হাতে কলমে নেটওয়ার্কিং শিক্ষা ০২: কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ Classification of Network

কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকারভেদঃ

ব্যবহারকারী তথা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বর্তমানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের উৎপত্তি হয়েছে।

যেমন ধরুনঃ-

মালিকানা ভিত্তিতেঃ মালিকানা ভিত্তিতে নেটওয়ার্ক ২ প্রকার

  • প্রাইভেট নেটওয়ার্ক (Private Network)
  • পাবলিক (Public Network)

টপোলজির ভিত্তিতেঃ টপোলজির উপর ভিত্তি করে নেটওয়ার্ক প্রধানত চার প্রকারঃ

  • স্টার টপোলজি (Star Topology)
  • রিং টপোলজি (Ring Topology)
  • বাস টপোলজি (Bus Topology)
  • মেশ টপোলজি (Mesh Topology)

কার্যাবলির ভিত্তিতেঃ কার্যাবলির বৈশিষ্ট্যের ভিত্তিতে নেটওয়ার্ক কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে।

  • পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Per-to-Per Network)
  • ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক(Client Server Network)

কার্যক্ষেত্রের ভিত্তিতেঃ কার্যক্ষেত্রের পরিধির উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা যায়

  • লোকাল এরিয়া নেটওয়ার্ক(Local Area Network)
  • মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)
  • ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network)

সুইচিং এর উপর ভিত্তি করেঃ সুইচিং কৌশলের উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা হয়

  • সার্কিট সুইচ নেটওয়ার্ক (Circuit switched Network)
  • ম্যাসেজ সুইচ নেটওয়ার্ক (Message Switched Network)
  • প্যাকেট সুইচ নেটওয়ার্ক (Packet Switch Network)

নির্মাণ কৌশলের ভিত্তিতেঃ নির্মান কৌশলের ভিত্তিতে নেটওয়ার্ক মূলত ২ প্রকার।

  • পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক (Point to Point Network)
  • ব্রডকাষ্ট বা মাল্টিপয়েন্ট নেটওয়ার্ক (Broadcast or Multipoint Network)

Level 3

আমি মো ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস