ইন্টারনেট এর স্পীড জানুন কোন সফটওয়্যার বা টুলস ছাড়া

হ্যালো, কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ইন্টারনেট এর স্পীড মাপার একটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

প্রতিদিন আমাদের বিভিন্ন কাজে ইন্টারনেট প্রয়োজন। ইন্টারনেট ছাড়া যেন আমাদের নিত্যদিনের কাজগুলো পূর্ণতা পায় না। https://youtu.be/CAnUgdIHtMA

ইন্টারনেট এ কাজে গতি আনার জন্য কিন্তু অবশ্যই ইন্টারনেট এর গতি মাপার প্রয়োজন। ইন্টারনেট কোম্পানি গুলো ঠিকভাবে ইন্টারনেট সরবরাহ করছে কিনা, ইন্তেরনেট ব্যবহার দ্রূত হচ্ছে কিনা তার জন্য কিন্ত আমাদের ইন্টারনেট এর গতি মাপা দরকার। এর এ গতি মাপার জন্য আমরা অনেকেই অনেক রকম পদ্ধতি ব্যবহার করি। অনেকে বিভিন্ন সফটওয়্যার/ টুলস ব্যবহার করি। এসব ব্যবহার অনেক ক্ষেত্রে ঝামেলাদায়ক হতে পারে। কিন্তু যারা পিসি ব্যবহার করেন তারা কিন্ত কোন সফটওয়্যার ব্যবহার না করেই ইন্টারনেট এর স্পীড মাপতে পারেন। এর জন্য আপনি যাবেন আপনার টাস্ক ম্যানাজার এ। সেখান থেকে সেলেক্ট করবেন performance tab। এখানে আপনি আপনার প্রসেসর, র‍্যাম, ইথারনেট, ওয়াইফাই সম্পর্কে আপনি অনেক তথ্য পাবেন। এখান থেকে ওয়াইফাই বা ইথারনেট সেলেক্ট করুন। তাহলে আপনি আপনার নেটওয়ার্ক এর অনেক তথ্য পাবেন। যেমন upload speed, download speed, line speed, realtime network activity এবং আরও অনেক কিছু। আর এটা অন্যান্য সফটওয়্যার এর থেকে অনেক সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে। তো তাহলে আজ থেকে ইন্টারনেট স্পীড মাপার জন্য অন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না আশা করি।

Level 1

আমি জাবির আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস