আমার মেইল আইডিতে আজ একটা লাভ মেইল পেলাম। এরকম স্প্যাম মেইল সচরাচরই পেয়ে থাকি, এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু যেটা নিয়ে লেখছি সেই স্প্যাম মেইলটা একটু ভিন্ন ধরণের এবং টেকটিউনস সম্পর্কিত। তাই বিষয়টা টেকটিউনসে জানানো দরকার বলে মনে হলো। মেইলটা নিচে কপি করে তুলে দিচ্ছি-
-----------------------------------------------------------------
হ্যালো আমার প্রিয়,
আমার নাম সিলভিয়া Bridget Kabashi. আমি আপনার বন্ধু হতে চাই. আমি techtunes.io সাইটে আপনার প্রোফাইল মত. আপনি যদি আমার বন্ধু হতে চাই খুব যদি আপনি আমাকে উত্তর আমার অন্যান্য ছবির পাঠাতে এবং আপনি নিজেকে সম্পর্কে আরো বলতে হবে. আমি সততা ও বিশ্বস্ত ব্যক্তি চাই, কারণ আমি বিশ্বাস করি আন্তরিকতা হয় জীবনের শ্রেষ্ঠ নীতি. দূরত্ব অথবা ভাষা সম্পর্ক না কিন্তু প্রেম বিষয়ে এবং বোঝার একটি পরিহাস বিষয় না. ঈশ্বর আপনার মঙ্গল করুন. আমি এগিয়ে থেকে আপনি পড়তে খুঁজছি৷.
আপনার নতুন বন্ধু,Hello my dear,
My name is Silvia Bridget Kabashi. I want to be your friend. I like your profile on techtunes.io site. If you want to be my friend too if you reply me i will send you my other photo and tell you more about myself. I want honesty and faithful person, because i beleive honesty is the best policy in life. Distance or language does not matter in relationship but love maters and understanding matters a mot. God bless you. I'm looking forward to read from you soonest
Your new friend,
-----------------------------------------------------------------
এই স্প্যাম মেইলটির ক্ষেত্রে স্প্যামার একটু বুদ্ধি খাটিয়েছেন।আর দশটি স্প্যামের মত এটি তিনি টিপিক্যাল ইংরেজীতে পাঠিয়ে দেননি। কোনভাবে জেনেছেন আমি বাংলাভাষী। এরপর গুগল ট্র্যান্সলেটর দিয়ে মেইলটার বাংলা অনুবাদ এবং ইংরেজী মেইল দুটোই পাঠিয়ে দিয়েছেন। আশ্চর্য হয়েছি টেকটিউনসের নাম দেখে।
যাহোক, আরও যারা এই ধরনের মেইল পেয়েছেন বাংলায় লাভ-মেইল দেখে এবং টেকটিউনস নামটা দেখে তারা যেন আনন্দে উল্লাসিত না হয়ে এটাকে স্প্যাম মেইল হিসেবেই বিবেচনা করেন সেই সচেতনতার জন্যই এই পোস্ট। দোয়া রইলো সবার জন্য। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
হুম!! কাজে আসলো .