । সফটওয়ারটি ডাউনলোড করে extract করে সিডিতে বার্ন করতে হবে । উপভোগ করুন গুগলের প্রথম তৈরি অপারেটিং সিস্টেম। সকলকে ধন্যবাদ.........

কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন ।

Level 0

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আমার টিউনের মাধ্যমে মানুষের উপকারে আসতে চাই।[email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখতে হবে ……… দেখতে হবে …….. তাই এখন ডাউনলোড করতে হবে। আপনাকে ধন্যবাদ।

    টিনটিন ভাই মাত্র ১৮০ মেগাবাইটের

এটার জন্য কি ভিন্ন ফাইল সিস্টেম, না NTFS / FAT32 এ চলবে?

    টিউটো ভাই সেখানে এত কিছু উল্লেখ করা হয় নি । আমি নিজে ওই সফটওয়ারটি সম্পর্কে পড়েছি । ওমর ফারুকের নেটে সমস্যা হয়েছে বলে আমি ওর পক্ষ থেকে আপনার কমেন্টের উত্তর দিলাম আপনি কিছু মনে করবেন না ।

Level 0

এখান হতে ডাউনলোড করতে পারেন। এটি গুগোল এর নিজস্ব লিংক, কাজেই সঠিক অফিসিয়াল ভার্সন পাবার গ্যারান্টি আছে। পরের পার্ট এ একই লিংক শুধু ০০১ এর পরিবর্তে ০০২ বসিয়ে নিবেন।আরও বিস্তারিত জানতে, কোড ডট গুগোল ডট কম/পি/লাইভ-এন্ড্রয়েড এর প্রজেক্ট পেজ ভিজিট করতে পারেন।

তাই নাকি? এতো বড় খবর দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    আমার মনে হয় আপনারা ভুল করছেন।সকল লিংকেত দেখলাম অ্যানড্রড মানে মোবাইলের অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যাবে।chrome os তো এখন রিলিজ হয় নাই ।আর কোন সাইটেত এই ব্যাপারে কিছু দেখলাম না।গুগলের মোবাইল সিস্টেম তো অনেক আগেই উন্মুক্ত করা হয়েছে।এটা দিয়ে আমরা কি করব।

Ata ki korlen lotus bhaier multiupload a upload korle to parten.apnar ki hotfile a/c ache tahole den.

    ভাই ১৮০ মেগাবাইট ডাউনলোড করে আবার আপলোড করতে করতে বুড়ো হয়ে যেতো তাই হয়ত । হা হা হা মজা করলাম

ডাউনলোড শুরু করলাম।

Lotus bhai apnar ki hotfile a/c ache?

    না ভাই হটফাইলে আমার কোন একাউন্ট নাই ।

আমি ইংরেজি টেকি সাইট গুলো ঘুরে আসি তারপর মন্তব্য দিব

আমার মনে হয় আপনারা ভুল করছেন।সকল লিংকেত দেখলাম অ্যানড্রড মানে মোবাইলের অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যাবে।chrome os তো এখন রিলিজ হয় নাই ।আর কোন সাইটেত এই ব্যাপারে কিছু দেখলাম না।গুগলের মোবাইল সিস্টেম তো অনেক আগেই উন্মুক্ত করা হয়েছে।এটা দিয়ে আমরা কি করব।

মামুন ভাই ১০০% ঠিক

Level 0

এটা গুগলের ওএস নয় এটা G (good) OS । এটা লিনাক্সের আরেকটি ভার্সন http://www.thinkgos.com/gos/index.html

এখানে অনেকগুলো গুগলের প্রডাক্ট যেমন Google Gadgets,Google Desktop Search দেখে গুগলের ওএস বলে ভূল হতে পারে ।

এতে মূলতক্লাউড কম্পিউটিং কেই বেশী গুরুত্ব দেয়া হয়েছে এবং সে অনুযায়ী এ্যাপলিকেশন গুলো দেয়া হয়েছে । Google Documents, Spreadsheets, and Presentations এর জন্য সম্ভবত মোজিলার “প্রিজম” ব্যভহার করা হয়েছে।

তাদের বক্তব্য অনুযায়ী “Cloud and gOS are not affiliated with Google or their partners.”

Level 0

ও দূঃখিত আমার স্ক্রিনশটটি দেখে জিওএস মনে হয়েছিল তবে আপনার দেয়া লিন্কটি দেখে মনে হল ওটা এনড্রয়েড এর জন্য

Level New

যাই হোক ভাইয়েরা আমি বিকল্প লিঙ্ক দিচ্ছি,আশা করি এগুলো রিজিউম সাপোর্ট করবে,
০১.http://code.google.com/p/live-android/downloads/detail?name=liveandroidv0.3.iso.001
০২.http://code.google.com/p/live-android/downloads/detail?name=liveandroidv0.3.iso.002

ডাউনলোড কমপ্লিট হলে “hjsplit” দিয়ে জয়েন করে,তারপর ইমেজ কে সিডি তে বার্ন করতে হবে।

Level 0

প্রায় বছরদেড়েক আগে একটা রাশিয়ান সাইটে গোগল এর ও এস টা সম্পর্কে জেনেছিলাম। বর্তমান চেহেরাটা ভালোই লাগলো। ডাউনলোড দিয়ে দেখি কি হয়। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আরে এটাতো এন্ড্রয়েড… ভার্সন .3.. গুগলেরটার নাম গুগল ক্রোম ও এস…
আর ওটা রিলিজ হবে আগামী বছরে!
এটা ফেক!

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।আসলে android এমন একটি অসাধারন অপারেটিং সিস্টেম যা দ্বারা আপনার ঘরের প্রত্যেকটি যন্ত্র ফ্রিজ,ওয়াশিং মেশিন,ভেকুয়াম ক্লিনার থেকে শুরু করে মোবাইল,কম্পিউটার সবই চালানো যায়।

যদি সত্যি হয় তাহলে মাইক্রোসফটের বারোটা বাজতে শুরু করেছে। আমার নেট স্পীড ত কম কি যে করি!

Level 0

windows applycation a cholbato

ভাই ! ১৮০ মেগাবাইটের কি কোন PC Operating System হয় ?????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মাথার তার কি আমার ছিরে গেল নাকি অন্য কারোর কিছু বুঝতেছিনা।

Google এর Operating System এর নাম “Google Croime”.

Level 0

টিউনারের দেওয়া লিংক ছিলো এন্ড্রয়েড এর লিংক টা সম্ভবত হবে http://sites.google.com/site/chromeoslinux/download তবে আমার মনে হচ্ছে এটা আসল মাল না।

এটা লিনাক্স এর একটা ওস গুগুলের না

এটাই .apk file চলবে ??
এতো বছর ধরে এটা আপডেট হল না কেন ?