আপনার ফেইসবুক একাউন্ট আপডেট করেছেন আজ? আপনার কি আপনার টুইটার ফল্যোয়ারদের আপডেট করার সময় আছে? অথবা আপনার কি ভুলে গেছেন যে অন্যতম বিটুবি সাইট লিঙ্কডিন আপনার অনেক কানেকসান আছে? যদিও নিশ্চিত নই তারপরও ধরে নিলাম হ্যা বা না। কিন্তু সত্যিকার অর্থে অনেক ব্যস্ত মানুষ আছেন যারা সত্যি সময় পেয়ে ওঠেনা।তো তাদের সামাজিক যোগাযোগ কি অবস্থা? দৈনিক কিভাবে তাদের এই ব্যস্ত জীবনে সবাইকে আপডেট করা সম্ভব? অথবা কম সময়ে কিভাবে সম্ভব?
যাইহোক এই প্রশ্নগুলো অনেকেরি। তো এই প্রশ্নগুলোর কোনো একটি ও যদি আপনার থেকে থাকে তাহলে আমার লিখাটি অবশ্যই আপনাকে সহায্য করবে। আমি আজ আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যা শুধু আপনার সময়ই বাচাঁবে না বরং আপনাকে এমন একটি ড্যাশর্বোড যেখনে এক জায়গা থেকেই আপনি হালনাগাদ করতে পারবেন আপনার ফেইসবুক, টুইটার, লিঙ্কডিন, ওয়র্ডপ্রেস সহ আরো একাউন্ট।
হে হুটসুইট। হুটসুইট হল আপনাদের প্রশ্নের উওর।হুটসুইট হলো একটি জনপ্রিয় সামাজিক ড্যাশর্বোড আপডেট মিডিয়া যেটা অনলাইন ব্র্যান্ড পরিচালনার জন্যবিশ্বব্যাপী ব্যবহৃত হয়। হুটসুইটের এর শক্তিশালী টুল আপনার সামাজিক নেটওয়ার্ক হালনাগাদকরন বা যোগাযোগ সহ ওয়েবসাইট হালনাগাদকরনে সাহায্য করবে। হুটসুইট এর জনপ্রিয়তার মূল কারন আপনি একই জায়গা থেকে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ফরস্বকয়ার, মাইস্পেস, পিং.এফএম এর মত শীর্ষ সামাজিক মিডিয়াগুলোকে নিয়ন্ত্রন করতে পারবেন। Invoke Media ২০০৮ সালের নভেম্বরে হুটসুইট প্রকাশ এবং সেবা প্রদান শুরু করে।
হুটসুইট একটি ওয়েব ব্রাউজার ভিত্তিক সামাজিক মিডিয়া ড্যাশবোর্ড যেখানে হুটসুইট ব্যবহারকারী তাদের টুইটার, ফেসবুক ইত্যাদি সেবার পাসাপাশি হুটসুইটের নিজেস্ব সেবা ow.ly দ্বারা তাদের লম্বা ইউআরএল ছোট করতে পারে। বিপুল সংখ্যক হুটসুইট ব্যবহারকারী হুটসুইট ব্যবহার করে তাদের "তালিকাভুক্ত টাস্ক (Scheduled Task)" সিস্টেমের জন্য এবং এটাই প্রধান কারণ হুটসুইট এত জনপ্রিয়। যার মানে হলো হুটসুইট আপনার প্রয়োজনিয় সামাজিক নেটওয়ার্ক হালনাগাদ করবে অটোম্যাটিক্যালি যদি আপনি তা আগেই "তালিকাভুক্ত (Scheduled)" করে রাখেন।
তো বন্ধুরা আমি আশা করি হুটসুইট নিয়ে আমার এই তথ্য আপনাদের খানিকটা উপকারে আসবে।
ধন্যবাদ
সুমন রহমান
আমি sumonbackpiper। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi I'm Sumon Rahman I'm Freelancer, Wordpress and Faebook Developer and Social Media Consultant.
“veterinary medicine”
URL: http://www.univetmedicine.কম
We think your time,we like your effort to learn,we respect to your opinion as a veterinarian.We also think your knowledge will be spread out all over the world for dedication of animal health.Because you agree to give a safe life in this world.Come to us for learning,sharing about Veterinary medicine.